শাহেনশাহ
শাহেনশাহ হচ্ছে আসন্নবর্তী একটি বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি ও শাপলা মিডিয়ার ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সেলিম খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান[3][4] নুসরাত ফারিয়া[5] ও নবাগতা রোদেলা জান্নাত[6], অমিত হাসান, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা শানু, ডন ও ডিজে সোহেল সহ প্রমুখ।
শাহেনশাহ | |
---|---|
![]() শাহেনশাহ ফার্স্ট লুক | |
পরিচালক | শামীম আহমেদ রনি |
প্রযোজক | সেলিম খান |
চিত্রনাট্যকার | পেলে ভট্টাচার্য |
কাহিনীকার | অঙ্গুসুমান ও প্রামিত |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | স্যাভি গুপ্ত |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | শাপলা মিডিয়া |
পরিবেশক | শাপলা মিডিয়া |
মুক্তি | ২০২০[1][2] |
দৈর্ঘ্য | ১৫২ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৯ সালের ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি নির্ধারণ করা হলেও পরে চলচ্চিত্রটি প্রচারণার জন্য মুক্তির তারিখ পিছিয়ে ২০১৯ ঈদুল ফিতর নির্ধারণ করা হয়। ঈদুল ফিতরে শাকিব খানের প্রযোজিত পাসওয়ার্ড চলচ্চিত্র মুক্তি দেওয়ার ফলে, এটি মুক্তি তারিখ পিছিয়ে ঈদুল আযহা নির্ধারণ করা হয়। ইউটিউব চ্যানেল আনলিমিটেড অডিও ভিডিওয়ে শাহেনশাহ ছবির প্রথম ট্রিজার মুক্তি পায় গত ২৫ জানুয়ারি ২০১৯ তারিখে।[1][2][7] চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনা করছে বাংলাদেশী প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।
কাহিনী
অভিনয়
- শাকিব খান - শাহেনশাহ
- নুসরাত ফারিয়া - লায়লা
- রোদেলা জান্নাত - প্রিয়া
- মিশা সওদাগর
- তারিক আনাম খান
- অমিত হাসান
- উজ্জ্বল
- সাদেক বাচ্চু
- আহমেদ শরীফ
- ডিজে সোহেল
- শিবা শানু
- ডন
প্রযোজনা
২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঢাকায় শাহেনশাহ চলচ্চিত্রের আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়।[8] এরপর, ২৩ অক্টোবর এফডিসিতে শুরু এ চলচ্চিত্রের মূল চিত্রগ্রহণ।[12]
সঙ্গীত
শাহেনশাহর প্রথম গান মুক্তি পায় গত ২৫ ফেব্রুয়ারি আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেলে।[13] রশিক আমার শিরোনামের এই গানের প্রথম লাইনটি সংগৃহীত। বাকি কথাগুলো লিখেছেন প্রিয় ভট্টাচার্য্য, সুর ও সংগীত করেছেন স্যাভি।[13] গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাভি ও কনা। মুক্তির ৪৮ ঘণ্টা সময় পার না হতেই ১৬ লাখ ৭৬ হাজারের বেশি দর্শক ইউটিউবে গানটি দেখে ফেলে এবং এ পর্যন্ত ৩৪ লাখ ৬০ হাজারেরও বেশি দর্শক গানটি দেখেছেন।
শাহেনশাহ (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক) | ||||
---|---|---|---|---|
![]() | ||||
স্যাভি গুপ্ত, ডাব্বু কর্তৃক ফিল্মস সাউন্ডট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ২০১৯ | |||
ঘরানা | চলচ্চিত্রের গান | |||
দৈর্ঘ্য | ৭:১৯ মিনিট | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | আনলিমিটেড অডিও ভিডিও | |||
প্রযোজক | সেলিম খান | |||
স্যাভি গুপ্ত কালক্রম | ||||
| ||||
ডাব্বু ঘোষাল কালক্রম | ||||
|
সবগুলি গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মল্লিক, স্নেহাশিস ঘোষ ও লিংকন।
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কন্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
১. | "রসিক আমার" | প্রিয় চট্টোপাধ্যায় | স্যাভি গুপ্ত | স্যাভি ও কনা | ৩:২৯ |
২. | "প্রেমের রাজা" | প্রসেনজিৎ মল্লিক | ডাব্বু | ইমরান ও কনা | ৩:৫০ |
৩. | "তুই আমি চল" | স্নেহাশিস ঘোষ | ইমরান | ইমরান ও আনিশা | ৪:৪৩ |
৪. | "ও প্রিয়া" | লিংকন | লিংকন | অশোক সিং | ৫:৩০ |
বাজারজাতকরণ ও মুক্তি
২০১৯ সালের ২৫ জানুয়ারি শাহেনশাহ চলচ্চিত্রের প্রচারণামূলক প্রথম ফার্স্ট লুক টিজার মুক্তি পায়।[14]
তথ্যসূত্র
- আবারও পিছিয়েছে শাকিব-ফারিয়ার সিনেমার মুক্তি
- ৪ অক্টোবর নয়, আগামী ঈদে মুক্তি পাবে শাহেনশাহ
- "আজ শেষ হচ্ছে শাকিব-ফারিয়া-রোদেলার 'শাহেনশাহ'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'শাহেনশাহ' শাকিব, সঙ্গী ফারিয়া"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- "'শাহেনশাহ'র সঙ্গী নুসরাত ফারিয়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- "'শাহেনশাহ' ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- "এসেছে 'শাহেনশাহ'র টিজার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৩।
- "ঢাকাই ছবির 'শাহেনশাহ' শাকিব খান"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- "Nusraat Faria"।
- "শাহেনশাহ-র সঙ্গে প্রথম দেখা লায়লার"। The Daily Star Bangla। ২০১৮-১১-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- "'শাহেনশাহ' শাকিবের 'প্রিয়া' রোদেলা জান্নাত"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৩।
- "১৫ ফেব্রুয়ারি আসছে 'শাহেনশাহ'"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৭।
- "প্রথম গানেই বাজিমাত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭।
- "এসেছে 'শাহেনশাহ'র টিজার"। প্রথম আলো। ২৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।