দিলশাদ নাহার কনা

দিলশাদ নাহার কনা একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী।নিজের প্রথম একক অ্যালবাম 'জ্যামিতিক ভালোবাসা'র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি।[1]

দিলশাদ নাহার কনা
প্রাথমিক তথ্য
স্থানীয় নামকনা
জন্ম নামদিলশাদ নাহার কনা
জন্ম১৫ এপ্রিল,১৯৭১
ঢাকা, বাংলাদেশ
উদ্ভবঢাকা
ধরনরেপ
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রসমূহকন্ঠ
কার্যকাল১৯৯৯–বর্তমান
ওয়েবসাইট[www.dnkona.com ওয়েবসাইট]

শৈশব

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ১৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কাটে তার মা-বাবা এক ভাই এবং এক বোনের সাথে।কনার ভালো নাম দিলশাদ নাহার কণা হলেও পারিবারিক পরিমণ্ডলে তিনি আরও দুটি নামে পরিচিত। বাবা-মায়ের কাছে কনা নামটি কনুতে রূপান্তরিত হলেও বাচ্চাদের কাছে তার নামটি আরও মজার—‘কনামনা’।[2] মিরপুরের টাইনি টটস স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়েই কনার স্কুলজীবনের হাতেখড়ি। তিনি ঢাকার মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজের ছাত্রী ছিলেন।[3]

সঙ্গীত জীবন

মাত্র চার বছর বয়সেই গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ গানটি শেখার মধ্য দিয়েই কনার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র পাঁচ বছর বয়সে।[4] কনা তার সঙ্গীত জীবন শুরু করেন ২০০০ সালে।[5] কনার প্রথম এলবাম 'জ্যামিতিক ভালবাসা', যা বের হয় ২০০৬ সালে।[6] তার দ্বিতীয় একক এলবাম ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে “কনা” নামে। তার তৃতীয় একক এলবাম “সিম্পলি কনা” বের হয় ১৮ আগস্ট ২০১১ তে।[7]

বিজ্ঞাপনের জিঙ্গেলে কণা

ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। 'আভি তো লামহে' শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা।[8] বাংলাহিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিংগেল করেছেন কনা।[9]

ডিস্কোগ্রাফি

স্টুডিও অ্যালবাম

জ্যামিতিক ভালোবাসা

জ্যামিতিক ভালোবাসা অ্যালবামটি ২০০৬ সালে অডিও আকারে বের হয়।

গানের তালিকা

নং গানের শিরোনাম সহশিল্পী/ফিচারিং গানের দৈর্ঘ্য
১ ২ ৩ তারা
৯৩৬২৭১৫
দিল
এই দুই চোখে
জ্যামিতক ভালোবাসা
কেঁদে কেটে যায়
কৃষ্ণচূড়া হাতে
অস্পৃশ্য
প্রশ্ন
১০তুমি আসো নাই

কনা

কনা অ্যালবামটি ২০০৮ সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

গানের তালিকা

নং গানের শিরোনাম সহশিল্পী/ফিচারিং গানের দৈর্ঘ্য
বরষা৪:৩৭
এখনি সময়৪:১৭
ভ্রান্তি৭:৪৪
নেই৪:৪০
স্বপ্ন বাড়ী৩:২৪
অবুঝ প্রশ্ন৫:৪৬
শুভ্র তুষার৪:৩৮
কথা৩:৪৮
সুজন৬:২৩
১০ভ্রান্তিমিফতাহ জামান৬:২৪

সিমপ্লি কনা

সিমপ্লি কনা অ্যালবামটি ২০১১ সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার

গানের তালিকা

নং গানের শিরোনাম সহশিল্পী/ফিচারিং গানের দৈর্ঘ্য
বিয়েবাড়ী৫:৪৩
অপেক্ষা৪:৪০
ধিমতানা৫:১২
নীল পরী৪:০০
প্রিয় যাই যাই৩:১৬
পাহারাবাপ্পা মজুমদার৫:১৬

প্লেব্যাক

বছর চলচ্চিত্র গানের শিরোনাম সহশিল্পী গীতিকার সঙ্গীত পরিচালক টীকা তথ্যসুত্র
২০০৮আমার আছে জলচল ভিজি বৃষ্টিতেহাবিব ওয়াহিদ হাবিব ওয়াহিদ
২০১৩লাল টিপযদি স্বপনে থাকি মগ্ন আরেফিন রুমি
২০১৪তারকাঁটাপারভেজ আরেফিন রুমি
২০১৫ ইউটার্ন দিলেতে চোট লেগেছে, তার ছিঁড়েছে ব্রেনে শাহান কবন্ধ ফুয়াদ আল মুক্তাদির আইটেম গান [10]
ছুঁয়ে দিলে মনশুন্য থেকে আসে প্রেমইমরান হাবিব ওয়াহিদ
২০১৯ সাপলুডু ময়না ধুম তানভীর আলম সজীব গোলাম সোহরাব দোদুল ও

তানভীর আলম সজীব

তানভীর আলম সজীব আইটেম গান [11]
রাজকন্যা হাসলে আমি ফোটে ফুল রাজীব সুদীপ কুমার দীপ প্রমিত কুমার
সোনার চর ও পোড়ামন গাজী মাজহারুল আনোয়ার আবিদ রনি

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক নোট তথ্যসুত্র
২০১৫ ইউটার্ন কনা আলভী আহমেদ বিশেষ আবির্ভাব [12]

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কার শ্রেণী ফলাফল
২০০৮বাচসাস পুরস্কারসেরা সম্ভাবনাময় কণ্ঠশিল্পী (নারী)বিজয়ী[13]
২০১২বাবিসাস পুরস্কারসেরা কণ্ঠশিল্পীবিজয়ী
২০১১মেরিল-প্রথম আলো পুরস্কারসেরা কণ্ঠশিল্পী (নারী)মনোনীত
২০১৬মেরিল-প্রথম আলো পুরস্কারসেরা কণ্ঠশিল্পী (নারী)বিজয়ী

তথ্যসূত্র

  1. "দিলশাদ নাহার কনা"priyo.com profiles। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-২ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "কনা নাকি 'কনামনা'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৪
  3. "Kona ¤ When dream meets devotion"Newagebd.com। ৩০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৪ line feed character in |শিরোনাম= at position 7 (সাহায্য)
  4. প্রথম আলো
  5. "কনাকে নিয়ে যা বললেন ন্যান্সি"দৈনিক প্রথম আলো। মে ১৯, ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ মার্চ, ২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. "It's all about Simply Kona"। ৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 10/08/2011 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  7. ""Simply Kona" launched at Cafe 33"। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 21/08/2011 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  8. "বিজ্ঞাপনের জিঙ্গেলে কণা"। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-২ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  9. "আরবি ভাষায় কনার জিংগেল"। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-২ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  10. "এবার আইটেম গানে কণা"ঢাকাটাইমস। ২০১৪-০৮-২১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭
  11. "তিন ছবিতে প্লেব্যাক"সমকাল। ২০১৯-০১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০
  12. "চলচ্চিত্রে কনা!"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯
  13. সমকাল প্রতিবেদক। "জমজমাট বাচসাস সন্ধ্যা"। দৈনিক সমকাল এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য);

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.