লাল টিপ
লাল টিপ বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র।[3] স্বপন আহমেদের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটিতে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি ফ্রান্সের শিল্পীরাও অভিনয় করেছেন। বাংলাদেশ, ফ্রান্স, আইসলেন্ডের বিভিন্ন লোকেশনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছবিটির শুটিং সম্পন্ন করা হয়েছে। ছবিটি বাংলা, ফরাসী ও ইংরেজি ভাষায় ডাবিং করা হযেছে।[4] ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ইমন ও কুসুম সিকদার; এছাড়াও বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, এ টি এম শামসুজ্জামান, মিশু, সোহেল খান, কোনালসহ আরো অনেকেই এবং ফ্রান্সের শিল্পীদের মধ্যে রয়েছেন ড্যানিয়েল ক্রেমার, জেরার্ড দোপার্দো, দেবোরাহ নিউম্যান ,নাতালি ফ্রান্সেস্কি ও লিয়ানা।
লাল টিপ | |
---|---|
![]() ছবির বাণিজ্যিক পোষ্টার | |
পরিচালক | স্বপন আহমেদ |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর কাজী এনায়েত উল্লাহ (বনানি ফিল্মস) ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | স্বপন আহমেদ |
শ্রেষ্ঠাংশে | ইমন কুসুম সিকদার ড্যানিয়েল ক্রেমার জেরার্ড দোপার্দো দেবোরাহ নিউম্যান নাতালি ফ্রান্সেস্কি লিয়ানা শহীদুল আলম সাচ্চু এটিএম শামসুজ্জামান |
সুরকার | ফুয়াদ ইবরার টিপু আরফিন রুমি মরিস জার |
সম্পাদক | রবিরঞ্জন মিত্র[1][2] |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম বেনানি ফিল্মস |
মুক্তি | ১৭ ফেব্রুয়ারি ২০১২ |
দেশ | বাংলাদেশ ফ্রান্স |
ভাষা | বাংলা ফরাসী ইংরেজি |
লাল টিপ ছবিটি বাংলাদেশসহ বিশ্বের চারটি মহাদেশের পঁচিশটি দেশে একই দিনে মুক্তি দেয়া হবে[5]।
শ্রেষ্ঠাংশে
- ইমন - অর্নব
- কুসুম সিকদার - নিধি
- ড্যানিয়েল ক্রেমার -
- আনা লেভিস - লীনা
- বেনজামিন ডুপিচ - লরেন্ট
- দেবোরাহ নিউম্যান -
- নাতালি ফ্রান্সেস্কি -
- লিয়ানা -
- শহীদুল আলম সাচ্চু - সোহেল
- এটিএম শামসুজ্জামান -
- মিশু সাব্বির -
- সোহেল খান -
- কোনাল -
সংগীত
“লাল টিপ” চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, ইবরার টিপু ও আরফিন রুমি। বাংলাদেশের এই তিন সংগীত পরিচালক ছাড়াও তিনবার অস্কার বিজয়ী প্রয়াত সংগীত পরিচালক মরিস জার ছবিটির একটি গানের সংগীত পরিচালনা করেছেন।
গানের তালিকা
আরও দেখুন
তথ্যসূত্র
- সম্পাদনার টেবিলে ‘লালটিপ’
- সম্পাদনার টেবিলে ‘লালটিপ’
- লাল টিপ : একই দিন বিশ্বের ২৫টি দেশে মুক্তি পাবে
- লাল টিপ সমাচার
- "চার মহাদেশে একসঙ্গে মুক্তি পাবে 'লাল টিপ'"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১।