এরিক জে. অ্যাডামস
এরিক জে. অ্যাডামস হলেন একজন মার্কিন চিত্রনাট্যকার, প্রযোজক ও ঔপন্যাসিক।[1] তিনি ২০১০ সালে মাই সুইসাইড শিরোনামের একটি চলচ্চিত্রে প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন যেটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল বিয়ার জিতেছিল।[2]
এরিক জে. অ্যাডামস | |
---|---|
জাতীয়তা | আমেরিকান |
পেশা | চিত্রনাট্যকার, প্রযোজক, ঔপন্যাসিক |
এরিক জে. অ্যাডামস ২০০৯ সালের প্রামাণ্যচিত্র টু সেভ আ চাইল্ড এ কাহিনিকার ও পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপ্রিম্যাসি চলচ্চিত্রে প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন।[1] তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র নাইমার রঙ চলচ্চিত্রটি প্রযোজনার সাথে যুক্ত ছিলেন যেটি ২০২০ সালে মুক্তি পাবে।[3][4][5] এছাড়াও তিনি বার্ডল্যান্ড, প্লট টুইস্ট, লস অব ইনোসেন্স সহ ছয়টি বই লিখেছেন।[1]
তথ্যসূত্র
- "IN DEVELOPMENT"। Brothers' Ink Productions। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
- "আজ ঢাকায় আসছেন এরিক জে অ্যাডামস"। প্রথম আলো। ৯ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
- "Farooki and Amitabh Reza announce their next films"। The Independent। ১৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
- "Amitabh Rezas next film on rickshaw puller-girl"। The Daily Observer। ১৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
- "Farooki to join Rickshaw Girl campaign"। Dhaka Tribune। ৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এরিক জে. অ্যাডামস (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.