এরিক জে. অ্যাডামস

এরিক জে. অ্যাডামস হলেন একজন মার্কিন চিত্রনাট্যকার, প্রযোজক ও ঔপন্যাসিক।[1] তিনি ২০১০ সালে মাই সুইসাইড শিরোনামের একটি চলচ্চিত্রে প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন যেটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল বিয়ার জিতেছিল।[2]

এরিক জে. অ্যাডামস
জাতীয়তাআমেরিকান
পেশাচিত্রনাট্যকার, প্রযোজক, ঔপন্যাসিক

এরিক জে. অ্যাডামস ২০০৯ সালের প্রামাণ্যচিত্র টু সেভ আ চাইল্ড এ কাহিনিকার ও পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপ্রিম্যাসি চলচ্চিত্রে প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন।[1] তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র নাইমার রঙ চলচ্চিত্রটি প্রযোজনার সাথে যুক্ত ছিলেন যেটি ২০২০ সালে মুক্তি পাবে।[3][4][5] এছাড়াও তিনি বার্ডল্যান্ড, প্লট টুইস্ট, লস অব ইনোসেন্স সহ ছয়টি বই লিখেছেন।[1]

তথ্যসূত্র

  1. "IN DEVELOPMENT"Brothers' Ink Productions। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯
  2. "আজ ঢাকায় আসছেন এরিক জে অ্যাডামস"প্রথম আলো। ৯ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯
  3. "Farooki and Amitabh Reza announce their next films"The Independent। ১৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯
  4. "Amitabh Rezas next film on rickshaw puller-girl"The Daily Observer। ১৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯
  5. "Farooki to join Rickshaw Girl campaign"Dhaka Tribune। ৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.