লাভ ম্যারেজ (২০১৫-এর চলচ্চিত্র)

লাভ ম্যারেজ হচ্ছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহীন-সুমন এবং হার্টবিট প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন তাপসী ফারুক। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খানঅপু বিশ্বাস। পাশাপাশি মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আহমেদ শরীফমিজু আহমেদসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।[1][2][3][4][5]

লাভ ম্যারেজ
পরিচালকশাহীন-সুমন
প্রযোজকতাপসী ফারুক
চিত্রনাট্যকারদেলোয়ার হোসেন দিল
কাহিনীকারদেলোয়ার হোসেন দিল
শ্রেষ্ঠাংশে
সুরকারহৃদয় খান
শওকত আলী ইমন
আলী আকরাম শুভ
প্রযোজনা
কোম্পানি
হার্টবিট প্রোডাকশন
পরিবেশকহার্টবিট প্রোডাকশন
মুক্তি
  • ১৮ জুলাই ২০১৫ (2015-07-18)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

ঢাকাইয়া আধুনিক ছেলে নয়ন ওরফে নয়া সওদাগর (শাকিব খান) চায় মা-বাবার এরাঞ্জড ম্যারেজ উপেক্ষা করে প্রেম করে বিয়ে করতে অর্থাৎ লাভ ম্যারেজ করতে। ঘটনাক্রমে তার দেখা হয় প্রভাবশালী পিতার একমাত্র সুন্দরী কন্যা মনিকার (অপু বিশ্বাস) সাথে। সে মনিকার জন্য পাগলপারা হয়ে গেলেও মনিকা ওকে পাত্তা দিতে চায় না। সেই সাথে যোগ হয় টাটা নামের আরেক দুষ্ট লোক যে নিজেও মনিকাকে বিয়ে করতে চায়। নয়ন কি পারবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে তার স্বপ্নের লাভ ম্যারেজ সার্থক করতে?

অভিনয়

প্রযোজনা

২০১৫ সালের ১০ মার্চ ঢাকার পুবাইলে শাকিব খানের বাড়ি জান্নাত হাউজে লাভ ম্যারেজ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। পরে এদিনই চলচ্চিত্রের আনুষ্ঠানিক চিত্রগ্রহণ শুরু হয়।[6] ১৫ মার্চ পর্যন্ত টানা পাঁচদিন প্রথম লটের চিত্র ধারণ করা হয়। এরপর, ১৮ মার্চ চলচ্চিত্রের পুরো শুটিং ইউনিট কক্সবাজার চলে যায়। পরেরদিন ১৯ মার্চ থেকে ২৭ মার্চ টানা ৮দিন কক্সবাজারে চলচ্চিত্রের শেষ মারপিট ও কয়েকটি গানের দৃশ্যধারণ করা হয়।[7][8]

সঙ্গীত

বাজারজাতকরণ ও মুক্তি

মুক্তি

লাভ ম্যারেজ ২০১৫ সালের ১৮ জুলাই সর্বাধিক ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[9]

তথ্যসূত্র

  1. "১০ মার্চ শাকিব-অপুর 'লাভ ম্যারেজ' | বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম"বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  2. "পূর্ণদৈর্ঘ্য বিনোদনের ছবি 'লাভ ম্যারেজ' | বিনোদন | দৈনিক ইত্তেফাক"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  3. "শাকিব-অপুর লাভ ম্যারেজ | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ১৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  4. "রেকর্ড গড়লো শাকিব-অপুর \\\লাভ ম্যারেজ\\\ | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  5. "Love Marriage | The Daily Star"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  6. "শাকিব-অপুর 'লাভ ম্যারেজ'"রাইজিংবিডি ডটকম। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  7. "'লাভ ম্যারেজ' করতে শাকিব-অপু কক্সবাজারে"এনটিভি অনলাইন। ১৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  8. "শাকিব-অপুর লাভ ম্যারেজ | দৈনিক নয়াদিগন্ত"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  9. "সবচেয়ে বেশি হলে 'লাভ ম্যারেজ'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

বাংলা মুভি ডেটাবেজে লাভ ম্যারেজ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.