ডাক্তার বাড়ি
ডাক্তার বাড়ি [1] হচ্ছে একটি বাংলাদেশী পারিবারিক হাস্যরসাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজিজুর রহমান ও রচনা করেছেন এটিএম শামসুজ্জামান। চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায় ২০০৭ সালের ১৭ জুলাই। এটি প্রযোজনা করেছে এনটিভি প্রডাকশন হাউজ ও পরিবেশনা করেছে জি সিরিজ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, এটিএম শামসুজ্জামান, অমিত হাসান, জনা, শাবনাজ, ও সালাউদ্দিন লাভলু সহ আরোও অনেকে।
ডাক্তার বাড়ি | |
---|---|
![]() ডাক্তার বাড়ি | |
পরিচালক | আজিজুর রহমান |
প্রযোজক | এনটিভি প্রডাকশন হাউজ |
রচয়িতা | এটিএম শামসুজ্জামান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইমন সাহা |
পরিবেশক | জি সিরিজ |
মুক্তি | ১৩ জুলাই ২০০৭ |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
কাহিনী
অভিনয়
সঙ্গীত
ডাক্তার বাড়ি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা
সঙ্গীত
নম্বর | শিরোনাম | শিল্পী |
---|---|---|
১ | তোমার প্রেমের মিষ্টি | মনির খান ও বেবি নাজনীন |
২ | কান্দে শিশু | |
৩ | তোমার আঁচলের | এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন |
৪ | বাবুলরে ওরে বাবুল | মনির খান |
৫ | দেখি নাচে দুপুর | বেবি নাজনীন |
তথ্যসূত্র
- চলচ্চিত্রে আগামী দিনের প্রস্তুতি। bdnews24.com। ২০১২-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.