ডেয়ারিং লাভার
ডেয়ারিং লাভার হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্র পরিচালনা করেছেন বদিউল আলম খোকন ও এসএম ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে প্রযোজনা করেছেন মোশাররফ হোসেন তুলা। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস, এছাড়াও সহ-তারকা হিসেবে অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রবীর মিত্র, রেহানা জলি সহ আরও অনেকে।[1][2][3] এটি ২০০৬ সালের তামিল চলচ্চিত্র থিরুবিলায়ান্ডাল আরামবাম আনুষ্ঠানিক পুনঃনির্মাণ। চলচ্চিত্রটি মুক্তির পরে ব্যাপক সাড়া ফেলে এবং কিছু প্রখ্যাত থিয়েটারে ছবিটি বিক্রয়ের রেকর্ড গড়ে।[4]
ডেয়ারিং লাভার | |
---|---|
![]() ডেয়ারিং লাভার চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | বদিউল আলম খোকন |
প্রযোজক | মোশাররফ হোসেন তুলা |
রচয়িতা | কমল সরকার |
কাহিনীকার | ভূপতি পান্দিয়ান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
প্রযোজনা কোম্পানি | এসএম ফিল্ম ইন্টারন্যাশনাল |
পরিবেশক | এসএম ফিল্ম ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
- শাকিব খান - রাজা রহমান/রাজা
- অপু বিশ্বাস – প্রিয়া
- মিশা সওদাগর – রাশেদ রায়হান চৌধুরী, প্রিয়া’র ভাই
- প্রবীর মিত্র – শওকত রহমান/রাজা’র পিতা
- রেহানা জলি – রাজা’র মাতা
- ইলিয়াস কোবরা
- রতন – রাজার বন্ধু
আরো দেখুন
তথ্যসূত্র
- "Daring Lover Info"। priyo.com। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪।
- "Daring Lover Released"। bdnews24.com। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪।
- "Daring Lover Released today"। manobkantha.com। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪।
- "Daring Lover record breaking sales"। sahos24.com। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.