আমার প্রাণের স্বামী
আমার প্রাণের স্বামী পি এ কাজল পরিচালিত ২০০৭ সালে রোম্যান্টিক-নাট্য চলচ্চিত্র।[1] কমল সরকারের কাহিনীতে চিত্রনাট্য লিখেছেন পি এ কাজল। ঋদ্ধি টকিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন নিশা তাসনিম শেখ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, শাবনূর ও নিপুণ আক্তার।[2][3] এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, ডন, সাদেক বাচ্চু, রিনা খান, সুব্রত বড়ুয়া, কাবিলা প্রমুখ।
আমার প্রাণের স্বামী | |
---|---|
![]() আমার প্রাণের স্বামী | |
পরিচালক | পি এ কাজল |
প্রযোজক | নিশা তাসনিম শেখ |
রচয়িতা | কমল সরকার (সংলাপ) |
চিত্রনাট্যকার | পি এ কাজল |
কাহিনীকার | কমল সরকার |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শওকত আলী ইমন |
চিত্রগ্রাহক | মজিবুল হক ভূঁইয়া |
সম্পাদক | চিশতী জামাল |
প্রযোজনা কোম্পানি | ঋদ্ধি টকিজ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৭ সালের ১০ আগস্ট বাংলাদেশে মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শাবনূর ৯ম মেরিল-প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন এবং শাকিব খান তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মনোনীত হন।
কুশীলব
- শাকিব খান
- শাবনূর
- নিপুণ আক্তার
- ওমর সানি
- ডন
- সাদেক বাচ্চু
- রিনা খান
- সুব্রত বড়ুয়া
- কাবিলা
- নাসরিন
- আমির সিরাজী
- রেবেকা
- জামিলুর রহমান শাখা
সঙ্গীত
আমার প্রাণের স্বামী চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গীত রচনা করেছেন কবির বকুল।
গানের তালিকা
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "তুমি আমার প্রাণের স্বামী" | সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ | : |
২. | "আগে যদি জানতাম" | ফেরদৌস ওয়াহিদ ও সাবিনা ইয়াসমিন | : |
৩. | "ও রে আমার পাগল মন" | এন্ড্রু কিশোর ও রুনা লায়লা | ৪:৪৭ |
৪. | "সারা বাংলা খুঁজি তোমারে" | বেবি নাজনীন ও অমি | : |
৫. | "পাখি আমার কথা শুনে না" | মমতাজ বেগম | : |
৬. | "মন বুঝলিনা ওরে" |
পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী - শাবনূর
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা - শাকিব খান
তথ্যসূত্র
- "নির্মাতা পি এ কাজল আর নেই"। নিউজনেক্সটবিডি ডটকম। ২৫ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭।
- "আসছে শাকিব ও শাবনূরের ছবি"। যায়যায়দিন। ১৩ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭। line feed character in
|শিরোনাম=
at position 13 (সাহায্য) - "শাবনুর আপা আমার জন্য শুভ : নিপুণ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৭।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে আমার প্রাণের স্বামী
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.