রাজা ৪২০
রাজা ৪২০ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী কৌতুকধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশ ও প্রযোজনা করেছে গোধূলি ফিল্মস। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। পাশাপাশি ওমর সানী, রাভিনা বৃষ্টি, সাদেক বাচ্চু, কাবিলাসহ অন্যান্যরা এটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এটি ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[1][2][3][4][5][6][7][8]
রাজা ৪২০ | |
---|---|
পরিচালক | উত্তম আকাশ |
প্রযোজক | গোধূলি ফিল্মস |
চিত্রনাট্যকার | উত্তম আকাশ |
কাহিনীকার | উত্তম আকাশ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | কাজী জামাল, জীবন মুরাদ |
চিত্রগ্রাহক | লাল মোহাম্মদ |
সম্পাদক | এ. রহিম |
প্রযোজনা কোম্পানি | গোধূলি ফিল্মস |
পরিবেশক | গোধূলি ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- শাকিব খান - রাজা
- অপু বিশ্বাস - রাণী
- ওমর সানী - বাদশা
- রাভিনা বৃষ্টি - নার্গিস
- অমিত হাসান - ডিস্কো বাবা
- সাদেক বাচ্চু - রাণীর বাবা
- রেবেকা - রাজার মা
- কাবিলা
- কমল পাটেকার
- কালা আজিজ
প্রযোজনা
২০১৫ সালের ৩ মার্চ ঢাকার হাতিরঝিলের একটি শুটিং হাউজে মহরতের মাধ্যমে শুরু হয় রাজা ৪২০ চলচ্চিত্রের কাজ। ২০১৫ সালের ১৭ আগস্ট চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয় এফডিসির কড়ইতলায়, অংশ নেন শাকিব খান, ওমর সানী, কাবিলা এবং মিজু আহমেদ। চলচ্চিত্রের প্রধান নায়িকা অপু বিশ্বাস শুটিংয়ে অংশ নেন পরের দিন ১৮ তারিখ হতে, এদিন পুবাইল এবং আফতাবনগরে করা হয় এটির দৃশ্য ধারণ।[9][10]
সংগীত
রাজা ৪২০ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন কাজী জামাল ও জীবন মুরাদ। এটির গানের সুর ও গীত রচনা করেছেন শাহ আবদুল করিম (সংগ্রহ) আজমুল হুদা ও জীবন মুরাদ। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, মিলা ইসলাম, উমা খান, কিশোর, প্রশান্ত, নুসরাত পাঁপড়ি। এছাড়াও চলচ্চিত্রটিতে ব্যবহার করা হয় ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত শাবানা ও খসরু অভিনীত আকবর কবির পিন্টু পরিচালিত বাদশা চলচ্চিত্রের "ও প্রাণের রাজা" শিরোনামের একটি গান, গাজী মাজহারুল আনোয়ার রচিত প্রবাল চৌধুরী ও উমা খানের গাওয়া এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন আলী হোসেন। নতুন এই গানটির সঙ্গীতায়োজন করেছেন কাজী জামাল এবং এতে কন্ঠ দেন এন্ড্রু কিশোর ও উমা খান, যা ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।[11][12][13]
বাজারজাতকরণ ও মুক্তি
২০১৬ সালের ২১ জানুয়ারি শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজে এ চলচ্চিত্রের আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশ করা হয়।
তথ্যসূত্র
- "রাজা ৪২০"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "মুক্তি পাচ্ছে শাকিব-অপুর কমেডি ছবি 'রাজা ৪২০'"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "মুক্তি পেল শাকিব-অপুর রাজা ৪২০ | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১৬-০২-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "৫ ফেব্রুয়ারি শাকিব-অপু'র 'রাজা ৪২০'"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- https://samakal.com/todays-print-edition/tp-nondan/article/1602190658
- "'রাজা ৪২০' নিয়ে শাকিব অপু-সানি"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "'৪২০' বৃত্তান্ত…"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- BanglaNews24.com। "চলচ্চিত্রে '৪২০'-এর দাপট! :: BanglaNews24.com mobile"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- Times, The Dhaka। "শাকিব-অপু বিশ্বাসের 'রাজা ৪২০' আসছে"। The Dhaka Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "মুক্তির অপেক্ষায় 'রাজা ৪২০' | বিনোদন | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "শাবানা-খসরু বর্তমানে অপু-শাকিব (ভিডিও)"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "খসরু-শাবানার গানে শাকিব-অপু (ভিডিও)"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- BanglaNews24.com। "শাবানার গানে নাচলেন অপু (ভিডিও) :: BanglaNews24.com mobile"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "মুক্তি পেল শাকিব-অপুর রাজা ৪২০ | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১৬-০২-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "অপু বিশ্বাসের বছর শুরু 'রাজা ৪২০' দিয়ে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে রাজা ৪২০