মিলা ইসলাম

তাসবিয়া বিনতে শহীদ মিলা (জন্ম:২৬ মার্চ, ১৯৮৮; মিলা ইসলাম নামে সবচেয়ে বেশি পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ফিউসন ও লোক ধরনের গান পরিবেশন করেন।

তাসবিয়া বিনতে শহীদ মিলা
সান ফ্রান্সিসকোর বে এলাকায় প্রদর্শনিতে মিলা ইসলাম, মার্চ ২০১৪
প্রাথমিক তথ্য
স্থানীয় নামমিলা
জন্ম নামতাসবিয়া বিনতে শহীদ মিলা
জন্ম (1988-03-26) ২৬ মার্চ ১৯৮৮
চট্টগ্রাম, বাংলাদেশ
উদ্ভবচট্টগ্রাম
ধরনফিউশন, লোক
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রসমূহকন্ঠ
কার্যকাল২০০৬–বর্তমান
লেবেলজি-সিরিজ

প্রাথমিক জীবন

মিলা তার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন চট্টগ্রাম গ্রামার স্কুল এন্ড কলেজ থেকে। মিলা স্থানীয় বিয়ে ও গায়ে হলুদে গান পরিবেশনার মাধ্যমে তার সঙ্গীত জীবনের শুরু করেন। ঐ সময় মিলা তার পরিবার এর সাথে চট্টগ্রামে বসবাস করতেন। পরে তার বাবা ঢাকা চলে আসেন এবং তিনি তার প্রথম এলবামের কাজ শুরু করেন ঢাকায় চলে আসেন।

কর্মজীবন

মিলার প্রথম একক এলবাম "ফেলে আসা" বের হয় ২০০৬ সালে। এই এলবামটি কয়েকজন সঙ্গীত পরিচালক তৈরী করেন। ২০০৮ সালে তার দ্বিতীয় একক এলবাম, ফুয়াদ ফিচারিং "মিলা চাপ্টার-২" বের হয়। এই এলবামটির সুরকার ও রচয়ীতা সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ২০০৯ সালে, ফুয়াদ ফিচারিং মিলা "রি-ডিফাইন্ড" বের হয় এবং এই এলবামটিরও সুরকার ও রচয়ীতা সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

ডিস্কোগ্রাফি

ফেলে আসা (২০০৬)

  • নির্জন রাত
  • ছেড়া পাল
  • মেলা
  • ফেলে আসা
  • এই মন
  • রাগ
  • দরজা খুলে
  • ভুল করে
  • তুমি জানো না

চাপ্টার ২ (অক্টোবর,২০০৭)

রি-ডিফাইন্ড (২০০৯)

গানের তালিকা

  • দোলা
  • বৃষ্টি নাচে তালে তালে
  • ডিস্কো বান্দর
  • নিরবে
  • নিশা লাগিল রে
  • তুমি কি সাড়া দিবে ?
  • বিশ্বাস
  • খোলা আকাশ
  • বিশ্বাসঘাতক মীর জাফর

কনসার্ট

২০০৮ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সরাসরি সঙ্গীতানুষ্ঠান “ফুয়াদ লাইভ” এ মিলা গান পরিবেশন করেন, এই অনুষ্ঠানের সকল গান সুরকার, গীতিকার হলেন ফুয়াদ আল মুক্তাদির।[1]

তথ্যসূত্র

  1. Mainul Hassan (২০০৮-১১-২১)। "Fellow artistes perform songs of the mix-master"। The Daily Star। ২০১১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.