বলবো কথা বাসর ঘরে
বলবো কথা বাসর ঘরে শাহ মোঃ সংগ্রাম পরিচালিত ২০০৯ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন কমল সরকার এবং চিত্রনাট্য রচনা করেছেন শাহ মোঃ সংগ্রাম। মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন উমর ফারুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, সাহারা,[2] ওমর সানি প্রমুখ।
বলবো কথা বাসর ঘরে | |
---|---|
![]() বলবো কথা বাসর ঘরে | |
পরিচালক | শাহ মোঃ সংগ্রাম |
প্রযোজক | উমর ফারুক |
রচয়িতা | শাহ মোঃ সংগ্রাম |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শওকত আলী ইমন |
চিত্রগ্রাহক | মোস্তফা কামাল |
সম্পাদক | চিশতী জামাল |
প্রযোজনা কোম্পানি | মাতৃছায়া চলচ্চিত্র |
মুক্তি | ৮ মে, ২০০৯[1] |
দৈর্ঘ্য | ১৪৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৯ সালের ৮ মে বাংলাদেশে মুক্তি পায় এবং ব্যবসাসফল হয়। এই চলচ্চিত্রের অভিনয়ের জন্য শাবনূর ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে তারকে জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন এবং শাকিব খান শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মনোনীত হন।[3]
কুশীলব
সঙ্গীত
বলবো কথা বাসর ঘরে ছবিটির গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানের কথা লিখেছেন কবির বকুল।
গানের তালিকা
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "বলবো কথা বাসর ঘরে" | ৪:১৯ |
২. | "এমন কপাল হয় না" | ৫:২৯ |
৩. | "মন থেকে তোমার সন্ধানে" | ৫:০১ |
৪. | "ভালবাসি বলে যাব" | ৪:০৯ |
৫. | "মন ভাসাইয়া প্রেমের সাম্পানে" | ৫:১২ |
পুরস্কার ও মনোনয়ন
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী – শাবনূর
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা – শাকিব খান
তথ্যসূত্র
- "Movie List 2009"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- আফ্রিদী, মিলান (আগস্ট ২৯, ২০১২)। "সাহারার সুসময়"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
- Alom, Zahangir (১০ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে বলবো কথা বাসর ঘরে
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.