বলবো কথা বাসর ঘরে

বলবো কথা বাসর ঘরে শাহ মোঃ সংগ্রাম পরিচালিত ২০০৯ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন কমল সরকার এবং চিত্রনাট্য রচনা করেছেন শাহ মোঃ সংগ্রাম। মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন উমর ফারুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, সাহারা,[2] ওমর সানি প্রমুখ।

বলবো কথা বাসর ঘরে
বলবো কথা বাসর ঘরে
পরিচালকশাহ মোঃ সংগ্রাম
প্রযোজকউমর ফারুক
রচয়িতাশাহ মোঃ সংগ্রাম
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
চিত্রগ্রাহকমোস্তফা কামাল
সম্পাদকচিশতী জামাল
প্রযোজনা
কোম্পানি
মাতৃছায়া চলচ্চিত্র
মুক্তি৮ মে, ২০০৯[1]
দৈর্ঘ্য১৪৮ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০৯ সালের ৮ মে বাংলাদেশে মুক্তি পায় এবং ব্যবসাসফল হয়। এই চলচ্চিত্রের অভিনয়ের জন্য শাবনূর ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কারে তারকে জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন এবং শাকিব খান শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মনোনীত হন।[3]

কুশীলব

সঙ্গীত

বলবো কথা বাসর ঘরে ছবিটির গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানের কথা লিখেছেন কবির বকুল

গানের তালিকা

নং.শিরোনামদৈর্ঘ্য
১."বলবো কথা বাসর ঘরে"৪:১৯
২."এমন কপাল হয় না"৫:২৯
৩."মন থেকে তোমার সন্ধানে"৫:০১
৪."ভালবাসি বলে যাব"৪:০৯
৫."মন ভাসাইয়া প্রেমের সাম্পানে"৫:১২

পুরস্কার ও মনোনয়ন

মেরিল-প্রথম আলো পুরস্কার

তথ্যসূত্র

  1. "Movie List 2009"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭
  2. আফ্রিদী, মিলান (আগস্ট ২৯, ২০১২)। "সাহারার সুসময়"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭
  3. Alom, Zahangir (১০ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.