১৭ অক্টোবর
১৭ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯০তম (অধিবর্ষে ২৯১তম) দিন। বছর শেষ হতে আরো ৭৫ দিন বাকি রয়েছে।
<< | অক্টোবর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস।
জন্ম
- ১৮১৭ - সৈয়দ আহমদ খান, ভারতীয় উপমহাদেশের দার্শনিক ও রাজনীতিবীদ। (মৃ. ১৮৯৮)
- ১৮৭৮ - বার্লো কারকিক, অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়। (মৃ. ১৯৩৭)
- ১৮৯০ - রয় কিলনার, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯২৮)
- ১৯১৫ - আর্থার মিলার, মার্কিন নাট্যকার, প্রাবন্ধিক এবং লেখক। (মৃ. ২০০৫)
- ১৯১৭ - মার্টিন ডনেলি, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (মৃ. ১৯৯৯)
- ১৯১৮ - রিটা হেওয়ার্থ, মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৮৬)
- ১৯১৯ - ঝাও জিয়াং, চীনা রাজনীতিবিদ। (মৃ. ২০০৫)
- ১৯২০ - মন্টগামারি ক্লিফট, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৬৬)
- ১৯৩৪ - জনি হেইন্স, ইংরেজ ফুটবলার। (মৃ. ২০০৫)
- ১৯৪৭ - বৃন্দা কারাত, ভারতীয় রাজনীতিবিদ।
- ১৯৫৫ - স্মিতা পাতিল, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী। (মৃ. ১৯৮৬)
- ১৯৬৫ - অরবিন্দ ডি সিলভা, শ্রীলঙ্কান ক্রিকেটার।
- ১৯৭০ - অনিল কুম্বলে, ভারতীয় ক্রিকেটার ও কোচ।
- ১৯৭২ - ওয়াইক্লেফ জঁ, হাইতীয়-মার্কিন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।
- ১৯৭৯ - মার্ক গিলেস্পি, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
- ১৯৮০ - মোহাম্মদ হাফিজ, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৯৪ - বেন ডাকেট, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু
- ১৮৯০ - লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক। (জ. ১৭৭৪)
- ১৯১৮ - গর্ডন হোয়াইট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯৮২)
- ১৯৩৩ - শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। (জ. ১৯১৪)
- ১৯৫৮ - চার্লি টাউনসেন্ড, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৭৬)
- ১৯৬৩ - জাক আদামার, ফরাসি গণিতবিদ। (জ. ১৮৬৫)
- ১৯৮৭ - আব্দুল মালেক উকিল, বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ। (জ. ১৯২৪)
- ১৯৯৭ - কার্লোস এস্কালেরাস, হন্ডুরীয় রাজনীতিবিদ ও পরিবেশবাদী। (জ. ১৯৫৮)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৭ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.