পল দিরাক

পল অ্যাড্রিয়েন মরিস ডিরাক, ওএম, এফআরএস (আইপিএ:[1] [dɪ'ræk] পল্‌ ডির‌্যাক্‌) (আগস্ট ৮, ১৯০২অক্টোবর ২০, ১৯৮৪) ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্রিটিশ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী যিনি কোয়ান্টাম তড়িৎগতিবিজ্ঞানের এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ১৯৩২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকাসিয়ান অধ্যাপকের পদে আসীন ছিলেন। তার গুরুত্বপূর্ণ বিভিন্ন আবিষ্কারের একটি হলো ডিরাক সমীকরণ। এই সমীকরণটি ফার্মিয়নদের আচরণকেই শুধু ব্যাখ্যা করে না, এর সাহায্যেই ডিরাক সর্বপ্রথম প্রতিপদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। ডিরাক ১৯৩৩ সালে এর‌উইন শ্রোডিঙ্গার এর সাথে যৌথভাবে পারমাণবিক তত্ত্বের অভিনব এবং ফলপ্রসু প্রকরণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

পল দিরাক
পল দিরাক
জন্মআগস্ট ৮, ১৯০২
ব্রিস্টল, ইংল্যান্ড
মৃত্যু২০ অক্টোবর ১৯৮৪(1984-10-20) (বয়স ৮২)
Tallahassee, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
বাসস্থানUnited Kingdom
যুক্তরাষ্ট্র
জাতীয়তা যুক্তরাজ্য
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রব্রিস্টল বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টারাল্‌ফ ফাউলার
পিএইচডি ছাত্ররাহোমি জাহাঙ্গীর ভাভা
হরিশ-চন্দ্র
Dennis Sciama
ফ্রেড হয়েল
Behram Kurşunoğlu
John Polkinghorne
Per-Olov Löwdin
পরিচিতির কারণতাত্ত্বিক পদার্থবিজ্ঞান
যাদের দ্বারা প্রভাবান্বিতজন স্টুয়ার্ট মিল
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩৩)

শিক্ষাজীবন

ডিরাক ১৯২৩ সালে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে সম্মানসহ প্রথম শ্রেণীর ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। ১৯২৬ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্যার রালফ হাওয়ার্ড ফাওলারের অধীনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

পল দিরাক জীবনের শেষ ১৪ বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন।

সম্মাননা ও পুরস্কার

তার মৃত্যুর অব্যবহিত পরে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিক্স তার স্মরণে দিরাক মেডেল প্রবর্তন করে। ইতালির দ্য আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স তার স্মরণে দিরাক প্রাইজ প্রবর্তন করে।

সদস্য

দিরাক ১৯৩০ সালে রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৪৮ সালে তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৭১ সালে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিক্সের ফেলো নির্বাচিত হন।

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.1986.0006, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.1986.0006 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.