কলকাতা মেট্রো লাইন ৩
কলকাতা মেট্রো লাইন ৩ বা জোকা-বিবাদি বাগ মেট্রো হল কলকাতা মেট্রো এর একটি নির্নিয়মান লাইন।এটি দক্ষিণ কলকাতার জোকা থেকে মধ্য কলকাতার বিবাদি বাগ পর্যন্ত নির্মাণ করা হবে।এই পথের মোট দৈর্ঘ্য হবে ১৬.৭২ কিলোমিটার।এর মধ্যে ৮.২২ কিলোমিটার হল ভূগর্ভোস্থ ও ৮.৩২ কিলোমিটার হল উত্তলিত পথ।[1]।এই মেট্রো পথের জোকা থেকে মোমিনপুর পর্যন্ত উত্তলিত পথে ও মোমিনপুর থেকে বিবাদিবাগ পর্যন্ত ভূগর্ভস্থ পথে নির্মাণ করা হবে।
কলকাতা মেট্রো লাইন ৩![]() | |
---|---|
জোকা-বিবাদী বাগ মেট্রোর একটি অংশ | |
সংক্ষিপ্ত বিবরণ | |
অন্য নাম | জোকা-বিবাদি বাগ মেট্রো |
ধরন | উচ্চগতির রেল |
শৃঙ্খলাংশ | কলকাতা মেট্রো |
অবস্থা | নির্নিয়মান |
সেবাগ্রহণকারী অঞ্চল | কলকাতা,পশ্চিমবঙ্গ |
বিরতিস্থল | জোকা বিবাদি বাগ |
বিরতিস্থলসমূহ | ১২ |
ক্রিয়াকলাপ | |
মালিক | কেএমআরসি |
পরিচালনাকারী | কলকাতা মেট্রো রেল কর্পোরেশন |
চরিত্র | উত্তলিত ও ভূগর্ভস্থ |
প্রযুক্তিগত | |
রেললাইনের মোট দৈর্ঘ্য | ১৬.৭২ কিলোমিটার (১০.৩৯ মাইল) |
ট্র্যাক গেজ | ১,৪৩৫ এমএম |
বৈদ্যুতিকরণ | ৭৫০ ডিসি ভোল্ট ( বিদ্যুৎ সংযোগ তৃতীয় লাইন) |
চালন গতি | ৮০ কিলোমিটার (৫০ মা) |
নির্মাণ কার্য
তথ্যসূত্র
- "কলকাতার লাইফলাইন এবং টাউনশিপ লেভেল প্রজেক্ট"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৬-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.