কলকাতা মেট্রো লাইন ৬

কলকাতা মেট্রো লাইন ৬ বা নিউ গড়িয়া- এয়ারপোর্ট মেট্রো [2] হল কলকাতা মেট্রোর [3] একটি লাইন।[4] এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের. এই কাজের জন্য তিনটি ঠিকাদার সংস্থাকে প্রায় ৯০০ কোটি টাকার বরাত দিয়েছে নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড. নভেম্বরে কাজ শুরু হয়ে যাবে বলে মেট্রো কর্তাদের আশা. ২০১০-২০১১ রেল বাজেটেই অন্য কয়েকটি প্রকল্পের সঙ্গেই এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তত্কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. গত বছর মার্চেই রেলবোর্ড প্রকল্পটির অনুমোদনও দিয়ে দেয়. প্রকল্পের খরচ ধরা হয় ৩৯৫২ কোটি টাকা. এর পরই রেলেরই সংস্থা 'রাইটস' সমীক্ষার কাজ শুরু করে. সমীক্ষার কাজ শেষ হওয়ার পরই চলতি বছর ৭ ফেব্রুয়ারি মমতা প্রকল্পের শিলান্যানস করেন. ঠিক হয় বর্তমান উত্তর-দক্ষিণ মেট্রো -এর নিউ গড়িয়া স্টেশন থেকে শুরু হয়ে ইএম বাইপাস বরাবর কালিকাপুর, আনন্দপুর, রুবি, ভিআইপি বাজার, পরমা আইল্যান্ড, চিংড়িঘাটা হয়ে ডানদিকে বেঁকে নিকোপার্ক সেক্টর ফাইভ, টেকনোপলিস, নিউ টাউন হয়ে ভিআইপি রোডের ওপর হলদিরাম ছুঁয়ে মেট্রো পৌঁছবে দমদম বিমানবন্দরে

  • ৩২ কিলোমিটার রেলপথে মোট ২৬টি স্টেশন তৈরি হবে.
  • পুরো রাস্তায় মেট্রো যাবে মাটির ওপর দিয়ে এলিভেটেড ট্র্যাকে শুধু মাত্র বিমানবন্দর এর কাছে এসে এই মেট্রো লাইন সুড়ঙ্গ পথে প্রবেশ করবে এবং বিমান বন্দরটি মাটির নীচে নির্মাণ করা হবে।
কলকাতা মেট্রো লাইন ৬

কবি সুভাষ-বিমানবন্দর
কলকাতা মেট্রো লাইন ৬
সংক্ষিপ্ত বিবরণ
অন্য নামনিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো
ধরনদ্রুত গতির রেল
অবস্থানির্মীয়মাণ
সেবাগ্রহণকারী অঞ্চলকলকাতা, পশ্চিমবঙ্গ,  ভারত
বিরতিস্থলকবি সুভভাষ (দক্ষিণ)
বিমান বন্দর (উত্তর)
সংযুক্ত লাইনসমূহলাইন ২
লাইন ৪
বিরতিস্থলসমূহ২৪
লাইন ক্রমাঙ্ক
Color on mapকমলা
ওয়েবসাইটmtp.indianrailways.gov.in
ক্রিয়াকলাপ
মালিককলকাতা মেট্রো রেল কর্পোরেশন
পরিচালনাকারীকলকাতা মেট্রো
চরিত্র
  • ভূমি – ১
  • ভূগর্ভস্থ – ১
  • উত্তোলিত – ২২
ঘাঁটি(গুলি)
  • বিমানবন্দর
  • নিউ গাড়িয়া
প্রযুক্তিগত
রেললাইনের মোট দৈর্ঘ্য২৯.১০ কিলোমিটার (১৮.০৮ মা)
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৬৬.০ ইঞ্চি) ব্রড গেজ
বৈদ্যুতিকরণ৭৫০ ভি ডিসি তৃতীয় রেল ব্যবহার করে[1]
চালন গতি৮০ কিলোমিটার (৫০ মা)

বিমানবন্দর স্টেশনটি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য মিটতেই এ বার এই প্রকল্পের জন্য কাজের বরাত দিয়ে দিল রেল বিকাশ নিগম লিমিটেড. ২২ অক্টোবর তিনটি ঠিকাদার সংস্থাকে প্রায় ৯০০ কোটি টাকার বরাত দিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ২০১১-২০১২ আর্থিক বছরের বাজেটে মোট ১৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রেল বোর্ড. আরভিএনএল এবং মেট্রো কর্তাদের আশা, নভেম্বর থেকেই কাজ শুরু করে দেবে ওই তিন ঠিকাদার সংস্থা. কাজ শুরুর তিন বছরের মধ্যে প্রকল্প শেষ হয়ে যাবে বলেও তাদের আশা. ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসত মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে. সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজও চলছে. সবকটি প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে মেট্রোর যাত্রীরা বেশ কয়েকটি স্টেশন থেকে ট্রেন বদল করে অন্য রুটের মেট্রোয় চড়তে পারবেন. ট্রেন বদলের সুযোগ থাকবে যে স্টেশনগুলিতে, সেগুলি হল

  • কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন- উত্তর-দক্ষিণ মেট্রো এবং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো.
  • বিমানবন্দর স্টেশন- নোয়াপাড়া-বারাসত মেট্রো এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো.
  • সেক্টর ফাইভ স্টেশন- ইস্টওয়েস্ট মেট্রো এবং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো.

ইতিহাস

নির্মাণ কার্য

নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো লাইনের নির্মাণ কার্য

স্টেশন গুলি

লাইন ৬
ক্রমিক সংখ্যা স্টেশনের নাম অবস্থান পর্যায় উদ্বোধন দূরত্ব সংযোগ বিন্যাস স্থানাঙ্ক মন্তব্য
বিমানবন্দরদমদম বিমানবন্দর২৯.৯০ কিলোমিটার (১৮.৫৮ মা)লাইন ৪
বিমানবন্দর এসি বাস স্ট্যান্ড
বিমানবন্দর গেট নং ১ বাস স্টপ
বিমানবন্দর গেট নং ২ বাস স্টপ
বিমানবন্দর গেট নং ২.৫ বাস স্টপ
বিমানবন্দর গেট নং ৩ বাস স্টপ
ভূ-গর্ভস্থনির্মীয়মাণ
হলদিরাম/ভি আই পি রোডতেঘরিয়া ২৬.৭০ কিলোমিটার (১৬.৫৯ মা)কৈখালী বাস স্ট্যান্ড
তেঘরিয়া মিনিবাস স্ট্যান্ড
হালদিরাম বাস স্টপ
উত্তলিত
রবীন্দ্র তীর্থরাজারহাট চিনার পার্ক২৫.১০ কিলোমিটার (১৫.৬০ মা)উত্তলিতনির্মীয়মাণ
তিতুমীরনিউ টাউন২৪.২০ কিলোমিটার (১৫.০৪ মা)উত্তলিতনির্মীয়মাণ
সাব সিবিডি ২২৩.৩০ কিলোমিটার (১৪.৪৮ মা)উত্তলিতনির্মীয়মাণ
কনভেনশন সেন্টার২২.১০ কিলোমিটার (১৩.৭৩ মা)উত্তলিতনির্মীয়মাণ
নিউ টাউন২০.৯০ কিলোমিটার (১২.৯৯ মা)উত্তলিতনির্মীয়মাণ
সিবিডি ২১৮.৬০ কিলোমিটার (১১.৫৬ মা)উত্তলিতনির্মীয়মাণ
সিবিডি ১১৮.৬০ কিলোমিটার (১১.৫৬ মা)উত্তলিতনির্মীয়মাণ
১০সাব সিবিডি ১১৫.১০ কিলোমিটার (৯.৩৮ মা)উত্তলিতনির্মীয়মাণ
১১বিধাননগর১৬.২০ কিলোমিটার (১০.০৭ মা)উত্তলিতনির্মীয়মাণ
১২টেকনোপোলিসবিধাননগর১৫.১০ কিলোমিটার (৯.৩৮ মা)উত্তলিতনির্মীয়মাণ
১৩সল্ট লেক সেক্টর ৫১৪.০২ কিলোমিটার (৮.৭১ মা)লাইন ২ (নির্মানাধীন)
উইপ্রো বাস স্টপ
সল্টলেকে বাস ডিপো
করুণাময়ী বাস স্টেশন (ডব্লিউবিটিসি, সিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি)
উত্তলিতনির্মীয়মাণ
১৪নিক্কো পার্ক১২.৬০ কিলোমিটার (৭.৮৩ মা)উত্তলিতনির্মীয়মাণ
১৫গৌর কিশোর ঘোষ১১.২০ কিলোমিটার (৬.৯৬ মা)উত্তলিতনির্মীয়মাণ
১৬বেলেঘাটাবেলেঘাটা৯.৫০ কিলোমিটার (৫.৯০ মা)উত্তলিতনির্মীয়মাণ
১৭বরুণ সেনগুপ্তসায়েন্স_সিটি৮.৬০ কিলোমিটার (৫.৩৪ মা)উত্তলিতনির্মীয়মাণ
১৮ঋত্বিক ঘটকউত্তর পঞ্চান্ন৭.৩০ কিলোমিটার (৪.৫৪ মা)উত্তলিতনির্মীয়মাণ
১৯ভিআইপি বাজারভিআইপি বাজার৬.৪০ কিলোমিটার (৩.৯৮ মা)উত্তলিতনির্মীয়মাণ
২০হেমন্ত মুখোপাধ্যায়রুবি৫.১০ কিলোমিটার (৩.১৭ মা)উত্তলিতনির্মীয়মাণ
২১কবি সুকান্তকালিকাপুর৪.১০ কিলোমিটার (২.৫৫ মা)উত্তলিতনির্মীয়মাণ
২২জ্যোতিরিন্দ্র নন্দীমুকুন্দপুর৩.০০ কিলোমিটার (১.৮৬ মা)উত্তলিতনির্মীয়মাণ
২৩সত্যজিৎ রায়বাঘা জতিন১.৬০ কিলোমিটার (০.৯৯ মা)বেঙ্গল অম্বুজা বাস স্টপ
হিল্যান্ড পার্ক বাস স্টপ
উত্তলিতনির্মীয়মাণ
২৪কবি সুভাষনিউ গড়িয়া, দক্ষিণ কলকাতা৭ অক্টোবর ২০১০০.০০ কিলোমিটার (০ মা)লাইন ১
নিউ গড়িয়া স্টেশন
নিউ গড়িয়া স্টেশন বাসস্ট্যান্ড
ভূমিনির্মীয়মাণ

তথ্যসূত্র

  1. "রুট ভেঙে যাত্রা শুরুর পথে দুই মেট্রো"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৬-১২-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "কলকাতা মেট্রো মানচিত্র"। সংগ্রহের তারিখ ২১-১২-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "কলকাতা মেট্রো"। সংগ্রহের তারিখ ২২-১২-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.