কলকাতা মেট্রো লাইন ৫
বরানগর-ব্যারাকপুর মেট্রো (লাইন ৫) (১২.৪০ কিলোমিটার) উত্তরের শহরতলি থেকে দক্ষিণ কলকাতায় দ্রুত যাত্রা করতে সক্ষম করবে।
কলকাতা মেট্রো লাইন ৫![]() | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
ধরন | দ্রুত পরিবহন |
শৃঙ্খলাংশ | কলকাতা মেট্রো |
অবস্থা | নির্মানাধীন |
সেবাগ্রহণকারী অঞ্চল | ![]() |
বিরতিস্থল | বরানগর (দক্ষিণ) ব্যারাকপুর (উত্তর) |
বিরতিস্থলসমূহ | ১১ |
ওয়েবসাইট | কেএমআরসি |
ক্রিয়াকলাপ | |
পরিচালনাকারী | কেএমআরসি |
চরিত্র | উত্তোলিত |
প্রযুক্তিগত | |
রেললাইনের মোট দৈর্ঘ্য | ১২.৪০ |
চালন গতি | ৮০ কিমি/ঘ (পরিকল্পিত) |
স্টেশন
লাইন ৫ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
নং | স্টেশনের নাম | অবস্থান | উদ্বোধন | সংযোগ | বিন্যাস | স্থানাঙ্ক | মন্তব্য | |
বাংলা | ইংরেজি | |||||||
১ | Swami Vivekananda | স্বামী বিবেকানন্দ | বরানগর | নির্মানাধীন | কলকাতা মেট্রো লাইন ১ ![]() | উত্তোলিত | এছাড়াও বরানগর নামে পরিচিত | |
২ | Krishnakali | কৃস্নকলি | কামারহাটি | নির্মানাধীন | উত্তোলিত | এছাড়াও কামারহাটি নামে পরিচিত | ||
৩ | Acharya Prafulla Chandra | আচার্য প্রফুল্ল চন্দ্র | আগারপাড়া | নির্মানাধীন | উত্তোলিত | Also known as Agarpara | ||
৪ | Gandhi Ashram | গান্ধী আশ্রম | সোদপুর | নির্মানাধীন | উত্তোলিত | এছাড়াও সোদপুর নামে পরিচিত | ||
৫ | Sarat Chandra | শরথ চন্দ্র | পানিহাটি | নির্মানাধীন | উত্তোলিত | এছাড়াও পানিহাটি নামে পরিচিত | ||
৬ | Subhash Nagar | সুভাষ নগর | সুভাষ নগর | নির্মানাধীন | উত্তোলিত | |||
৭ | Rishi Bankim | ঋষি বঙ্কিম | খড়দহ | নির্মানাধীন | উত্তোলিত | এছাড়াও খড়দহ হিসাবে পরিচিত | ||
৮ | Rajendra Prasad | রাজেন্দ্র প্রসাদ | বিদ্যুৎ কেন্দ্র | নির্মানাধীন | উত্তোলিত | এছাড়াও টিটাগড় বিদ্যুৎ কেন্দ্র হিসাবে পরিচিত | ||
৯ | Titagarh | টিটাগড় | টিটাগড় | নির্মানাধীন | উত্তোলিত | এছাড়াও টিটাগড় নামে পরিচিত | ||
১০ | Anukul | অনুকুল | তালপুকুর | নির্মানাধীন | উত্তোলিত | এছাড়াও তালপুকুর নামে পরিচিত | ||
১১ | Mangal Pandey | মঙ্গল পান্ডে | ব্যারাকপুর | নির্মানাধীন | ![]() | উত্তোলিত | এছাড়াও ব্যারাকপুর নামে পরিচিত |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.