কলকাতা মেট্রো লাইন ৪

কলকাতা মেট্রো লাইন ৪ বা নোয়াপাড়া-বারাসাত মেট্রো দমদমের নোয়াপাড়া বিমানবন্দরবারাসাতকে যুক্ত করবে।[1] এই পথের মোট দৈর্ঘ্য ১৭.১৩ কিলোমিটার এবং এই মোট্রো পথে ৯ টি মেট্রো স্টেশন তৈরি হবে।

কলকাতা মেট্রো লাইন ৪
সংক্ষিপ্ত বিবরণ
অন্য নামনোয়াপাড়া বারাসাত মেট্রো
ধরনদ্রুত পরিবহন
শৃঙ্খলাংশকলকাতা মেট্রো
অবস্থানির্নিয়মান
বিরতিস্থলনোয়াপাড়া
বারাসাত
দৈনিক যাত্রীসংখ্যা২.৫ লক্ষ প্রতিদিন (অনুমান করা হচ্ছে)
ক্রিয়াকলাপ
পরিচালনাকারীKMRC
চরিত্রউত্তলিত ও ভূগর্ভস্থ
প্রযুক্তিগত
চালন গতি
  • সর্বোচ্চ- ৮০কিমি/ঘন্টা
*গড়- ৩৪ কিমি/ঘন্টা

প্রথম অংশ

কলকাতা মেট্রো লাইন ৪ এর প্রথয অংশ নোয়াপাড়া ও বিমানবন্দরের মধ্যে নির্মাণ কাজ চলছে। এই অংশের দৈর্ঘ্য হবে ৬.৯ কিমি।এই অংশের বিমানবন্দর স্টেশন হবে ভূগর্ভস্থ। এই অংশে ৩ টি মেট্রো স্টেশন নির্মাণ কিরা হবে ।

দ্বিতীয় অংশ

দ্বিতীয় অংশ হিসাবে বিমানবন্দর ও বারাসাতের মধ্যে মেট্রো রেল নির্মিত হবে। এই অংশে মোট ৬ টি স্টেশন রয়েছে। এই পথের দৈর্ঘ্য হল ১০.২৩ কিলোমিটার। এই পথের মেট্রো রেল বিমানবন্দর স্টেশনের পড় কিছু অংশ ভূগর্ভে নির্মিত হবে ও বাকি অংশ উত্তলিত পথে নির্মাণ করা হবে।

মেট্রো স্টেশন গুলি

কলকাতা মেট্রো লাইন ৪ বা নোয়াপাড়া বারাসাত মেট্রো পথে মোট ৯ টি মেট্রো স্টেশন নির্মিত হবে।[2] এই স্টেশন গুলা হল-

নোয়াপাড়া-বারাসত লাইন

# স্টেশনের নাম অঞ্চল সংযোগ উদ্বোধন অবস্থান উল্লেখযোগ্য তথ্য সূত্র
নোয়াপাড়ানোয়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[3][4]
মৌলানা আবুল কালাম আজাদদমদম ক্যান্টনমেন্ট, দমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী মৌলানা আবুল কালাম আজাদের নামে উৎসর্গিত।[3][5]
রামকৃষ্ণ পল্লিদমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[3]
জীবনানন্দযশোর রোড, দমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালকবি জীবনানন্দ দাশের নামে উৎসর্গিত।[3][5]
শান্তিনগরদমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[3]
জয় হিন্দনেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, দমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালসুভাষচন্দ্র বসু সৃষ্ট "জয় হিন্দ" ধ্বনিটির নামানুসারে স্টেশনটির নামকরণ করা হয়েছে।[3][5]
লোকনাথবিরাটি, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালহিন্দু ধর্মগুরু লোকনাথ ব্রহ্মচারীর নামে উৎসর্গিত।[3][5]
মাদার টেরিজানিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালনোবেলজয়ী সেবাকর্মী মাদার টেরিজার নামে উৎসর্গিত।[3][5]
প্রমথরঞ্জন ঠাকুরমধ্যমগ্রাম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালমতুয়া ধর্মনেতা প্রমথরঞ্জন ঠাকুরের নামে উৎসর্গিত।[3][5]
১০বিভূতিভূষণহৃদয়পুর, বারাসত, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসর্গিত।[3][5]
১১বারাসতবারাসত, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[3]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Mandal, Sanjay (২৯ জুলাই ২০০৯)। "Circle of Metro commute"The Telegraph। Calcutta, India।
  2. "Dum Dum-Barrackpore Metro project awaits state nod"। Thestatesman.net। ২০১২-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-০৭
  3. Gupta, Jayanta (২১ নভেম্বর ২০১২)। "March 2013 date for Noapara Metro"Times of India। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩
  4. মতুয়া এবং লোকনাথ ভক্তদের ‘উপহার’ মমতার, আনন্দবাজার পত্রিকা, ১৬ জানুয়ারি ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.