কলকাতা মেট্রো লাইন ৪
কলকাতা মেট্রো লাইন ৪ বা নোয়াপাড়া-বারাসাত মেট্রো দমদমের নোয়াপাড়া বিমানবন্দর ও বারাসাতকে যুক্ত করবে।[1] এই পথের মোট দৈর্ঘ্য ১৭.১৩ কিলোমিটার এবং এই মোট্রো পথে ৯ টি মেট্রো স্টেশন তৈরি হবে।
কলকাতা মেট্রো লাইন ৪![]() | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
অন্য নাম | নোয়াপাড়া বারাসাত মেট্রো |
ধরন | দ্রুত পরিবহন |
শৃঙ্খলাংশ | কলকাতা মেট্রো |
অবস্থা | নির্নিয়মান |
বিরতিস্থল | নোয়াপাড়া বারাসাত |
দৈনিক যাত্রীসংখ্যা | ২.৫ লক্ষ প্রতিদিন (অনুমান করা হচ্ছে) |
ক্রিয়াকলাপ | |
পরিচালনাকারী | KMRC |
চরিত্র | উত্তলিত ও ভূগর্ভস্থ |
প্রযুক্তিগত | |
চালন গতি |
|
প্রথম অংশ
কলকাতা মেট্রো লাইন ৪ এর প্রথয অংশ নোয়াপাড়া ও বিমানবন্দরের মধ্যে নির্মাণ কাজ চলছে। এই অংশের দৈর্ঘ্য হবে ৬.৯ কিমি।এই অংশের বিমানবন্দর স্টেশন হবে ভূগর্ভস্থ। এই অংশে ৩ টি মেট্রো স্টেশন নির্মাণ কিরা হবে ।
দ্বিতীয় অংশ
দ্বিতীয় অংশ হিসাবে বিমানবন্দর ও বারাসাতের মধ্যে মেট্রো রেল নির্মিত হবে। এই অংশে মোট ৬ টি স্টেশন রয়েছে। এই পথের দৈর্ঘ্য হল ১০.২৩ কিলোমিটার। এই পথের মেট্রো রেল বিমানবন্দর স্টেশনের পড় কিছু অংশ ভূগর্ভে নির্মিত হবে ও বাকি অংশ উত্তলিত পথে নির্মাণ করা হবে।
মেট্রো স্টেশন গুলি
কলকাতা মেট্রো লাইন ৪ বা নোয়াপাড়া বারাসাত মেট্রো পথে মোট ৯ টি মেট্রো স্টেশন নির্মিত হবে।[2] এই স্টেশন গুলা হল-
- ১.নোয়াপাড়া মেট্রো স্টেশন (০.০কিমি) ,লাইন ১ ও লাইন ৪ এর সংযোগ
- ২.দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন (২.৮০ কিমি)
- ৩. যশোর রোড মেট্রো স্টেশন (৫.০৮)
- ৪.বিমানবন্দর (৬.২৪৫ কিমি) সংযোগ লাইন ৬
- ৫.বিরাটি (৭.৯০কিমি)
- ৬.মাইকেল নগর
- ৭.নিউ ব্যরাকপুর (১০.৪০৫ কিমি)
- ৮.মধ্যমগ্রাম (১২.৩১০ কিমি)
- ৯.হৃদয়পুর (১৪.৮০ কিমি)
- ১০. বারাসাত মেট্রো স্টেশন (১৭.১৩ কিমি)
নোয়াপাড়া-বারাসত লাইন
# | স্টেশনের নাম | অঞ্চল | সংযোগ | উদ্বোধন | অবস্থান | উল্লেখযোগ্য তথ্য | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | নোয়াপাড়া | নোয়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | [3][4] | ||
২ | মৌলানা আবুল কালাম আজাদ | দমদম ক্যান্টনমেন্ট, দমদম, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী মৌলানা আবুল কালাম আজাদের নামে উৎসর্গিত। | [3][5] | |
৩ | রামকৃষ্ণ পল্লি | দমদম, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | [3] | ||
৪ | জীবনানন্দ | যশোর রোড, দমদম, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | কবি জীবনানন্দ দাশের নামে উৎসর্গিত। | [3][5] | |
৫ | শান্তিনগর | দমদম, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | [3] | ||
৬ | জয় হিন্দ | নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, দমদম, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | সুভাষচন্দ্র বসু সৃষ্ট "জয় হিন্দ" ধ্বনিটির নামানুসারে স্টেশনটির নামকরণ করা হয়েছে। | [3][5] | |
৭ | লোকনাথ | বিরাটি, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | হিন্দু ধর্মগুরু লোকনাথ ব্রহ্মচারীর নামে উৎসর্গিত। | [3][5] | |
৮ | মাদার টেরিজা | নিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | নোবেলজয়ী সেবাকর্মী মাদার টেরিজার নামে উৎসর্গিত। | [3][5] | |
৯ | প্রমথরঞ্জন ঠাকুর | মধ্যমগ্রাম, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | মতুয়া ধর্মনেতা প্রমথরঞ্জন ঠাকুরের নামে উৎসর্গিত। | [3][5] | |
১০ | বিভূতিভূষণ | হৃদয়পুর, বারাসত, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসর্গিত। | [3][5] | |
১১ | বারাসত | বারাসত, উত্তর চব্বিশ পরগনা | নির্মীয়মান | উড়াল | [3] |
আরও দেখুন
তথ্যসূত্র
- Mandal, Sanjay (২৯ জুলাই ২০০৯)। "Circle of Metro commute"। The Telegraph। Calcutta, India।
- "Dum Dum-Barrackpore Metro project awaits state nod"। Thestatesman.net। ২০১২-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-০৭।
- Gupta, Jayanta (২১ নভেম্বর ২০১২)। "March 2013 date for Noapara Metro"। Times of India। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩।
- মতুয়া এবং লোকনাথ ভক্তদের ‘উপহার’ মমতার, আনন্দবাজার পত্রিকা, ১৬ জানুয়ারি ২০১১