হাওড়া মেট্রো স্টেশন

হাওড়া স্টেশন মেট্রো স্টেশন হাওড়াতে অবস্থিত কলকাতা মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ স্টেশনটি হাওড়া রেল স্টেশনের নীচে।এটি কলকাতা মেট্রো-এর পূর্ব-পশ্চিম মেট্রো লাইনের গভীরতম স্টেশন।এই স্টেশনের পশ্চিম দিকে রয়েছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন[1] আর পূর্বে হুগলি নদী অতিক্রম করে মহাকরণ মেট্রো স্টেশন

হাওড়া মেট্রো স্টেশন
কলকাতা মেট্রো স্টেশন
অবস্থানহাওড়া, পশ্চিমবঙ্গ
লাইন (সমূহ)কলকাতা মেট্রো লাইন ২
প্ল্যাটফর্মদ্বীপ প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণভূগর্ভস্থ
ইতিহাস
চালুনির্নিয়মান, অনুমান করা হচ্ছে ২০১৯ সালে চালু হবে
পরিসেবাসমূহ
পূর্ববর্তী স্টেশন   কলকাতা মেট্রো   পরবর্তী স্টেশন
লাইন ২
শেষ স্টেশন
অবস্থান

স্টেশন

গঠন

কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত হাওড়া মেট্রো স্টেশনটি গঠনগতভাবে ভূর্গভস্থ মেট্রো স্টেশন।

গঠন

কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত সিটি সেন্টার মেট্রো স্টেশনটি গঠনগতভাবে উত্তলিত মেট্রো স্টেশন।

স্টেশন বিন্যাস

জি রাস্তার স্তর প্রস্থান / প্রবেশ
এল১ মধ্যবর্তী ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার
এল২ পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে
পশ্চিমদিকগামী দিকে →হাওড়া ময়দান→ →
পূর্বদিকগামী দিকে ← মহাকরণ← ←
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে
এল২

সংযোগ

বাস

বাস রুট নম্বর এসি৩৪, এসি৪০, সি২৪, সি২৫, এমআইডিআই১, ওআরডি২, এস১১এ স্টেশনে বাস পরিষেবা প্রদান করে।[2][3]

রেল

হাওড়া জংশন রেলওয়ে স্টেশন

ফেরি

হাওড়া স্টেশন জেটি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.