মহাকরণ মেট্রো স্টেশন
মহাকরণ মেট্রো স্টেশন হল বিবিডি বাগ এলাকায় অবস্থিত কলকাতা মেট্রো-এর একটি স্টেশন। এটি নির্মান করা হচ্ছে লাল দিঘির সাথে যা সঙ্গে ঘিরে রয়েছে অনেক ব্রিটিশ ঐতিহ্য ভবন। এই স্টেশন থেকে হুগলী নদী অতিক্রম করে মেট্রো রেল একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে চলাচল করবে হাওড়া মেট্রো স্টেশন-এর মধ্যে। ওই স্টেশনটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালের জুলাই মাসে। [1]
মহাকরণ মেট্রো স্টেশন | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | বিবাদি বাগ কলকাতা, পশ্চিমবঙ্গ | ||||||||||
মালিকানাধীন | কলকাতা মেট্রো রেল কর্পোরেশন | ||||||||||
লাইন (সমূহ) | কলকাতা মেট্রো লাইন ২ | ||||||||||
প্ল্যাটফর্ম | দ্বীপ প্ল্যাটফর্ম | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরণ | ভূগর্ভস্থ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
ভাড়ার স্থান | কলকাতা মেট্রো | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | নির্নিয়মান। অনুমান করা হচ্ছে ২০১৯ সালে চালু হবে | ||||||||||
পরিসেবাসমূহ | |||||||||||
|
স্টেশন
গঠন
কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত সিটি সেন্টার মেট্রো স্টেশনটি গঠনগতভাবে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন।
স্টেশন বিন্যাস
জি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
এল১ | মধ্যবর্তী | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে ![]() | |
পশ্চিমদিকগামী | দিকে →হাওড়া→ → | |
পূর্বদিকগামী | →দিকে ← এসপ্ল্যানেড← ← | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে![]() | ||
এল২ | ||
তথ্যসূত্র
- "ইস্ট-ওয়েস্টে শুরু মহাকরণ স্টেশনের কাজ"। আনন্দবাজার। ২২ জুল ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.