বাংলাদেশী টাকা

টাকা (মুদ্রা প্রতীক: ; ব্যাংক কোড: BDT) হল বাংলাদেশের মুদ্রা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটির মুদ্রা হিসেবে "টাকা" প্রতিষ্ঠিত হয়। কাগুজে টাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক - "বাংলাদেশ ব্যাংক" কর্তৃক প্রবর্তিত হয়;- ব্যাতিক্রম ৳১, ৳২ এবং ৳৫ টাকার নোট এবং ধাতব মুদ্রা যেগুলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রচলিত হয়। টাকার ভগ্নাংশ হল পয়সা যার মূল্যমান ৳১-র ১০০ ভাগের ১ভাগ।

বাংলাদেশী টাকা
টাকা
টাকার প্রতীক
আইএসও ৪২১৭ কোডBDT
কেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংক
ওয়েবসাইটwww.bb.org.bd
ব্যবহারকারী(গণ) বাংলাদেশ
মুদ্রাস্ফীতি৫.৫৭%
উৎসবাংলাদেশ ব্যাংক, অগাস্ট ২০১৮
সাবইউনিট
১/১০০পয়সা
প্রতীক
ধাতব মুদ্রাসমূহ
বহুল ব্যবহৃত৳১, ৳২ ও ৳৫
স্বল্প ব্যবহৃত১, ৫, ১০, ২৫ ও ৫০পয়সা
কাগজের মুদ্রাসমূহ
বহুল ব্যবহৃত৳২, ৳৫, ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০, ৳৫০০ ও ৳১০০০
স্বল্প ব্যবহৃত৳১, ৳২৫, ৳৪০ ও ৳৬০
মুদ্রকদি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড
ওয়েবসাইটwww.spcbl.org.bd
টাঁকশালদি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড

ইতিহাস

সিংহের প্রতীক চিহ্নিত বাংলা সালতানাতের রূপার টাকা ( ১৫ শতক)

ভাষাবিদগণের মতানুসারে বাংলা টাকা শব্দটি সংস্কৃত "টঙ্ক" শব্দ থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ রৌপ্যমুদ্রা। বঙ্গ রাজ্যে সবসময় টাকা শব্দটি যেকোনো মুদ্রা বা ধাতব মুদ্রাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ১৪ শতাব্দীতে ইবন বতুতা লক্ষ্য করেছিলেন যে বাংলা সালতানাতের লোকজন, সোনা এবং রূপার ধাতবকে দিনার না বলে "টাকা" বলতো।

১৯৪৭ হতে ১৯৭১

১৯৪৭ সালের বঙ্গভঙ্গের পর, পূর্ব বাংলায় (পাকিস্তান অধিরাজ্যের অংশ) এবং ১৯৫৬ সালে পূর্ব বাংলার পুনঃনামকরণ করা হল পূর্ব পাকিস্তান; যেখানে পাকিস্তানি রুপিতেও "টাকা" শব্দটি মুদ্রিত ছিল। মুক্তিযুদ্ধের পূর্বে মুদ্রা হিসেবে এই ভূখণ্ডে পাকিস্তানি রুপি প্রচলিত ছিল। ৪ঠা মার্চ ১৯৭২ সালে সরকারী মুদ্রা হিসেবে- "টাকা" -কে ঘোষণা করা হয়। সর্বত্র এর প্রচলন না হওয়া পর্যন্ত স্বাধীনতার বেশ কয়েক মাস পরেও পাকিস্তানি রুপির ব্যবহার ছিল। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদীদের দ্বারা একটি বেসরকারী রীতি প্রচলিত ছিলঃ পাকিস্তানি রুপির নোটগুলিতে বাংলাতে "বাংলা দেশ" এবং ইংরেজিতে "Bangla Desh" রবার স্ট্যাম্প দিয়ে মুদ্রাঙ্কন করা। ৮ জুন ১৯৭১-এ পাকিস্তানি সরকার সমস্ত রবার স্ট্যাম্প-সহ নোটগুলিকে বেআইনি, অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে।[1]

১৯৭২ হতে বর্তমান

  • ১৯৭২ সালে বাংলাদেশ সরকার সদ্য স্বাধীন রাষ্ট্রের মুদ্রার নাম টাকা রাখে। পরবর্তীতে টাকার সংকেত নির্ধারণ করা হয়।
  • প্রথম কোষাগার নোট ১৯৭২ সালে ৳১-র ছিল, যেটি ১৯৯৩ সাল পর্যন্ত প্রচলিত ছিল।
  • এক টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়। অর্থাৎ ৳১ সমান ১০০পয়সা।
  • ৳২ কোষাগার নোট ১৯৮৯ সালে ঘোষণা করা হয়।
  • ১৯৭২ সালে টাকার প্রথম নোটগুলিঃ ৳৫, ৳১০ ও ৳১০০ মূল্যে ঘোষণা করা হয়।
  • ১৯৭৫ সালে প্রথম ৳৫০ নোট ঘোষণা, ১৯৭৭ সালে প্রথম ৳৫০০ নোট এবং ১৯৮০ সালে প্রথম ৳২০ নোট ঘোষণা হয়।
  • ৳১০০০ মূল্যমানের নোট ২০০৮ সালে প্রথম ঘোষণা করা হয়।

বাংলাদেশে ৳১, ৳২, ৳৫, ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০, ৳৫০০ এবং ৳১০০০ মুল্যমানের কাগুজে নোট প্রচলিত রয়েছে। এছাড়াও ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা, ৳১, ৳২ এবং ৳৫ মূল্যমানের ধাতব মুদ্রা প্রচলিত রয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে কাগুজে নোট প্রচলন এবং নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত। এছাড়াও ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা ও ৫০ পয়সা বর্তমানে অচল।

ধাতব মুদ্রা

১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন করা হয়। এরপর ১৯৭৪ সালে ১ পয়সা এবং তারও পরে ১৯৭৫ সালে ৳১ মূল্যের ধাতব মুদ্রা প্রবর্তন করা হয়। অত:পর ৳২ মূল্যের ধাতব মুদ্রা প্রবর্তন করা হয়। বর্তমানে ৳৫ মূল্যমানের ধাতব মুদ্রাও প্রচলিত আছে।

১৯৭৩ সালের সিরিজ
চিত্রমানধাতুবিবরণনোট প্রচলনের তারিখ
বিপরীতঅভিমুখবিপরীতঅভিমুখ
৫ পয়সা অ্যালুমিনিয়াম জাতীয় প্রতীক ১৯৭৩
১০ পয়সা
২৫ পয়সা ইস্পাত রুই
৫০ পয়সা
১৯৭৪ সালের সিরিজ
১ পয়সা অ্যালুমিনিয়াম জাতীয় প্রতীক অলঙ্কারসমৃদ্ধ নকশা, পুষ্পশোভিত নিদর্শন ১৯৭৪
৫ পয়সা
১০ পয়সা
২৫ পয়সা ইস্পাত
৳১ বিভিন্ন চারজন মানুষের ছবি, স্লোগান "পরিকল্পিত পরিবার - সব জন্য খাদ্য" ১৯৭৫
১৯৭৭ সালের সিরিজ
৫ পয়সা অ্যালুমিনিয়াম জাতীয় প্রতীক লাঙ্গল, শিল্প চাকা ১৯৭৭
১০ পয়সা একজন পুরুষ ও মহিলা কোলে বাচ্চাসহ একে অপরের অভিমুখে একটি আসনে বসা
২৫ পয়সা ইস্পাত রয়েল বেঙ্গল টাইগার
৫০ পয়সা ইলিশ, মুরগী, আনারস, কলা
নতুন প্রকাশিত
৫০ পয়সা ইস্পাত জাতীয় প্রতীক ইলিশ, মুরগী, আনারস, কলা ২০০১
৳১ চারজন মানুষের ছবি, স্লোগান "পরিকল্পিত পরিবার - সব জন্য খাদ্য" ১৯৯২
৳১ (সোনালী রঙের) চারজন মানুষের ছবি, স্লোগান "পরিকল্পিত পরিবার - সব জন্য খাদ্য" ১৯৯৬
৳১ চারজন মানুষের ছবি, স্লোগান "পরিকল্পিত পরিবার - সব জন্য খাদ্য" ২০০৩
৳1 শেখ মুজিবুর রহমান ২০১০
৳২ ইস্পাত জাতীয় প্রতীক সবার জন্য শিক্ষা ২০০৪
৳২ শেখ মুজিবুর রহমান ২০১০
৳৫ যমুনা বহুমুখী সেতু ১৯৯৪
৳৫ ইস্পাত শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের লোগো ২০১২

কাগুজে মুদ্রা

বর্তমানে, স্বল্প ব্যবহৃত নোট হচ্ছেঃ ৳১, ৳২৫, ৳৪০ ও ৳৬০, এবং বহুল ব্যবহৃত নোট হচ্ছেঃ ৳২, ৳৫, ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০, ৳৫০০ ও ৳১০০০। ৳১০ এবং তার বড় অঙ্কের় কাগুজে মুদ্রা বাংলাদেশ ব্যাংক প্রচলন করে। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। ৳১, ৳২ এবং ৳৫ নোট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় প্রচলন করে এবং এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

রাশিয়ার একটি অনলাইন এন্টারটেইনমেন্ট আউটলেটে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে বাংলাদেশী ৳২ নোট পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাংক নোটের মর্যাদা পেয়েছে। যেখানে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রাও প্রতিযোগিতায় ছিল।[2][3]

বর্তমানে প্রচারক নোট
চিত্রমূল্যমাত্রারংবিবরণতারিখের
অভিমুখবিপরীতঅভিমুখবিপরীতইস্যুস্থিতি
৳১ ৯৯ × ৬০ কমলা-নীল মুঠো ভর্তি ধান জাতীয় প্রতীক ২রা মার্চ, ১৯৭৩ ডিসেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত, বর্তমানে অপ্রচলিত।
৳১ ৯৯ × ৬০ কমলা-নীল একজন মহিলা ধান ভাংছে মুঠো ভর্তি ধান ও জাতীয় প্রতীক ১৮ই, ডিসেম্বর ১৯৭৩ ১৯৭৯ সাল পর্যন্ত, বর্তমানে অপ্রচলিত।
৳১ ৯৯ × ৬০ বেগুনি-কমলা জাতীয় প্রতীক তিন চিত্রল হরিণ ৩ সেপ্টেম্বর ১৯৭৯ বর্তমান (স্বল্প প্রচলিত)
৳২ ১০০ × ৬০ কমলা-সবুজ কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল পাখি ২৯ ডিসেম্বর ১৯৮৮ বর্তমান
৳২ ১০০ × ৬০ কমলা-সবুজ শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনার ৯ আগস্ট ২০১১ বর্তমান
৳৫ ১১৯ × ৬৪ নবনীর শেখ মুজিবুর রহমান কুসুম্বা মসজিদ ৯ আগস্ট ২০১১ বর্তমান
৳১০ ১৭০ x ৭০ গোলাপী তারা মসজিদ ডান দিকে ও মাঝে ধানের শিষ ধান কাটার দৃশ্য ১১ই অক্টোবর ১৯৭৬ অপসারিত
৳১০ ১৭০ x ৭০ গোলাপী আতিয়া জামে মসজিদ কর্ণফুলি জলবিদ্যুৎ

কেন্দ্রের স্পিলওয়ে

৩রা সেপ্টেম্বর, ১৯৮২ অপসারিত
৳১০ ১৫২ x ৬৪ সবুজ ও গোলাপী শেখ মুজিবুর রহমান লালবাগ কেল্লা ১১ই ডিসেম্বর, ১৯৯৭ অপসারিত
৳১০ (পলিমার) ১৫২ x ৬৪ গোলাপী শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ ভবন ১৪ ডিসেম্বর ২০০০ অপসারিত
৳১০ ১৫২ x ৬৪ গোলাপী বায়তুল মোকাররম জাতীয় সংসদ ভবন ০৭ই জানুয়ারী, ২০০২ অপসারিত
৳১০ ১২২ × ৫৯ গোলাপী বায়তুল মোকাররম জাতীয় সংসদ ভবন ২১ সেপ্টেম্বর ২০০৬ বর্তমান
৳১০ ১২২ × ৫৯ গোলাপী শেখ মুজিবুর রহমান বায়তুল মোকাররম ৭ মার্চ ২০১২ বর্তমান
৳২০ ১৩০ × ৬০ সবুজ ছোট সোনা মসজিদ ৪ জন পাট ধোলাই করে ১৩ জুলাই ২০০২ বর্তমান
৳২০ ১৩০ × ৬০ সবুজ শেখ মুজিবুর রহমান ষাট গম্বুজ মসজিদ ৭ মার্চ ২০১২ বর্তমান
৳২৫ ১২৩ x ৬০ নীল, বেগুনি ও লাল জাতীয় স্মৃতিসৌধ, টাকা নোট ও ডাকটিকেট, তিন চিতল হরিণ, দোয়েল পাখি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন সদর ২৬ জানুয়ারি ২০১৩ বর্তমান
৳৪০ ১২২ x ৬০ লাল, কমলা, সবুজ শেখ মুজিবুর রহমান সৈন্যরা ২১ ডিসেম্বর ২০১১ বর্তমান
৳৫০ ১৩০ × ৬০ নবনীর, চুন সবুজ জাতীয় সংসদ ভবন বাঘা মসজিদ ৩০ জুলাই ২০০৫ বর্তমান
৳৫০ ১৩০ × ৬০ নীল, নবনীর, লাল শেখ মুজিবুর রহমান জয়নুল আবেদীন দ্বারা চিত্রকর্ম ৭ মার্চ ২০১২ বর্তমান
৳৬০ ১৩০ x ৬০ হলুদ, বাদামী, বেগুনি, কমলা ও নীল কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা আন্দোলনের শহীদ, প্রথম শহীদ মিনার (১৯৫২) ১৫ ফেব্রুয়ারি ২০১২ বর্তমান
৳১০০ ১৪০ × ৬২ নীল জাতীয় স্মৃতিসৌধ বঙ্গবন্ধু সেতু ১৬ জুলাই ২০০৬ বর্তমান
৳১০০ ১৪০ × ৬২ নীল শেখ মুজিবুর রহমান তারা মসজিদ ৯ আগস্ট ২০১১ বর্তমান
৳১০০ ১৪০ x ৬২ নীল-লাল ১৮শতকের অশ্বারোহী বাংলাদেশ জাতীয় জাদুঘর ৯ জুলাই ২০১৩ বর্তমান
৳৫০০ ১৫৩ × ৬৯ বেগুনি জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশ সুপ্রীম কোর্ট ২৪ অক্টোবর ২০০৪ বর্তমান
৳৫০০ ১৫৩ × ৬৯ সবুজ শেখ মুজিবুর রহমান নদীর পাশে চাষের দৃশ্য ৯ আগস্ট ২০১১ বর্তমান
৳১০০০ ১৬০ x ৭২ লালচে গোলাপী কেন্দ্রীয় শহীদ মিনার কার্জন হল ২৭ অক্টোবর ২০০৮ বর্তমান
৳১০০০ ১৬০ x ৭২ বেগুনি, হলুদ শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ ভবন ৯ আগস্ট ২০১১ বর্তমান
সূত্র: বাংলাদেশ ব্যাংক

বিনিময়ের হার

ঐতিহাসিক বিনিময়ের হার

১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর ব্রিটিশ পাউণ্ডের সঙ্গে টাকার আন্তর্জাতিক মান নিরূপণ করা হতে থাকে। পরবর্তীতে, সত্তর দশকের শেষভাগে, ব্রিটিশ পাউণ্ডের আন্তর্জাতিক মূল্য পড়ে গেলে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলার অধিকতর হারে ব্যবহৃত হতে থাকলে বাংলাদেশ সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের সঙ্গে বাংলাদেশের টাকার আন্তর্জাতিক মান সম্পৃক্ত করে। এই পদ্ধতি কম-বেশী প্রচলিত আছে (২০১৩)। আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় ভাসমান। তবে কখনো কখনো বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখার জন্য হস্তক্ষেপ করে থাকে।

১৯৭১ সালে টাকার মূল্য প্রতি $১, ঠিক করা হল ৳৭.৫ হইতে ৳৮ -তে। ১৯৭৮ সালের অর্থবছর বাদে, ১৯৭১ থেকে ১৯৮৭ পর্যন্ত টাকা প্রতি বছর মুদ্রাস্ফীতির কারণে মার্কিন ডলার বিরুদ্ধে মূল্য হারাল। ১৯৭৪ সালে সহায়তার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে পূরক অর্থায়ন সুবিধা ব্যবহার করে। সহায়তার বাড়তি প্রয়োজনের সত্ত্বেও বাংলাদেশ সরকার তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারা "আর্থিক নীতি ও রাজস্ব নীতি"র শর্ত পূরণ করতে গিয়ে প্রথমে রাজি হয়না। ১৯৭৫ অর্থবছরে, বিশ্বব্যাংক দ্বারা "বাংলাদেশ এইড গ্রুপ"-র প্রতিষ্ঠায় সম্মত হয়ে বাংলাদেশ সরকার টাকার ৫৬% অবমূল্যায়ন ঘোষণা করে।[4]

১৯৮০ থেকে ১৯৮৩ সালের মধ্যে অর্থপ্রদান ভারসাম্যের অবনতির কারণে টাকা মূল্যে আরো ৫০% পতন দেখা গেল।[4] ১৯৮৫ থেকে ১৯৮৭ সালে, টাকা অসংখ্য ক্রমবর্ধমান পদক্ষেপে মার্কিন ডলারের বিরুদ্ধে ১২% স্থিতিশীল করা হয়েছিল। কিন্তু একই সময়ে সরকারি বিনিময় হার এবং অগ্রাধিকারভিত্তিক মাধ্যমিক বিনিময় হারের মধ্যে পার্থক্য ৭.৫% থেকে ১৫% সংকীর্ণ হল।[4] এই কাঠামোগত সমন্বয়ে অগ্রাধিকারভিত্তিক মাধ্যমিক বিনিময় হারের পরিচালিত বাণিজ্যে মোট রপ্তানির ৫৩% এবং মোট আমদানির ২৮% বিস্তার ও উন্নতি দেখা গেল।[4] ১৯৮৭ সালে সরকারি বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল ছিল, ৳৩১ প্রতি ১ মার্কিন ডলার চেয়ে কম।[4]

২০১১ জানুয়ারিতে $১ ছিল ৳৭২,[5] ২০১২ সালের এপ্রিলে $১ ছিল ৳৮২, ২০১৫ সালের সেপ্টেম্বরে $১ মূল্য ছিল ৳৭৭, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে $১ এর মূল্য ছিল প্রায় ৭৯ টাকা।[6]

অন্যান্য মুদ্রার বিরুদ্ধে টাকা (প্রতি বছরের জানুয়ারি) (কত টাকা প্রতি অন্যান্য মুদ্রা)[7]
মুদ্রাব্যাংক কোড১৯৭১১৯৮১১৯৯১১৯৯৬২০০০২০০১২০০৫২০০৭২০০৮২০০৯২০১০২০১১২০১২২০১৩২০১৪২০১৫
মার্কিন ডলারUSD৭.৮৬১৮.৩১৩৬.৭৫৪০.৮৫০.৮২৫৩.৮৪৫৮.১১৬৭.২৯৬৭.৩৪৬৭.৪০৬৮.১১৬৯.৮৪৮১.৬৪৭৮.৩১৭৬.৪৫৭৬.৫১
জাপানি ইয়েনJPY০.০২০.০৯০.২৭০.৩৮০.৪৮০.৪৬০.৫৬০.৫৫০.৬২০.৭৪০.৭৪০.৮৪১.০৬০.৮৮০.৭৩০.৬৪
সোভিয়েত রুবল
রুশ রুবল
SUR
RUR
RUB
১৪.৯৩২৯.০০৫৫.১২৮.১৬১.৮৫১.৯১২.১৭২.৬২২.৭৯২.১৪২.৩১২.৩৫২.৬৬২.৬৩২.২৯১.২০
ইউরোEUR----৫১.৪৮৫০.৫৭৭৬.৩৭৮৭.৪৫৯৮.৯৯৯০.০১৯৭.২৮৯৩.২৬১০৫.২৬১০৩.৯৮১০৪.২২৮৯.২৬
পাউন্ড স্টার্লিংGBP১৮.৯২৪৪.০২৭১.০১৬২.৪৮৮৩.২৩৭৯.৫৯১০৯.৩৫১৩১.৭৪১৩২.৬৯৭.৬৬১১০.০১১১০.০৪১২৬.৫৭১২৫.১৯১২৫.৯০১১৬.১৩
সুইস ফ্রাংকCHF১.৮১০.০৮২৮.৮৯৩৪.৬৩৩১.৯৭৩৩.০৭৪৯.৩৮৫৩.৭৩৬০.৯৯৬০.২৩৬৫.৮৭৭৩.১৮৬.৯১৮৪.৭৮৪.৬৬৮১.২৬
হংকং ডলারHKD১.৩১৩.৫৩৪.৬৮৫.২৮৬.৫৩৬.৯৭.৪৫৮.৬২৮.৬২৮.৬৯৮.৭৭৮.৯৭১০.৫১১০.১৯.৮৫৯.৮৬
মালয়েশীয় রিংগিতMYR২.৫৫৮.২৩১৩.৫৪১৫.৯৭১৩.৩৭১৪.১৬১৫.২৫১৯.১২২০.৫৪১৮.৮৬২০.০৬২২.৭১২৬.১৪২৫.৬৮২৩.১৪২১.৪১
কুয়েতি দিনারKWD২২.০৯৬৪.৫১১২৮.৭৩১৩৬.২৫১৬৭.০১১৭৬.০৫১৯৭.৮২২৩১.৬৯২৪৫.৮৩২৩৫.৩১২৩৬.৫২২৪৭.৬২২৯২.৪৬২৭৭.৬২৭০.১৬২৫৯.৬৬
সৌদি রিয়ালSAR১.৭৫৫.৫৯.৭৯১০.৮৮১৩.৫৫১৪.৩৫১৫.৪৯১৭.৯৩১৭.৯২১৭.৯৫১৮.১৪১৮.৬২১.৭৬২০.৮৭২০.৩৮২০.৩৬
আমিরশাহী দিরহামAED১.৬৫৪.৮৯৯.৯৬১১.১১১৩.৮৪১৪.৬৫১৫.৮২১৮.৩১১৮.৩৩১৮.৩৪১৮.৫৪১৯.০১২২.২২২১.৩১২০.৮১২০.৮২
ভারতীয় রুপিINR১.০০২.৩২.০০১.১৪১.১৬১.১৫১.৩২১.৫১১.৭১১.৩৫১.৪৭১.৫১১.৫৬১.৪৪১.২৩১.২২
ভূটানি ঙুলট্রুমBTN১.০৫২.০৭১.৬০১.১৭১.১৬১.১৬১.৩৭১.৫৭১.৭৪১.৪০১.৫০১.৫৬১.৬২১.৪৬১.২৪১.২৩
বর্মী ক্যতMMK১.৬৫২.৪৯৫.৮৮৭.১৩৮.১১৮.৩৩১০.৭৯১০.৬৯১০.৫১১০.৪৯১০.৬১১০.৯১১২.৯০০.০৯০.০৭৮০.০৭৫
গণচীন রেন্মিন্বিCNY৩.১৯১১.৭৫৭.০২৫.০৯৬.৪৪৬.৫৮৭.২৭৮.৯৩৯.৪৫৯.৯৯১০.১২১০.৭৬১৩.২০১২.৭৯১২.৮১১২.৫০

বর্তমানে বিনিময়ের হার

বাংলাদেশী টাকার বর্তমান বিনিময় হার
গুগল ফাইন্যান্স থেকে: AUD CAD CHF EUR GBP HKD JPY USD RUB AED CNY
ইয়াহু! ফাইন্যান্স থেকে: AUD CAD CHF EUR GBP HKD JPY USD RUB AED CNY
এক্সই.কম থেকে: AUD CAD CHF EUR GBP HKD JPY USD RUB AED CNY
ওএএনডিএ.কম থেকে: AUD CAD CHF EUR GBP HKD JPY USD RUB AED CNY
এফএক্সটপ.কম থেকে: AUD CAD CHF EUR GBP HKD JPY USD RUB AED CNY

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Linzmayer, Owen (২০১২)। "Bangladesh"। The Banknote Book। San Francisco, CA।
  2. Bangladesh taka voted most beautiful bank note, ৭ জানুয়ারি ২০১২ তারিখে প্রকাশিত, PanARMENIAN.net, পরিদর্শনের তারিখ: ১০ মে ২০১২ খ্রিস্টাব্দ।
  3. বাংলাদেশের ২ টাকা পৃথিবীর সবেচেয়ে সুন্দর নোট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ এপ্রিল ২০১২ তারিখে দৈনিক আমার দেশ ডেস্ক রিপোর্ট, ৯ জানুয়ারি ২০১২ খ্রিস্টাব্দে প্রকাশিত; পরিদর্শনের তারিখ: ১০ মে ২০১২ খ্রিস্টাব্দ।
  4. "Bangladesh : Country Studies - Federal Research Division, Library of Congress"loc.gov
  5. "Historical Exchange Rates"OANDA। OANDA Corporation। ২ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩, ২০১১
  6. https://exp.bb.org.bd/ords/f?p=104:1:0:::::
  7. ঐতিহাসিক বিনিময়ের হার (ইংরেজি )
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.