দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড

দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড (ইংরেজি: The Security Printing Corporation (Bangladesh) Ltd. (SPCBL)) হল বাংলাদেশে ব্যাংকনোট ও সরকারি ডাকটিকিটের প্রধান ছাপাখানা।[1][2][3] ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করে। ১৯৯২ সালের এপ্রিল থেকে, এটি দেশের উপস্থিত আইনের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে।[4][5] এটি আন্তর্জাতিক সরকারি ছাপাখানা সমিতির নিয়মিত সদস্য। নেপালসহ আরও বহু দেশ এর চাররঙা উন্নত ডাকটিকিটের ক্রেতা।[6]

দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড
The Security Printing Corporation (Bangladesh) Ltd.
দেশের উপস্থিত আইনের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
শিল্পমুদ্রণ ছাপাখানা
প্রতিষ্ঠাকাল১৯৮৮
সদরদপ্তরগাজীপুর, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
বাংলাদেশ ব্যাংক
পণ্যসমূহব্যাংকনোট, সরকারি ডাকটিকিট, নিরাপত্তা-বিষয়ক কাগজপত্র
মূল প্রতিষ্ঠানবাংলাদেশ ব্যাংক
ওয়েবসাইটhttp://www.spcbl.org.bd

২০১৩ সালে এর রজতজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটি সীমিত পরিমাণে ২৫ টাকার স্মারক নোট অবমুক্ত করে।[7][8][9]

পণ্যসমূহ

মুদ্রা, ব্যাংকনোট ও সম্পর্কিত অন্যান্য
  • ১ টাকা, ২ টাকা, ২ টাকা দোয়েল, ৫ টাকা
  • ৫ টাকা পুরাতন, ৫ টাকায়, ১০ টাকায় পুরনো, ১০ টাকায়
  • ১০ টাকা পুরাতন, ১০ টাকা ওডেল ১, ২০ টাকা, ২০ টাকা পুরনো
  • ৫০ টাকা, ৫০ টাকা পুরাতন, ৫০ টাকা পুরাতন ১, ৭০ টাকা, ১০০ টাকা এন
  • ১০০ টাকা ও, ১০০ টাকা পুরাতন, ১০০ টাকা
  • ৫০০ টাকা এন, ৫০০ টাকা ও, ৫০০ টাকা ও, ৫০০ টাকা ও ১
  • ১০০০ টাকা বি এন এন, ১০০০ টাকা ও,
  • প্রাইজবন্ড, ২৫ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা,
অন্যান্য
  • ডাক ও রাজস্ব স্ট্যাম্প
  • ডাকের খাম
  • পোস্টকার্ড
  • অ-বিচারিক স্ট্যাম্প
  • কোর্টের ফি স্ট্যাম্প
  • চেক বই এবং সময়সূচি এবং ব্যক্তিগত ব্যাংকের অন্যান্য নিরাপত্তা আইটেম
  • শেয়ার সার্টিফিকেট
  • ট্রেজারি বন্ড
  • অ্যাকাডেমিক সার্টিফিকেট
  • বিরি ব্যান্ড রোলস (ট্যাক্স লেবেল)
  • স্ট্যাম্প এবং সিগারেট বক্সের জন্য ব্যান্ড (ট্যাক্স লেবেল)
  • মিনারেল ওয়াটার এবং নরম পানীয় বোতল (ট্যাক্স লেবেল) জন্য ভেতরে
  • টয়লেট সাবান প্যাকেট জন্য ব্যান্ড (ট্যাক্স লেবেল)
  • গাড়ির রুট পারমিট, গাড়ির ফিটনেস এবং গাড়ির করের জন্য করের লেবেল
  • ওএমআরআর (অপটিক্যাল মার্ক রিডার) ফরম

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "টাকশালের প্রিন্টিং নিরাপত্তা ও আমাদের প্রস্তাবনা"। daily sangram। ২৫ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  2. "সিকিউরিটি প্রিন্টিংয়ে ৮টি নতুন পদ সৃষ্টি"Daily Jugantor। ২৩ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  3. "ঈদ সালামিতে নতুন নোট নিয়ে সংশয়"bdnews24.com। ২৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  4. ইসলাম, আমিনুল (২১ জুন ২০১৫)। "বাঙলা মুদ্রণের সেকাল একাল"। Amar Desh। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৫
  5. "25 gangs active circulating fake notes"। Dhaka Tribune। ২৭ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৫
  6. "The Security Printing Corporation (Bangladesh) Ltd. official website"। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৫
  7. "সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর উৎপাদনের ২৫ বছর পূর্তির রজত জয়ন্ত্মী উদযাপন উপলক্ষে মুদ্রিত স্মারক নোট অবমুক্তকরণ"। bizbdnews.com। ২৪ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  8. "সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের উৎপাদনের ২৫ বছর পূর্তি উপলÿে আয়োজিত অনুষ্ঠানে গভর্নরের অংশগ্রহণ"। bizbdnews.com। ২৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫
  9. "স্মারক মুদ্রা বিক্রয় : Bangladesh Bank"। finedu.bb.org.bd। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.