জমিয়াতুল ফালাহ মসজিদ
জমিয়তুল ফালাহ মসজিদ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ; যা বাংলাদেশের দ্বিতীয় বড় মসজিদ হিসাবেও পরিচিত। ২০১৩ সালে জাতীয় সংসদে ইসলামিক ফাউন্ডেশন বিল-২০১৩ পাসের মাধ্যমে এই মসজিদ ও কমপ্লেক্স ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আনা হয়।[1]
জমিয়তুল ফালাহ মসজিদ | |
---|---|
জমিয়তুল ফালাহ মসজিদের সম্মুখভাগ | |
![]() ![]() জমিয়াতুল ফালাহ মসজিদ | |
স্থানাঙ্ক: ২২.৩৫০° উত্তর ৯১.৮২২° পূর্ব | |
অবস্থান | ![]() চট্টগ্রাম,বাংলাদেশ |
শাখা/ঐতিহ্য | সুন্নি |
প্রশাসন | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
মালিকানা | সরকারি |
স্থাপত্য তথ্য | |
ধরণ | ইসলামিক স্থাপত্য |
ধারণক্ষমতা | ১০,০০০ |
অবস্থান
এই মসজিদটি চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ ওয়াসা সদর দপ্তরের পাশে অবস্থিত।
বিবরণ
এটি অনেকগুলি খিলানসহ চমৎকার স্থাপত্যে নির্মিত। মূল ভবনটি পাঁচতলা মসজিদ। প্রায় ১০০০০ মানুষ এখানে একত্রে নামায আদায় করতে পারে। মূল ভবনের সামনে একটি বিশাল জায়গা রয়েছে সেখানে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার সময় ঈদের নামায অনুষ্ঠিত হয়।[2] ঈদের সময় এখানে প্রায় ৫০,০০০ মানুষ একত্রে জড়ো হয়।
চিত্রশালা
তথ্যসূত্র
- "জমিয়াতুল ফালাহ'র দায়-দায়িত্ব এখন সরকারের"। bangla.bdnews24.com। ১৮ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- "জমিয়াতুল ফালাহ ময়দানের প্রথম জামাতে মুসল্লির ঢল"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
![]() |
উইকিমিডিয়া কমন্সে জমিয়াতুল ফালাহ মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.