কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ

কাপাসগোলা জামতলা শাহী মসজিদ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম মহানগরের চকবাজার ওয়ার্ডের কাপাসগোলাস্থ আরাকান সড়কের পাশেই অবস্থিত একটি মসজিদ। ৩ তলা বিশিষ্ট এই মসজিদে একসাথে প্রায় ৭ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন।

কাপাসগোলা জামতলা জামে মসজিদ

কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ ক্লক টাওয়ার

কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক: ২২.৩৫৯৮৮৯৫° উত্তর ৯১.৮৪০৬২১২° পূর্ব / 22.3598895; 91.8406212
অবস্থান চকবাজার, চট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠিত ১৮৯০ (আনুমানিক)
শাখা/ঐতিহ্য ইসলাম সুন্নি
প্রশাসন সামাজিক ভাবে পরিচালিত
পরিচালনা
স্থাপত্য তথ্য
ধরণ ঐতিহাসিক
ধারণক্ষমতা প্রায় ৭০০০
দৈর্ঘ্য ২৯৫ ফুট
প্রস্থ ১০৩ ফুট
আবৃত স্থান ০,৫৪ একর
আয়তন ৩.৮ একর
গম্বুজ ১টি
গম্বুজের উচ্চতা (বাহ্যিক) ২২ ফুট
গম্বুজের উচ্চতা (অভ্যন্তরীণ) ১৮ ফুট
গম্বুজের ব্যাস (বাহ্যিক) ২৮ ফুট
গম্বুজের ব্যাস (অভ্যন্তরীণ) ২৪ ফুট
মিনার ৮টি (চারটি বড় চারটি ছোট)
মিনারের উচ্চতা ২৫ ফুট
ভবনের উপকরণ কংক্রিট

ইতিহাস

১৮৯০ সালে এই এলাকার কিছু ধর্মপ্রান মুসলমান এই[1] মসজিদ প্রতিষ্ঠা করেন যা কালের বিবর্তনে এখন বিশাল আকারের মসজিদ কমপ্লেক্সে রূপ নিয়েছে।

অবস্থান

চট্টগ্রাম[2] মহনগরীর চকবাজার ওয়ার্ড এর অন্তর্গত আরাকান সড়কের কাপাসগোলায় এই মসজিদের অবস্থান।

বর্তমান অবস্থা

এই মসজিদে একটি সুদৃশ্য সবুজ গম্বুজ বিদ্যমান। বর্তমানে একটি বৃহৎ আকারের ঘড়ির টাওয়ার স্থাপনের কাজ চলছে।

সম্মানিত খতিব, ইমাম ও মুয়াজ্জিনগণের তালিকা
পদবী খতিব, ইমাম ও মুয়াজ্জিনের নাম সময়কাল
খতিব আলহাজ্ব মৌলানা আবদুল মান্নান ২০১৩-বর্তমান
ইমাম আলহাজ্ব মৌলানা নেছার আহমদ ১৯৯৯-বর্তমান
মুয়াজ্জিন মৌলানা শামসুল হুদা ১৯৮৪-বর্তমান
মুয়াজ্জিন মৌলানা মোহাম্মদ নুরুল হক ১৯৯৫-বর্তমান
মুয়াজ্জিন মৌলানা মোহাম্মদ ফরিদ আহমদ ২০১২-বর্তমান
মুয়াজ্জিন মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান ২০১৭-বর্তমান

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "চট্টগ্রাম বিভাগের মসজিদের তালিকা"
  2. "তথ্যঃ- কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ"। ২০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.