শরীফ মসজিদ

শরীফ মসজিদ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহরের এলাকার পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড নালাপাড়ায় অবস্থিত একটি অতি প্রাচীন মসজিদ।

সিটি কলেজ হতে তোলা শরীফ মসজিদের দৃশ্য
শরীফ মসজিদ

শরীফ মসজিদের একটি দৃশ্য

শরীফ মসজিদ
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক: ২২.৩৩১১৬৯৯০° উত্তর ৯১.৮২৭১৩২৫° পূর্ব / 22.33116990; 91.8271325
অবস্থান পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠিত ১৯০৮
শাখা/ঐতিহ্য ইসলাম সুন্নি
প্রশাসন সামাজিক ভাবে পরিচালিত
স্থাপত্য তথ্য
ধরণ আধুনিক
ধারণক্ষমতা প্রায় ৬০০০
গম্বুজ ৫টি (একটি বড় চারটি ছোট)
মিনার ৮টি (চারটি বড় চারটি ছোট)

শরীফ মসজিদ English Sharif Mosque বাংলাদেশের চট্টগ্রামের শতাব্দী প্রাচীন মসজিদ।

শরীফ মসজিদ বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত একটি মসজিদ। ১৯শ শতকে নির্মিত এই মসজিদটি শহরের নালাপাড়া এলাকায় অবস্থিত। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হবার পর এই মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয় সর্বশেষ গত ২০১৭ সালের জানুয়ারী মাসে পুরাতন কাঠামো[1] ভেঙ্গে ছয়তলা বিশিষ্ট আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মান করা হয় । এই মসজিদটি[2] সম্পূর্নরূপে স্থানীয়ভাবে পরিচালিত হয় ।

ইতিহাস

অবস্থান

স্থাপত্য

আরো দেখুন

পরিচালনা

  1. "শরীফ মসজিদের অবস্থান"
  2. "চট্টগ্রাম বিভাগের মসজিদের তালিকা"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.