চাঁদ গাজী ভুঞার মসজিদ

চাঁদ গাজী ভুঞার মসজিদ চাঁদ খাঁ মসজিদ নামেও পরিচিত। এটি চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায় অবস্থিত।

চাঁদ গাজী ভুঞার মসজিদ

চাঁদ গাজী ভুঞার মসজিদ

চাঁদ গাজী ভুঞার মসজিদ
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক: ২৩.০৮৪° উত্তর ৯১.৪৯৫° পূর্ব / 23.084; 91.495
অবস্থান ফেনী, বাংলাদেশ
স্থাপত্য তথ্য
গম্বুজ
মিনার ১২

ইতিহাস

হিজরি ১১১২ সালে জনৈক চাঁদ গাজী ভুইয়া নামক এক ব্যক্তি ২৮ শতক জমির ওপর এ মসজিদটি নির্মাণ করেন।

অবস্থান

ফেনীর ছাগলনাইয়ায় চাঁদগাজীতে চাঁদগাজী ভূঞা জামে মসজিদ অবস্থিত।

স্থাপত্যশৈলী

এক সারিতে তিনটি গম্বুজ অবস্থিত যার মধ্যে মাঝখানের গম্বুজটির আকার তুলনায় বড়। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের উপরে পাতা এবং কলসের নয়নাভিরাম নকশা করা হয়েছে। এছাড়া একই ধরনের স্থাপত্যশৈলীর ১২ টি মিনার রয়েছে এবং দরজার উপরে টেরাকোটার নকশা রয়েছে। মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের নামফলকে এর বর্ণনা রয়েছে। [1]

তথ্যসূত্র

  1. "সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে চাঁদগাজী ভূঁইয়া মসজিদ"নয়া দিগন্ত। ১ আর. কে মিশন রোড, ঢাকা-১২০৩। ০৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ 2017-05-23 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.