হাজী শাহাবাজের মাজার ও মসজিদ

হাজী শাহাবাজের মাজার ও মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মোগল শাসনামলে শাহজাদা আযমের সময়কালে ১৬৭৯ খ্রিষ্টাব্দে এটি নির্মিত হয়।[1] মসজিদটি হাইকোর্টের পিছনে এবং তিন নেতার মাজার এর পূর্ব পার্শ্বে অবস্থিত। এর চত্ত্বরে হাজী শাহবাজের সমাধি অবস্থিত। দৈর্ঘ্যে মসজিদটি ৬৮ ফুট ও প্রস্থে ২৬ ফুট। এতে তিনটি গম্বুজ রয়েছে। [2]

হাজী শাহাবাজের মাজার ও মসজিদ

ঢাকার রমনা এলাকায় অবস্থিত হাজী শাহাবাজের মাজার ও মসজিদ।

অবস্থান রমনা, ঢাকা  বাংলাদেশ
স্থাপত্য তথ্য

ইতিহাস

ঐতিহাসিক মুনতাসীর মামুনের মতানুসারে হাজী শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে সুবা বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। [2] ১৬৭৯ সালে তিনি জীবিত থাকাকালেই এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। তৎকালে সুবাহদার ছিলেন শাহজাদা মুহম্মদ আজম

স্থাপত্য-রীতি

মসজিদ ভবনটির স্থাপত্যে উত্তর ভারতীয় মোগল-রীতি লক্ষ্য করা যায়।[3]

ভৌগলিক অবস্থান

ভৌগলিক স্থানাঙ্কে এই মসজিদের অবস্থান ২৩.৭২৯২৯২০° উত্তর ৯০.৪০০৩০৯৬° পূর্ব / 23.7292920; 90.4003096

চিত্রশালা

তথ্যসূত্র

  1. "City of an architect"MRS Bulletin33 (10): 978–984। ২০০৮। doi:10.1557/mrs2008.210আইএসএসএন 0883-7694
  2. মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ৬৫, আইএসবিএন ৯৮৪-৪১২-১০৪-৩।
  3. The Islamic heritage of Bengal। Michell, George., Unesco.। Paris: Unesco। ১৯৮৪। আইএসবিএন 9231021745। ওসিএলসি 11631329
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.