মাহীসন্তোষ মসজিদ
মাহীসন্তোষ মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নথিভূক্ত একটি স্থাপনা।[1] মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে, মসজিদটি সুলতান রুকনুদ্দীন বারবক শাহের আমলে ৮৬৭ হিজরিতে (১৪৬৩ খ্রি) নির্মিত এবং সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আমলে এটি ৯১২ হিজরিতে (১৫০৬ খ্রি) পুনঃনির্মিত হয়েছিল। ১৯১৬ সালে বরেন্দ্র রিসার্চ সোসাইটি এই মসজিদটির ধ্বংসাবশেষ যুক্ত ঢিবিটিতে খনন করে মসজিদটি আবিষ্কার করে।
মাহীসন্তোষ মসজিদ | |
---|---|
অবস্থান | |
অবস্থান | ধামুইরহাট উপজেলা, নওগাঁ জেলা, বাংলাদেশ |
স্থাপত্য | |
স্থাপত্য শৈলী | ইসলামিক স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ১৪৬৩ সাল |
তথ্যসূত্র
- আহমেদ, সুলতান (২০১৪)। "মাহীসন্তোষ মসজিদ"। ইসলাম, সিরাজুল; জামাল, আহমেদ এ.। বাংলাপিডিয়া (দ্বিতীয় সংস্করণ)। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.