খনিয়াদিঘি মসজিদ
খনিয়াদিঘি মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। এটি আনুমানিক ১৫'দশ শতকে নির্মিত হয়েছিলো, যা গৌড়ের প্রাচীন কৃতিগুলোর অন্যতম মনে করা হয়। ধারণা করা হয় ১৪৮০ খ্রিষ্টাব্দে কোন এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাটি মসজিদের মত।। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত।[1]
খনিয়াদিঘি মসজিদ | |
---|---|
![]() খনিয়াদিঘি মসজিদ | |
ধর্ম | |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | ![]() |
দেশ | বাংলাদেশ |
স্থাপত্য | |
ধরন | মুঘল |
স্থাপত্য শৈলী | মুঘল |
নির্দিষ্টকরণ | |
গম্বুজসমূহ | 4 |
উপাদানসমূহ | ইট, টেরাকোটা ও টাইল |
ইতিহাস
১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিষ্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী ; এ সময়ই এ মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে যার নাম খনিয়া দিঘী নামে পরিচিত। কাছাকাছি আরেকটি মসজিদের নাম দারাসবাড়ি মসজিদ। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যাক্ত হয়েছে। পরিচর্যার অভাবে এ মসজিদটি বিলীয়মান।[2]
অবস্থান
এই মসজিদটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত।[3] চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কি.মি.। বাস অথবা সিএনজি-তে যাওয়া যায়। প্রায় ৪৫ মি. থেকে ১ ঘন্টা সময় লাগে।
বিবরণ
এই মসজিদের আয়তন ৬২ × ৪২ ফুট। মূল গম্বুজটির নিচের ইমারত বর্গাকারে তৈরী, যার প্রত্যিটি ২৮ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। বড় কামরার সামনের দিকে (পূর্ব) একটি বারান্দা ছিল, যার অবশিষ্টাংশ বর্তমানে দেখা যায়। মসজিদটি ইটের তৈরী, বাইরেে দিকে সুন্দর কারুকাজ করা।[4] বর্তমানে খঞ্জনদীঘির মসজিদটির একটি মাত্র গম্বুজ ও দেয়ালের কিছু অংশ টিকে আছে। কিন্তু এগুলোর অবস্থাও খুব জীর্ণ আকার ধারণ করেছে।

আরো দেখুন
- ধনিয়াচক মসজিদ মসজিদ
- শাহ সুজার তাহখানা
- শাহ নেয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি
- ছোট সোনা মসজিদ
চিত্রশালা
তথ্যসূত্র
![]() |
উইকিমিডিয়া কমন্সে খনিয়াদিঘি মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- চক্রবর্তী, রজনীকান্ত (জানুয়ারি ১৯৯৯)। গৌড়ের ইতিহাস (PDF) (1 & 2 সংস্করণ)। Bankim Chatterjee Street, Calcutta 700 073: Dev's Publishing।
- সালাউদ্দিন, মোহাম্মদ (২৬ মার্চ ২০১০ইং)। "ছোট সোনা মসজিদ"। গৌড়বঙ্গ ও চাঁপাইনবাবগঞ্জ এর প্রাচীন নিদর্শন (2 সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: জাতীয় সাহিত্য পরিষদ। পৃষ্ঠা 112। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "ইতিহাস-ঐতিহ্য-এর খঞ্জন দিঘির মসজিদ"। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।