বাবা আদম মসজিদ

বাবা আদম মসজিদ বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যা ১৪৮৩ সালে নির্মিত। মালিক কাফুর কর্তৃক জামে মসজিদ হিসাবে মসজিদটি নির্মিত হয়।[1] এ মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। মসজিদের চত্বরে বাবা আদম শহীদে [রহ.] মাজার অবস্থিত।[2] ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ স্থাপনার তত্ত্বাবধান করছে।

বাবা আদম মসজিদ
স্থানাঙ্ক: ২৩.৫৫৬৪৩১° উত্তর ৯০.৪৯৬৩৫০° পূর্ব / 23.556431; 90.496350
অবস্থান মুন্সিগঞ্জ, ঢাকা
প্রতিষ্ঠিত ১৪৮৩
স্থাপত্য তথ্য
ধরণ ইসলামী ঐতিহ্য

ওয়েবসাইট: হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদ

অবস্থান

বাবা আদম শহীদ মসজিদটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত।

ইতিহাস

বাবা আদমের স্থানীয় অত্যাচারী হিন্দু রাজাদের যুদ্ধে শহীদ হোন। ১৪৪৯ খ্রিষ্টাব্দে বিক্রমপুরের শাসক মহান মালিক কাফুরশাহ বাবা আদমের নামে একটি চমৎকার মসজিদ নির্মাণ করেন।[3] মসজিদটির ৬ গম্বুজ পুরাকালের আত্মত্যাগী বাবা আদমের কথা মনে করিয়ে দেয়।

বিবরণ

এ মসজিদের ছাদে ৬টি গম্বুজ রয়েছে। উত্তর-দক্ষিণে বিস্তারিত ভিত্তি এলাকা দৈর্ঘ্যে ৪৩ ফুট এবং প্রস্থে ৩৬ ফুট। এর দেয়াল ইটে নির্মিত যা প্রায় ৪ ফুট প্রশস্থ। ইটের আকার ১০ ইঞ্চি, ৭ ইঞ্চি, ৬ ইঞ্চি ও ৫ ইঞ্চি। এগুলো লাল পোড়ামাটির ইট। সম্মুখভাগে তিনটি খিলানাকৃতির প্রবেশ পথ রয়েছে যার মাঝেরটি বর্তমানে ব্যবহৃত হয়। অভ্যন্তরভাগে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে আর পূর্ব দেয়ালে রয়েছে আরবি লিপিতে উৎকীর্ণ একটি শিলাফলক। [4]

রক্ষনাবেক্ষন

ভারতবর্ষ প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ ১৯০৯ সালে একবার এ মসজিদটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেয়। কিন্তু এর পর আর কোন কাজ হয়নি। ১৯৯১ সালে লোহার সীমানা বেড়া দেয় বাংলাদেশ প্রত্নতত্ত অধিদপ্তর[4]

জনপ্রিয় মাধ্যমে উপস্থাপনা

১৯৯১ সালে বাংলাদেশ ডাক বিভাগ বাবা আদম মসজিদের ছবি সংবলিত একটি ডাকটিকিট প্রকাশ করেছে।[4]

তথ্যসূত্র

  1. The Islamic heritage of Bengal। Michell, George., Unesco.। Paris: Unesco। ১৯৮৪। আইএসবিএন 9231021745। ওসিএলসি 11631329
  2. "মুন্সীগঞ্জের প্রাচীন মসজিদ"। ১২ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১২
  3. Ahmed, Abu Sayeed M. (২০০৬)। Mosque architecture in Bangladesh। Hossain, Syed Zakir, 1968-। Dhaka: UNESCO Dhaka। আইএসবিএন 9843234693। ওসিএলসি 232358372
  4. তানভীর হাসান (অক্টোবর ১০, ২০১৪)। "বাবা আদম মসজিদ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.