বাবা আদম শহীদ
বাবা আদম শহীদ একজন সুফি সাধক ছিলেন যিনি চতুর্দশ শতাব্দীর শেষভাগে বাংলায় এসেছিলেন বলে ধারণা করা হয়।[1] তিনি বাবা আদম শহীদ মসজিদের নিকটে সমাহিত আছেন বলে মনে করা হয়।[2]
বাবা আদম শহীদ | |
---|---|
ধর্ম | ইসলাম |
ব্যক্তিগত | |
মৃত্যু | বিক্রমপুর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ |
স্থানীয় প্রচলিত কাহিনি অনুসারে, বাবা আদম শহীদ একজন ফকিররূপে মক্কায় বাস করছিলেন।[1] একদিন, রামপালের অদূরে অবস্থিত কানা-চং গ্রামের এক মুসলমান স্থানীয় শাসক বল্লাল সেনের অত্যাচারের কথা বাবা আদম শহীদকে অবহিত করেন। তার পুত্রের জন্ম অনুষ্ঠান পালনের জন্য তিনি একটি গরু কোরবানি করেছিলেন। এ জন্য স্থানীয় হিন্দু রাজা বল্লাল সেন কর্তৃক তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন।[1] এর দরুন তিনি দেশ থেকে পালিয়ে যান ও মক্কায় গমন করেন। ঘটনা শুনে বাবা আদম শহীদ ছয় থেকে সাত হাজার অনুসারী নিয়ে বল্লাল সেনের এলাকায় আগমন করেন।[1] রাজা মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বল্লাল সেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত হন বাবা আদম শহীদ।[1] পরবর্তীতে, বল্লাল সেন তার পরিবারবর্গ নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন।
তথ্যসূত্র
- "বাবা আদম শহীদ"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯।
- "বাবা আদম মসজিদ ও সমাধিসৌধ"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯।