বিনত বিবির মসজিদ
বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান। [1][2]

ঢাকা শহরের নারিন্দায় অবস্থিত বিনত বিবির মসজিদ, ২০১৬ সালে
বিনত বিবির মসজিদ | |
---|---|
২০০৭ সালে এ মসজিদের দৃশ্যরূপ। | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থা | কার্যকরী |
অবস্থান | |
অবস্থান | নারিন্দা, ঢাকা,![]() |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
নারিন্দার যে প্রাচীন পুলের পাশে মসজিদটি অবস্থিত, তার নাম হায়াত বেপারির পুল। মসজিদটি চৌকোনা, এবং এতে দুইটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে। এই মসজিদটি ঢাকার সবচেয়ে পুরাতন মুসলিম স্থাপনার নিদর্শন হিসাবে অনুমিত। [1][3]
ভৌগলিক অবস্থান
এর অবস্থান হচ্ছেঃ। ২৩.৪২৪৭১৫° উত্তর ৯০.২৫০১৩° পূর্ব
তথ্যসূত্র
- মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১৮০, আইএসবিএন ৯৮৪-৪১২-১০৪-৩।
- বিনত বিবি মসজিদ। বাংলাদেশ এশিয়াটি সোসাইটি। পৃষ্ঠা ১২২। আইএসবিএন 984-300-000966
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: length (সাহায্য)। - Bakht Binat's Mosque, বাংলাপিডিয়া।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.