ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে ইডিইউ) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেটি চট্টগ্রামের খূলশী এলাাকায় অবস্থিত। ২০০৬ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টি আগ্রাবাদে তাদাের কার্যক্রম পরিচালনা করত।[1] এর প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন এম. এ. ওয়াদুদ মিয়া।
![]() | |
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয়, |
---|---|
স্থাপিত | ২০০৬, শিক্ষা কার্যক্রম শুরু ২০০৮ সাল |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | ড. গিয়াস উদ্দিন |
অবস্থান | আগ্রাবাদ, চট্টগ্রাম , ২২.৩২১৫৭৩° উত্তর ৯১.৮১১২৯৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | ইডিইউ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www.eastdelta.edu.bd |
অবস্থান
.jpg)
মূল ভবনের সামনের একাংশ।
চট্টগ্রামের খুলশী ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদের নোমান সোসাইটি এলাকার আব্দুলাহ আল নোমান সড়কে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।
তথ্যসূত্র
- "EDU Profile from UGC, Bangladesh"। ৬ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.