ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে ইডিইউ) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেটি চট্টগ্রামের খূলশী এলাাকায় অবস্থিত। ২০০৬ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টি আগ্রাবাদে তাদাের কার্যক্রম পরিচালনা করত।[1] এর প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন এম. এ. ওয়াদুদ মিয়া।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়,
স্থাপিত২০০৬, শিক্ষা কার্যক্রম শুরু ২০০৮ সাল
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যড. গিয়াস উদ্দিন
অবস্থান
আগ্রাবাদ, চট্টগ্রাম
,
২২.৩২১৫৭৩° উত্তর ৯১.৮১১২৯৮° পূর্ব / 22.321573; 91.811298
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামইডিইউ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.eastdelta.edu.bd

অবস্থান

মূল ভবনের সামনের একাংশ।

চট্টগ্রামের খুলশী ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদের নোমান সোসাইটি এলাকার আব্দুলাহ আল নোমান সড়কে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।

তথ্যসূত্র

  1. "EDU Profile from UGC, Bangladesh"। ৬ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.