সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদার্ন ইউনিভার্সিটি (ইংরেজি: Southern University Bangladesh , Chittagong) বাংলাদেশের চট্টগ্রাম জেলার মেহেদিবাগে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[1] স্থায়ী ক্যম্পাস আরিফিন নগর, বায়োজিদ বোস্তামি, চট্টগ্রাম । বিশ্ববিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।প্রফেসর সরওয়ার জাহান সাউর্দান ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা । শিক্ষামন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত হয় ২০০৩ সালে।

সাদার্ন ইউনিভার্সিটি
সাদার্ন ইউনিভার্সিটি
উন্নয়ন-এর জন্য শিক্ষা
নীতিবাক্যউন্নতশিক্ষা কার্যক্রম প্রতিশ্রুতিবদ্ধ
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৯৮
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যঅধ্যাপক ডঃ মোহাম্মদ নূরুল মোস্তফা
শিক্ষায়তনিক কর্মকর্তা
২০০
প্রশাসনিক কর্মকর্তা
২০০
শিক্ষার্থী৫০০০
ঠিকানা
৭৩৯/এ মেহেদিবাগ
,
অারেফিন নগর,বায়েজিদ
, ,
শিক্ষাঙ্গনশহুরে
রঙসমূহডিপ ব্লুডিপ ব্লু
সংক্ষিপ্ত নামসাদার্ন
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.southern.edu.bd

অনুষদ সমূহ

ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা , সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ।

বিভাগ সমূহ

  • ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ; এম বি এ,)
  • কম্পিউটার বিজ্ঞান বিভাগ, (বি. এস; এম এস)
  • আইন বিভাগ, (এল এল বি; এল এল এম)
  • ইংরেজী বিভাগ, (বি এ; এম এ)
  • ফার্মেসি বিভাগ, (বি র্ফাম; এম র্ফাম)
  • যোগাযোগ প্রকৌশল বিভাগ, (বি এস)
  • ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ, (বি এস)
  • পুরকৌশল বিভাগ, (বি এস)
  • ইসলামিক স্টাডিজ ও ধর্ম বিভাগ।(এম এ)

তথ্যসূত্র

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.