সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
সাদার্ন ইউনিভার্সিটি (ইংরেজি: Southern University Bangladesh , Chittagong) বাংলাদেশের চট্টগ্রাম জেলার মেহেদিবাগে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[1] স্থায়ী ক্যম্পাস আরিফিন নগর, বায়োজিদ বোস্তামি, চট্টগ্রাম । বিশ্ববিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।প্রফেসর সরওয়ার জাহান সাউর্দান ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা । শিক্ষামন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত হয় ২০০৩ সালে।
সাদার্ন ইউনিভার্সিটি | |
![]() উন্নয়ন-এর জন্য শিক্ষা | |
নীতিবাক্য | উন্নতশিক্ষা কার্যক্রম প্রতিশ্রুতিবদ্ধ |
---|---|
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯৮ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | অধ্যাপক ডঃ মোহাম্মদ নূরুল মোস্তফা |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ২০০ |
প্রশাসনিক কর্মকর্তা | ২০০ |
শিক্ষার্থী | ৫০০০ |
ঠিকানা | ৭৩৯/এ মেহেদিবাগ , অারেফিন নগর,বায়েজিদ , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
রঙসমূহ | ডিপ ব্লুডিপ ব্লু |
সংক্ষিপ্ত নাম | সাদার্ন |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www.southern.edu.bd |
অনুষদ সমূহ
ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা , সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ।
বিভাগ সমূহ
- ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ; এম বি এ,)
- কম্পিউটার বিজ্ঞান বিভাগ, (বি. এস; এম এস)
- আইন বিভাগ, (এল এল বি; এল এল এম)
- ইংরেজী বিভাগ, (বি এ; এম এ)
- ফার্মেসি বিভাগ, (বি র্ফাম; এম র্ফাম)
- যোগাযোগ প্রকৌশল বিভাগ, (বি এস)
- ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ, (বি এস)
- পুরকৌশল বিভাগ, (বি এস)
- ইসলামিক স্টাডিজ ও ধর্ম বিভাগ।(এম এ)
তথ্যসূত্র
- "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১২।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.