পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি), বগুড়া বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে ইউজিসি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন লাভ করে।

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়,
স্থাপিত২০০১
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যপ্রফেসর ড. এ.কে.এম আজাদ-উদ-দৌলা প্রধান
অবস্থান
গোকুল, বগুড়া
,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামPUB
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট

ইতিহাস

উত্তরবঙ্গের কোন বিশ্ববিদ্যালয় না থাকায় বগুড়ার কিছু উদ্যোগী ব্যাক্তির সমন্বয়ে ‘পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠাকল্পে ২০০১ সালে হিউম্যান ইম্প্রুভমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এই HI-Foundation এর দ্বারা ২০০২ সালে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা পায়। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস ছিল রংপুর রোড, গোকুল, বগুড়া’র টিএমএসএস নির্মিত একটি ভবনে। পরবর্তীতে উদ্যোগতাগণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে গোকুল থেকে শহরে টিএমএসএস মহিলা ভবন এবং কাটনারপাড়া মহাতাব হেরিটেজে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি স্থানান্তর করে।[1][2]

অনুষদ

  • ব্যবসায় শিক্ষা অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.বি.এ
২. এম.বি.এ ১ বছর
৩. এম.বি.এ ২ বছর
৪. ই.এম.বি.এ
  • বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.এস.সি ইন সি.এস.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
২. বি.এস.সি ইন ই.ই.ই (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
৩. বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (এইচ.এস.সি ও ডিপ্লোমা)
৪. এম.পি.এইচ
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
  • প্রোগ্রাম সমূহঃ
১. বি.এ অনার্স ইন ইংরেজি
২. এম.এ ইন ইংরেজি
৩. বি.এ অনার্স ইন ইসলামিক স্টাডিজ
৪. এম.এ ইন ইসলামিক স্টাডিজ (১ ও ২ বছর)
৫. এল.এল.বি
৬. এল.এল.এম (১ ও ২ বছর)
৭. বি.এড
৮. এম.এড

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বিশ্ববিদ্যালয়সমূহ"। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮
  2. "Pundra University Bogra"www.bogra.org

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.