প্রাইম বিশ্ববিদ্যালয়

প্রাইম ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি দ্বারা অনুমোদিত [1] বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোডে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যেখানে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ বিনা বেতনে পড়ানো হয়।

প্রাইম বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যমৌলিক জ্ঞান প্রকাশের একটি বাড়ি
ধরনবেসরকারী, সহ-শিক্ষাগত
স্থাপিত২০০২ (2002)
চেয়ারম্যানমীর শাহাবুদ্দিন
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যঅধ্যাপক ড. প্রকৌশলী এম আবদুস সোবহান
শিক্ষায়তনিক কর্মকর্তা
২২০
শিক্ষার্থীপ্রায় ১১,০০০
অবস্থান,
শিক্ষাঙ্গনশহুরে
১১৪/১১৬ মাজার রোড, সেকশন ১, মিরপুর, ঢাকা ১২১
রঙসমূহ          লাল ও সবুজ
সংক্ষিপ্ত নামPU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, প্রাইম ফাউন্ডেশন
ওয়েবসাইটwww.primeuniversity.edu.bd

বিভাগ সমূহ

প্রকৌশল অনুষদ: ১. সিএসই বিভাগ, ২. ইইই বিভাগ, ৩. ইটিই বিভাগ, ৪. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তথ্য-প্রযুক্তি অনুষদ: ১. কম্পিউটার বিজ্ঞান বিভাগ। ব্যবসায় প্রশাসন অনুষদ: ১. বিবিএ, ২. বিজনেস ইনফরমেশন সিস্টেম বিভাগ। আইন অনুষদ: ১. আইন বিভাগ। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ: ১. ইংরেজি বিভাগ, ২. শিক্ষা বিভাগ, ৩. বাংলা বিভাগ।

অনুষদসমূহ

এই বিশ্ববিদ্যালয়ে ৮টি বিভাগের অধীনে ৫টি অনুষদ রয়েছে:

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.