ইস্টার্ন ইউনিভার্সিটি
ইস্টার্ন ইউনিভার্সিটি (ইংরেজি: Eastern University) বাংলদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। [2] এর ক্যাম্পাস রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এবং স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় অবস্থিত । এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। [3] এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ রয়েছে। প্রত্যেকটি অনুষদের সতন্ত্র ক্যাম্পাস রয়েছে। ২০১৩ সালের হিসাব অনুযায়ী ১১,৭৯৩ এর অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।
![]() | |
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০৩ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | অধ্যাপক ড. শহীদ আখতার হোসেন[1] |
ডিন | ৪ |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ২৩১ (১৩০ পূর্ণকালীন) |
শিক্ষার্থী | ১১,৭৯৩ (২০১৩ পর্যন্ত) |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
রঙসমূহ | নীল |
সংক্ষিপ্ত নাম | ই ইউ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www.easternuni.edu.bd |
অনুষদসমূহ
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদ রয়েছে।এগুলো হল -
- ব্যবসায় প্রশাসন অনুষদ
- বিবিএ প্রোগ্রাম (ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর )
- এমবিএ প্রোগ্রাম (ব্যবসায় প্রশাসনে মাস্টার)
- ইএমবিএ প্রোগ্রাম (এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- বি.এসসি. সিএসই (কম্পিউটার বিজ্ঞান ও প্রকূশল)
- বি.এসসি. ইইই (তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল)
- এম.এসসি. সিএস (কম্পিউটার বিজ্ঞান)
টেক্সটাইল প্রকৌশলের অধীনে বি.এস.সি. চালু করা ইউজিসি বিবেচনাধীন রয়েছে। চালু করা জন্য অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পুরকৌশল, স্থাপত্যে স্নাতক, ফার্মেসিতে বি.এসসি ও পরিবেশ ও জলবায়ুতে স্নাতকোত্তর ডিপ্লোমা।
- ব্যাচেলর অফ ল (অনার্স)
- মাস্টার্স অফ ল'স (১ বছরের প্রোগ্রাম)
- কলা অনুষদ
- ইংরেজী ভাষায় স্নাতক (অনার্স)
- ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স অব আর্টস
- ইংরেজী ভাষায় শিক্ষাদান-এ মাস্টার্স (১ বছরের প্রোগ্রাম)
- ইংরেজি ভাষা শিক্ষায় মাস্টার্স (ইএলটি) (২ বছরের প্রোগ্রাম)
তথ্যসূত্র
- , Massage from VC.
- "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ৬ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮।
- "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। www.ugc-universities.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৪।
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.