বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (BGC Trust University Bangladesh) ২০০১ সালে বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ উপজেলা, চট্টগ্রাম, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পাশেই অবস্থিত। এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়[1] ২০১০ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রেস ব্রিফিংএ দেশের অন্য আরো সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ '' ক্যাটাগরির স্বীকৃতি লাভ করে। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটাতে মুক্তমঞ্চ আছে। বিজিসিটাবের ১ম সমাবর্তন ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত হয়। [2][3][4]

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
বিজিসিটাব - BGCTUB
নীতিবাক্যনেতৃত্বের জন্য শেখা
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০১
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যপ্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী
শিক্ষায়তনিক কর্মকর্তা
৩৬৩
প্রশাসনিক কর্মকর্তা
১১২
শিক্ষার্থী১০,৮০০ বছর: ২০১৭
স্নাতক৮,৭০০
স্নাতকোত্তর২ ,১০০
অবস্থান
বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ উপজেলা , চট্টগ্রাম
,
২২.২৪৭৭৭৬৫৫° উত্তর ৯২.০১৭৮২৪৩১° পূর্ব / 22.24777655; 92.01782431
শিক্ষাঙ্গন১০০ একর
ভাষাইংরেজি
রঙসমূহ         বাদামী এবং সবুজ
সংক্ষিপ্ত নামবিজিসিটাব
অধিভুক্তিবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটbgctub.ac.bd

ইতিহাস

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। এটি ২০০১ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক অনুমোদন লাভ করে। বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আফসার উদ্দিন আহমেদ।

অনুষদ এবং বিভাগসমূহ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত অনুষদ এবং বিভাগ সমূহ
ক্রমঅনুষদবিভাগ
ব্যবসায় প্রশাসন অনুষদব্যবসায় প্রশাসন বিভাগ
কলা অনুষদইংরেজি বিভাগ
বিজ্ঞান অনুষদফার্মেসি বিভাগ
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
আইন অনুষদআইন বিভাগ

একাডেমিক কার্যক্রম

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ডিগ্রি প্রদানসংক্ষেপেস্তর
ব্যাচেলর অব সায়েন্স (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংবি. এসসি. (অনার্স) ইন সিএসইস্নাতক পর্যায়
ফার্মেসি বিভাগ
ডিগ্রি প্রদানসংক্ষেপেস্তর
ব্যাচেলর অব ফার্মেসি (অনার্স)বি. ফার্ম. (অনার্স)স্নাতক পর্যায়
ব্যবসায় প্রশাসন বিভাগ
ডিগ্রি প্রদানসংক্ষেপেস্তর
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনবিবিএস্নাতক পর্যায়
মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনএমবিএস্নাতকোত্তর পর্যায়
এক্সিকিউটিভ মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনইএমবিএস্নাতকোত্তর পর্যায়

(মেজর ইন ফিন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল বিজনেস)

ইংরেজি বিভাগ
ডিগ্রি প্রদানসংক্ষেপেস্তর
ব্যাচেলর অব আর্টস (অনার্স) ইন ইংলিশবি. এ. (অনার্স) ইন ইংলিশস্নাতক পর্যায়
মাস্টার্স অব আর্টস ইন ইংলিশএম. এ. ইন ইংলিশস্নাতকোত্তর পর্যায়
আইন বিভাগ
ডিগ্রি প্রদানসংক্ষেপেস্তর
ব্যাচেলর অব ল'স (অনার্স)এলএল. বি. (অনার্স)স্নাতক পর্যায়
ব্যাচেলর অব ল'সএলএল. বি. (২ বছর)স্নাতক পর্যায়

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.