ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (চট্টগ্রাম ক্যাম্পাস) (আই ইউ বি) (ইংরেজি: Independent University, Bangladesh) এর চট্টগ্রাম ক্যাম্পাস চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৯ সালে চট্টগ্রাম শহরের জামাল খান রোড এলাকায় প্রতিষ্ঠিত হয়।[1] এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস রাজধানী ঢাকা শহরের বসুন্ধরায় এবং অপরটি বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত। বর্তমানে চট্টগ্রাম ক্যাম্পাসে প্রায় ৪,৫০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। প্রতি বছর ব্যবসায় ও প্রকৌশল বিভাগ থেকে প্রায় ২০০-২৫০ জন ছাত্র-ছাত্রীকে ডিগ্রী প্রদান করা হয়।
আইইউবিসি | |
![]() | |
নীতিবাক্য | Teacheth Man That Which He Knew Not |
---|---|
ধরন | বেসরকারি, সহশিক্ষা |
স্থাপিত | ১৯৯৯ |
আচার্য | মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | মোহাম্মদ ওমর এজাজ রহমান |
শিক্ষার্থী | ৪,৫০০ |
ঠিকানা | মিনহাজ কমপ্লেক্স, ১২ জামাল খান রোড। এছাড়া নতুন দুটি ভবন (রোকসানা মঞ্জিল ১ ও ২)। , , ২২.৩৪৬১৭২° উত্তর ৯১.৮৩৩৯৯০° পূর্ব |
রঙসমূহ | অ্যালিস নিল এবং স্টীল নিল |
সংক্ষিপ্ত নাম | আইইউবি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | iub |
বহিঃসংযোগ
- "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। www.ugc-universities.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.