মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা

মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা (চন্দনপুরা জামে মসজিদ হিসেবে পরিচিত) বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬ নং চকবাজার ওয়ার্ডের নবাব সিরাজ উদ-দৌলা সড়কের চন্দনপুরা অংশে অবস্থিত একটি মসজিদ।

মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা
মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থান সিরাজ উদ-দৌলা সড়ক, চন্দনপুরা, চট্টগ্রাম
ভৌগোলিক স্থানাঙ্ক২২°২১′০.৫১″ উত্তর ৯১°৫০′১৭.৪১″ পূর্ব
স্থাপত্য
ধরনমসজিদ

বাংলায় মোঘল শাসনামলে এই দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পের ভিত্তিপ্রস্তর করা হয়েছে বলে ধারণা করা হলেও মূলত বৃটিশ শাসনামলে ১৯৪৭ সালে মোঘল স্থাপত্য ঘরনায় মসজিদটির সংস্কার কাজ শুরু হয় এবং তা সম্পন্ন হয় ১৯৫২ সালে। বিশিষ্ঠ সমাজসেবী এবং চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী মরহুম আবু শাহিদ দোভাষ, ভারতের লখনৌ থেকে কারিগর এনে এই দৃষ্টি নন্দন মসজিদটি তৈরী করেন।

আরো দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.