কলেজ স্ট্রিট (কলকাতা)

কলেজ স্ট্রিট হল মধ্য কলকাতার একটি ১.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা। বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউ-এর মোড় থেকে মহাত্মা গান্ধী রোড মোড় পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত।[1] কলকাতা শহরের কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্রটি এই রাস্তার ধারে অবস্থিত।[2]

কলেজ স্ট্রিট

বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র

কলেজ স্ট্রিটের ধারে বইয়ের ছোটো ছোটো দোকান

কলেজ স্ট্রিট কলকাতার প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র। তাই এই অঞ্চলটিকে বইপাড়া বলা হয়।[1][3] আনন্দ পাবলিশার্স, দে'জ পাবলিশিং, রুপা অ্যান্ড কোং, দেব সাহিত্য কুটীর, সাহিত্যম, পত্র ভারতী প্রভৃতি প্রধান বাংলা প্রকাশনা সংস্থাগুলির প্রধান কার্যালয় এখানেই অবস্থিত। রাস্তার দুধারে বই-এর অনেক ছোটো ছোটো দোকান আছে। এখানে পুরনো ও নতুন বই পাওয়া যায়।[1] স্মিথসোনিয়ান পত্রিকার একটি নিবন্ধে কলেজ স্ট্রিট সম্পর্কে বলা হয়েছে, "...(কলেজ স্ট্রিট) আধ-কিলোমিটার লম্বা বইয়ের দোকানে ভরা রাস্তা। এর দুপাশের ফুটপাথে প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইপত্র পাওয়া যায়। এমনকি ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইংল্যান্ডে আউট-অফ-প্রিন্ট হয়ে যাওয়া অনেক বইই এখানে পাওয়া যায়।"[4]

স্বীকৃতি

২০০৭ সালে টাইম ম্যাগাজিন-এর "বেস্ট অফ এশিয়া" তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট।[5]

শিক্ষা প্রতিষ্ঠান

এই রাস্তার ধারে অবস্থিত উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:

তথ্যসূত্র

  1. College Street or the Boi Para ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০১৩ তারিখে astrainfotech.org. Retrieved 24 March 2013
  2. Kolkata Heritage- College Street ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে westbengaltourism.gov.in. Retrieved 24 March 2013
  3. Kolkata's historical College Street 'Boi-Para' ceases to exist webindia123.com. Retrieved 24 March 2013
  4. Hollick, Julian Crandall (১৯৯১)। "Amid Calcutta's poverty, there's no dearth of cultural wealth"। Smithsonian22 (4): 32–41। আইএসএসএন 0037-7333 অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  5. Press Trust of India (২৮ এপ্রিল ২০০৭)। "Mehrangarh Fort, College Street, figure in Time's Best of Asia"The Statesman। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৫

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.