ব্যারাকপুর ট্রাঙ্ক রোড
ব্যারাকপুর ট্রাঙ্ক রোড (ইংরেজী: Barrackpur Trunk Road) বা বি টি রোড হল ভারতের পশ্চিমবঙ্গের একটি সড়ক পথ। এটি কলকাতার শ্যামবাজার থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত গেছে। সড়কটি ৪ লেন বিশিষ্ট ও দ্বিমুখি। এই পথ দ্রুত ব্যারাকপুর শিল্পাঞ্চলকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে।[1]
ব্যারাকপুরে ট্রাঙ্ক রোড
পথনির্দেশ
- শ্যামবাজার
- কাশীপুর
- বরাহনগর
- পানিহাটি
- টিটাগড়
- ব্যারাকপুর
উল্লেখযোগ্য স্থাপনা
- ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, বরানগর
- বি টি রোড গভর্নমেন্ট স্পনসর্ড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়
- 8 - ওয়েব ইনফোটেক সলিউশন / G+3 (en)
- 32 - CESC Office, Kamarhati (en)
- 517 - ট্রাক্টর ইন্ডিয়া
- B 22 Block (en)
- Block No. D-02 (en)
- MAHARASHTRA GUJRAT CARRIERS (en)
- Petrol Pump (en)
- Radhakrishna Temple (en)
- অরচার্ড কাউন্টি
- আগরপাড়া জুট মিল
- ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- পানিহাটি শাখা
- উদয় ভিলা
- কামারহাটি ই,এস,আই, হাসপাতাল
- টেক্সম্যাকো সোদপুর
- দানবীর সাগর দত্তের জমি
- পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জ
- পানিহাটি পৌরসভা কার্যালয়
- পানিহাটি ফাঁড়ি ও সোদপুর ট্র্যাফিক গার্ড
- পানিহাটি বেঞগল কেমিক্যাল বাসস্টপ
- বাসন্তী কটন মিল
- বেঙ্গল কেমিক্যাল পানিহাটী
- বেঙ্গল কেমিক্যাল, পানিহাটি
- মহা ত্রিকোণোমিতিক জরিপ মিনার
- রামস্বরূপ উৎপাদক লিমিটেড
- সাগর দত্ত হাসপাতাল এবং কলেজ অফ মেডিসিন
- সিইএসসি-র ৩৩কেভি পানিহাটি সাব স্টেশন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.