রুনা লায়লার প্লেব্যাক করা চলচ্চিত্রের তালিকা

রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর, ১৯৫২[1]) একজন খ্যাতনামা বাংলাদেশী গায়িকা। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত।[2] তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানী চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দী, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, পারসিয়ান, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনিশ, ফ্রেঞ্চ, ইতালীয় ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।[3][4] পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।[5]

রুনা লায়লা
গীত পরিবেশনরত রুনা লায়লা
প্রাথমিক তথ্য
জন্ম নামরুনা লায়লা
জন্ম (1952-11-17) ১৭ নভেম্বর ১৯৫২
সিলেট, পূর্ব পাকিস্তান, পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
ধরনগজল, পপ, আধুনিক গান, চলচ্চিত্রের গান
পেশাসঙ্গীত শিল্পী
কার্যকাল১৯৬৯ - বর্তমান
লেবেলসারেগামাপা

চলচ্চিত্রের গান

বাংলা চলচ্চিত্র

বছর চলচ্চিত্র সঙ্গীত পরিচালক গীতিকার গান টীকা
১৯৭০স্বরলিপিসুবল দাসগাজী মাজহারুল আনোয়ার"গানেরি খাতায় স্বরলিপি লিখে"
১৯৭২এরাও মানুষসত্য সাহা
১৯৭৪টাকার খেলা
জিঘাংসামনসুর আহমেদদেওয়ান নজরুল
১৯৭৫সাধু শয়তানরাজা শ্যামগাজী মাজহারুল আনোয়ার
আলো তুমি আলেয়াসুবল দাস
লাভ ইন সিমলাআলম খানমুকুল চৌধুরী
১৯৭৬প্রতিনিধিসত্য সাহাসাবিনা ইয়াসমিনের সাথে প্রথম প্লেব্যাক[6]
কাজল রেখা
রং বেরং
দি রেইনআনোয়ার পারভেজগাজী মাজহারুল আনোয়ার"চঞ্চলা হাওয়ারে"বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
জীবন সাথীসত্য সাহা
১৯৭৭যাদুর বাঁশিআজাদ রহমানমাসুদ করিম"যাদু বিনা পাখি"বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
১৯৭৮বধূ বিদায়দেবু ভট্টাচার্যকাজী নজরুল ইসলাম
১৯৭৯সুন্দরীআলাউদ্দিন আলীআমজাদ হোসেন"মেরে বাকি উমারিয়া"
দি ফাদারআজাদ রহমানগাজী মাজহারুল আনোয়ার
১৯৮১মহানগরসত্য সাহাগাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান
১৯৮২বড় ভালো লোক ছিলআলম খানসৈয়দ শামসুল হক
দুই পয়সার আলতাআলাউদ্দিন আলীমাসুদ করিম"আমি হব পর"
"এত বেশি বলিস না"
আশার আলোদেবু ভট্টাচার্য্যমনিরুজ্জামান মনির
রজনীগন্ধাআলম খানমাসুদ করিম"ও মিষ্টি ভাবী"
"এ মনটা যদি চায়"
"তুমি আমার আমি তোমার"
১৯৮৩নতুন বউআজাদ রহমানআহমদ জামান চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ার"হৃদয়ের এনাটমি করতে শেখো"
নাজমাআলাউদ্দিন আলীগাজী মাজহারুল আনোয়ার, এমএ মালেক"ফুলের বাসর ঘর"
১৯৮৪প্রিন্সেস টিনা খানশেখ সাদী খান"টাকার পিছে দুনিয়া ঘুরে"
অভিযানআনোয়ার পারভেজগাজী মাজহারুল আনোয়ার"গান তো নয়"
চন্দন দ্বীপের রাজকন্যাআহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল
১৯৮৫রামের সুমতিমনসুর আহমেদমাসুদ করিম"টাকার পিছে দুনিয়া ঘুরে"
মহানায়কশেখ সাদী খানমাসুদ করিম
মা ও ছেলেগাজী মাজহারুল আনোয়ার
১৯৮৭রাজলক্ষ্মী শ্রীকান্তআলাউদ্দিন আলীগাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান
সারেন্ডারআলম খানগাজী মাজহারুল আনোয়ার"ঘড়ি চলে টিক টিক"
দায়ী কে?আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল"ও প্রেমের মাস্টারজি"
"তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ"
"এত সুখ সইবো কেমন করে"
হারানো সুরআলাউদ্দিন আলীমনিরুজ্জামান মনির"হয়েছে ভালো"
"হুশিয়ার সাবধান"
সন্ধিসত্য সাহাগাজী মাজহারুল আনোয়ার"কোকিলা কালো বলে"
লালু মাস্তানআলম খানমনিরুজ্জামান মনির
১৯৮৮দুই জীবনআলম খানমনিরুজ্জামান মনির"তুমি আজ কথা দিয়েছ"
যোগাযোগআলাউদ্দিন আলীগাজী মাজহারুল আনোয়ার"ঝিলিক রোদে"
"ভালোবাসা ছিলো"
আগমনআলাউদ্দিন আলীগাজী মাজহারুল আনোয়ার, মাসুদ করিম, আলাউদ্দিন আলী"ঝিলিক রোদে"
"ভালোবাসা ছিলো"
বীর পুরুষআলম খানমনিরুজ্জামান মনির
১৯৮৯বেদের মেয়ে জোসনাআবু তাহেরতোজাম্মেল হক বকুল
এ্যাক্সিডেন্টবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
রাঙ্গা ভাবীসুবল দাসগাজী মাজহারুল আনোয়ার
ব্যাথার দানআলী হোসেনমাসুদ করিম"হেসে খেলে যাও"
"পেখম মেলে নাচ মন ময়ূরী"
বোনের মত বোনআলম খানমনিরুজ্জামান মনির
ক্ষতিপূরণআবু তাহেরখোশনুর আলমগীর"জ্বালা জ্বালা জ্বালা"
ভাইজানআলম খানমনিরুজ্জামান মনির
বজ্রমুষ্টিআলম খানমনিরুজ্জামান মনির
১৯৯০দোলনামনিরুজ্জামান মনির"দোলনায় দুলে দুলে"
১৯৯১স্ত্রীর পাওনাআলাউদ্দিন আলী
অচেনাআলম খানমনিরুজ্জামান মনির"আর যাবোনা আমেরিকা"
"আমি ড্রাইভার ভালো"
দাঙ্গাআহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল, মোহাম্মদ রফিকুজ্জামান
১৯৯২শঙ্খনীল কারাগারখন্দকার নুরুল আলমমোহাম্মদ রফিকুজ্জামান
১৯৯৩কেয়ামত থেকে কেয়ামতআনন্দ-মিলিন্দ, আলম খানমনিরুজ্জামান মনির"ও আমার বন্ধু গো"
অন্ধ প্রেমআহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল"কে হবে আমার দিওয়ানা"
দোলাআজাদ মিন্টু"তুমি সুন্দর মম অন্তর"
অবুঝ সন্তানসুবল দাসগাজী মাজহারুল আনোয়ার
১৯৯৪তুমি আমারআবু তাহেরগাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির"জ্বালাইয়া প্রেমের বাতি"
অন্তরে অন্তরেআলম খানমনিরুজ্জামান মনির"কালতো ছিলাম ভালো"
"এখানে দুজনে নিরজনে"
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
বিক্ষোভআহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল"একাত্তরের মা জননী"
ঘৃণাআলম খানমনিরুজ্জামান মনির"টুপ টুপ বৃষ্টি ঝরছে"
"আমাকে সাথী করে নাও তুমি"
ডনআবু তাহেরমনিরুজ্জামান মনির
১৯৯৫আঞ্জুমানসুবল দাসগাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির
আশা ভালবাসাআবু তাহেরমনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ার"প্রেম প্রীতি আর ভালোবাসা"
স্বপ্নের ঠিকানাআলম খানমনিরুজ্জামান মনির
কন্যাদানআনোয়ার জাহান নান্টুদেলোয়ার জাহান ঝন্টু
দেনমোহরআলাউদ্দিন আলীমনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ার, মাসুদ করিম
বিশ্বপ্রেমিকআলম খানমিল্টন খন্দকার
সন্ত্রাসআলম খানমনিরুজ্জামান মনির
১৯৯৬প্রিয়জনআলম খানমনিরুজ্জামান মনির, মোহাম্মদ রফিকুজ্জামান, মিল্টন খন্দকার
বিচার হবেআলম খানমিল্টন খন্দকার"রসে ভরা রসগোল্লা"
"বট গাছের ভূত না"
সত্যের মৃত্যু নেইআলাউদ্দিন আলীমাসুদ করিম
স্বপ্নের পৃথিবীআলাউদ্দিন আলীমনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ার
এই ঘর এই সংসারআলম খানমোহাম্মদ রফিকুজ্জামান, মিল্টন খন্দকার
মায়ের অধিকারআহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল, মনিরুজ্জামান মনির
দুর্জয়আবু তাহেরমনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ার
১৯৯৭কুলিআলম খান
স্বপ্নের নায়কআজাদ মিন্টুমিল্টন খন্দকার
প্রেম পিয়াসীআবু তাহেরমনিরুজ্জামান মনির
১৯৯৮মনের মত মনপ্রণব ঘোষ
১৯৯৯লাঠিশওকত আলী ইমন
অনন্ত ভালবাসাআলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল, মিল্টন খন্দকার
২০০০ঝড়আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল
২০০১রংবাজ বাদশাইমন সাহাকবির বকুল
দুই দুয়ারীমকসুদ জামিল মিন্টুহুমায়ুন আহমেদ"লীলাবালী লীলাবালী"
২০০২মেজর সাহেবআলম খান
২০০৩বিগ বসআলাউদ্দিন আলীকবির বকুল, মনতাজুর রহমান আকবর
চন্দ্রকথামকসুদ জামিল মিন্টুহুমায়ুন আহমেদ"আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা"
২০০৪আগুন আমার নামজাভেদ আহমেদ মজুমদার কিসলুমনিরুজ্জামান মনির, মুনশী ওয়াদুদ
২০০৪টক ঝাল মিষ্টিইমন সাহাকবির বকুল
২০০৬রুপকথার গল্পবারী সিদ্দিকীবারী সিদ্দিকী, শহিদুল্লাহ ফরায়েজী
২০০৭আমার প্রাণের স্বামীশওকত আলী ইমনকবির বকুল
ময়দানআলী আকরাম শুভপল্লী মালেক
শত্রু শত্রু খেলাইমন সাহাকবির বকুল, শাহ আলম সরকার, গাজী মাজহারুল আনোয়ার
২০০৮যদি বউ সাজো গোআলাউদ্দিন আলীগাজী মাজহারুল আনোয়ার
তোমায় বউ বানাবোআলাউদ্দিন আলীকবির বকুল
ছোট বোনআহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল
১ টাকার বউশওকত আলী ইমনকবির বকুল
ভালবাসার দুশমনআলাউদ্দিন আলীকবির বকুল, মোহাম্মদ রফিকুজ্জামান, ওয়াকিল আহমেদ
রাজধানীর রাজাআজাদ মিন্টুমনিরুজ্জামান মনির, শামসুদ্দিন হীরা
২০০৯এবাদতআলম খানকবির বকুল, কাজী আজিজ
পিরিতের আগুন জ্বলে দিগুণশওকত আলী ইমনকবির বকুল
সবাই তো ভালোবাসা চায়আনোয়ার জাহান নান্টুদেলোয়ার জাহান ঝন্টু, গাজী মাজহারুল আনোয়ার
মন বসে না পড়ার টেবিলেদেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়আবদুল মান্নান
২০১০গোলাপী এখন বিলাতেআলাউদ্দিন আলীআমজাদ হোসেন
২০১১সাথী হারা নাগিনআনোয়ার জাহান নান্টুদেলোয়ার জাহান ঝন্টু, গাজী মাজহারুল আনোয়ার
মাটির ঠিকানাআলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল, কবির বকুল, মুনশী ওয়াদুদ
বেইলী রোডআবিদ রনিমাসুদ কায়নাত
গার্মেন্টস কন্যাইমন সাহা, কাজী ফারুকমনিরুজ্জামান মনির, শাহ আলম সরকার
২০১২রাজা সূর্য খাঁশেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহামুনশী ওয়াদুদ"ফুলের মত একটা জীবন"
তুমি আসবে বলেবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
২০১৩দেবদাসইমন সাহা"এ জীবন ধুপের মতো গন্ধ বিলায়"বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
সীমানাহীনরুশো মাহতাবরুশো মাহতাব, রিয়া মাহতাব"সীমানাহীন"
আত্মঘাতক
২০১৪শবনমআলম খান
প্রিয়া তুমি সুখী হওবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী
হরিজনঝংকারমির্জা শাখাওয়াত হোসেন[7]
২০১৫মনের অজান্তেআলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলআহমেদ ইমতিয়াজ বুলবুল, কবির বকুল
মহুয়া সুন্দরীইমন সাহাজুয়েল মাহমুদ"ফুলের আসন ফুলের বসন"আইটেম গান[8]
২০১৬নিয়তিস্যাভিপ্রিয় চট্টোপাধ্যায়"যতন করে"জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক[9]
বাসর হবে মাটির ঘরেআলাউদ্দিন আলীসৈয়দ শামসুল হক[10]
২০১৮পবিত্র ভালোবাসাইমন সাহা
পাংকু জামাইআলী আকরাম শুভসুদীপ কুমার দ্বীপ"পাঙ্কু জামাই"ইমরানের সাথে প্রথম দ্বৈত গান[11]

উর্দু চলচ্চিত্র

বছর চলচ্চিত্র সঙ্গীত পরিচালক গীতিকার গান টীকা
১৯৬৫জুগনুইনায়েত হোসেন, মঞ্জুর আশরাফগুড়িয়া সি মুন্নি মেরিপ্রথম প্লেব্যাক করা চলচ্চিত্র
১৯৬৬হাম দোনোনাশাদ"উনকি নাজরো সে মোহাব্বাত কা"প্রথম প্লেব্যাক করা চলচ্চিত্র
১৯৬৭রিশতা হ্যায় পেয়ার কা"মাসুম সা চেহরা হ্যায়"
১৯৬৮কমান্ডারমাস্টার আবদুল্লাহমুশির কাজমি"ফুল মেহকে হ্যায়"
১৯৬৯আন্দালিবনিসার বাজমীমাশরুর আনোয়ার"তেরে জুটে ওয়াদে পে"
সালগিরাহনাশাদশেভান রিজভী"লাজ্জাত-এ-সউজে জিগার"
দিয়া অউর তুফানকামাল আহমাদসাঈদ খান রঙ্গিলা
ইয়ামলা জাত
১৯৭০নসীব আপনা আপনালাল মহম্মদ ইকবালমাশরুর আনোয়ার"মিলি গুল কো খুসবু"
আঞ্জুমাননিসার বাজমীমাশরুর আনোয়ার"হোয়ে হোয়ে দিল ধারকে"
"ইঝহার ভি মুস্কিল হ্যায়"
১৯৭১দিল অউর দুনিয়াকামাল আহমাদসাঈদ গিলানি"চাম্পা অউর চাম্বেলি"
ইয়ে আমানএ হামিদহাবিব জালিব
১৯৭২জেলদারগোলাম আহমেদ চিশতীখাজা পারভেজ"দু দিল এক দুজে"
উমরাও জান আদানিসার বাজমী"কাটে না কাটে রাত্তিয়া"
এহশাসরবিন ঘোষ"হামে খো কার বহুত পচতাওগে"
মান কি জিতএম আশরাফ"দিনওয়া দিনওয়া মে গিনু"
"ও মেরা বাবু চেইল চেবিলা"
১৯৭৩আনমোলনিসার বাজমীমাশরুর আনোয়ার"মেরা মান লেহরায়া পেহলি বার"
"তাখতি পার তাখতি"
নাদানলাল মহম্মদ ইকবালসেবা আখতার, তসলিম ফজলী ও দুখী প্রেমনগরী
১৯৭৫দিলরুবাএম আশরাফ"ছানাক গায়ি পায়েল"

হিন্দী চলচ্চিত্র

বছর চলচ্চিত্র সঙ্গীত পরিচালক গীতিকার গান টীকা
১৯৭৬এক সে বারকার এককল্যাণজি ভিরজি শাহ, আনন্দজি ভিরজি শাহভারমা মালিক
১৯৭৭ঘারাওন্দাগুলজার, নাকশ লালপুরি"মুঝে পেয়ার তুমসে নেহি হ্যায়"
"তুমহি হো না হো"
"দু দিওয়ানে শেহের মে"
১৯৭৯জান-এ-বাহারবাপ্পি লাহিড়ী"মার গায়ি রসগল্লা খিলাই কে"
১৯৮৪ইয়াদগারবাপ্পি লাহিড়ীঅঞ্জন"আও ইয়ে দিলওয়ালো আও"
১৯৮৫ঘর দুয়ার"ও মেরা বাবু চেইল চেবিলা"
১৯৯০অগ্নিপথলক্ষীকান্ত-পেয়ারেলাল"আলী বাবা মিল গ্যায়া চল্লিশ চোরো সে"
১৯৯১স্বপ্ন কা মন্দিরলক্ষীকান্ত-পেয়ারেলাল"ম্যা কালি আনার কি"

আরও দেখুন

  • সাবিনা ইয়াসমিনের প্লেব্যাক করা চলচ্চিত্রের তালিকা
  • এন্ড্রু কিশোরের প্লেব্যাক করা চলচ্চিত্রের তালিকা

তথ্যসূত্র

  1. মিঠু হালদার (১৭ নভেম্বর ২০১৫)। "শুভ জন্মদিন রুনা লায়লা..."প্রিয় নিউজ। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  2. স্নেহাশীষ ঘোষ (৬ জানুয়ারি ২০১৬)। "কেউ কারও জায়গা পূরণ করতে পারে না: রুনা লায়লা"প্রিয় নিউজ। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  3. "পুরনো গানগুলো সংরক্ষণ করছেন রুনা লায়লা"প্রিয় নিউজ। ১১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  4. "নিজের গাওয়া সব গান সংরক্ষণ করছেন রুনা লায়লা"প্রিয় নিউজ। ১৪ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  5. "Runa Laila Casts a Magic Spell"। ২৮ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  6. "এক গানে দুই কিংবদন্তি"প্রিয় নিউজ। ২২ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  7. "অনুদান কমিটিতে 'হরিজন'"প্রিয় নিউজ। ১৮ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  8. "মহুয়া সুন্দরীর আইটেম গানে রুনা লায়লা"প্রিয় নিউজ। ২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  9. স্নেহাশীষ ঘোষ (৭ জানুয়ারি ২০১৬)। "জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্রে গান গাইলেন রুনা লায়লা"প্রিয় নিউজ। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  10. "আবারো সৈয়দ হকের কথায় ছবির গানে রুনা লায়লা"গজারিয়া নিউজ। ২২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  11. স্নেহাশীষ ঘোষ (৫ জানুয়ারি ২০১৬)। "যেভাবে রেকর্ডিং হল রুনা লায়লা ও ইমরানের নতুন গান"প্রিয় নিউজ। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.