লালু মাস্তান

লালু মাস্তান হল এ জে মিন্টু পরিচালিত ১৯৮৭ সালের বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির কাহিনি লিখেছেন মোতালেব হোসেন, চিত্রনাট্য লিখেছেন এ জে মিন্টু ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবানা, জসিম, প্রবীর মিত্র, আজিমআনোয়ারা১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এ জে মিন্টু শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন।[1]

লালু মাস্তান
পরিচালকএ জে মিন্টু
রচয়িতাছটকু আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারএ জে মিন্টু
কাহিনীকারমোতালেব হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকআবু হেনা বাবলু
সম্পাদকমুজিবুর রহমান দুলু
মুক্তি১৯৮৭
দৈর্ঘ্য১৪৮ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব

সঙ্গীত

লালু মাস্তান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান এবং তার সহকারী ছিলেন গোপী বল্লভ। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির, ছটকু আহমেদ, ও মোতালেব হোসেন। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, শাম্মী আখতার ও শামীমা ইয়াসমিন দীবা।

গানের তালিকা

সবগুলি গানের সুরকার আলম খান

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."আমাদের রাজু মনি"সৈয়দ আব্দুল হাদীসাবিনা ইয়াসমিন 
২."চটপটি গরম চটপটি"এন্ড্রু কিশোর 
৩."শূন্য এই হাতে হাত রেখে"সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর 

পুরস্কার

১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.