বেলেঘাটা খাল
বেলেঘাটা খাল উত্তর কলকাতার একটি গুরুত্ব পূর্ন খাল।খালটি প্রধানত উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে।প্রবাহের শেষের দিকে খালটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে।খালটি চিংপুর লকগেট থেকে উৎপন্ন হয়ে মানিকতলা ,রাজাবাজার হয়ে বেলেঘাটা পৌঁচ্ছেচে।এর পর এটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে চিংড়িহাটা আসে।এখানে খালটি ইস্টার্ন ড্রেনেজ চ্যানেল-এর সঙ্গে যুক্ত হয়েছে।
বেলেঘাটা সার্কুলার ক্যানেল বেলেঘাটা খাল | |
---|---|
![]() | |
নিমার্ণ শুরু | ১৮০৯ |
নিমার্ণ শেষ | ১৮১০ |
শুরুর হবার স্থান | চিৎপুর লকগেট (হুগলি নদী)
(originally চিৎপুর) |
শেষ হবার স্থান | চিংড়িহাটা
(originally ইস্টার্ন ড্রেনেজ চ্যানেল) |
যুক্ত হয়েছে |
|
বন্ধ স্থান | ২ |
সমস্যা
কলকাতার অনান্য খালের মত এই খালও দূষণের শিকার।খালের জল রুদ্ধ হয়ে পরেছে।ফলে খালের পার্শবর্তী অঞ্চল অস্বাস্থকর হয়ে পড়ছ।বর্ষায় জল খালকে প্লাবিত করছে।এতে মশা মাছির প্রাদুর ভাব ঘটছে প্রতি বছর।[1]
খালের উন্নয়ন ও সুন্দর্যয়ায়ন
তথ্যসূত্র
- "বিপর্যয়ের বার্তা দিচ্ছে খাপছাড়া সংস্কার"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ০৪-১১-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.