নিমতলা মহাশ্মশান
নিমতলা মহাশ্মশান হল কলকাতার বিডন স্ট্রিট এলাকায় অবস্থিত একটি শ্মশানঘাট।[1] এটি হুগলি নদীর তীরে অবস্থিত। ১৮৯১ সালের ২৯ জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাহকার্য এখানে সম্পন্ন হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই শ্মশানঘাটে দাহ করা হয়েছিল। তার সমাধিমন্দির এই শ্মশানের পাশেই অবস্থিত। বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কেও এই শ্মশানে দাহ করা হয়।
নিমতলা মহাশ্মশান | |
---|---|
![]() নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল | |
অবস্থান | ২পি, স্ট্র্যান্ড ব্যাংক রোড, বিডন স্ট্রিট, কলকাতা – ৭০০০০৬ |
অঞ্চল | জোড়াবাগান |
নির্মিত | ১৮২৭ |
পরিচালকবর্গ | কলকাতা পৌরসংস্থা |
নিমতলা মহাশ্মশান নির্মিত হয়েছিল ১৮২৭ সালে। ২০১০ সালে ভারত সরকার এই শ্মশানঘাটের উন্নয়নের জন্য ১৪ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পে শ্মশান ও শ্মশানঘাট সংলগ্ন রবীন্দ্রনাথের সমাধিমন্দিরটির সৌন্দর্যায়ন ঘটানো হয়।[2]
আরও দেখুন
- আনন্দময়ী কালীবাড়ি, নিমতলা
- কাশী মিত্র ঘাট শ্মশান
তথ্যসূত্র
- Sudhamoy Chatterji (১৯৬৮)। Death and after। Firma K. L. Mukhopadhyay। পৃষ্ঠা 110। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
- "Rs 14cr upgrade for Nimtala burning ghat"। The Telegraph Calcutta। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.