২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্ব

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্ব ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর তারিখে শুরু হয়েছে এবং ২০১৮ সালের ১২ই ডিসেম্বর তারিখে সম্পন্ন হবে।[1] সর্বমোট ৩২টি দল এই পর্বে অংশগ্রহণ করেছে যার মধ্য হতে ১৬টি দল ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে প্রবেশ করবে।[2]

ড্র

২০১৮ সালে ৩০শে আগস্ট, উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[3]

সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। এই ড্রয়ের অন্যতম প্রধান নিয়ম হচ্ছে যে, একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে (এই মৌসুমের শুরুতে উপস্থাপিত):[2]

  • পাত্র ১-এ চ্যাম্পিয়নস লীগ এবং ইউরোপা লীগ শিরোপাধারী দল এবং ২০১৭ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৬টি এসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে।[4] যদি এক চ্যাম্পিয়ন অথবা উভয় চ্যাম্পিয়ন দল শীর্ষ ৬ এসোসিয়েশনের মধ্যে বিদ্যমান থাকে তবে পরবর্তী শীর্ষ ক্রমের এসোসিয়েশনের চ্যাম্পিয়ন দল পাত্র ১-এ স্থান পাবে।
  • পাত্র ২, ৩ এবং ৪-এ অবশিষ্ট দলগুলোকে ২০১৮ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাখা হয়েছে।[5]

২০১৪ সালের ১৭ই জুলাই তারিখে, উয়েফা জরুরি সভা রায় দেয় যে, রাজনৈতিক অস্থিরতার কারণে ইউক্রেনীয় ও রুশ ক্লাবগুলো "পরবর্তী নোটিশ পর্যন্ত" একে অপরের বিরুদ্ধে খেলবে না।[6]

তাছাড়া, টেলিভিশনের সর্বোচ্চ কাভারেজের জন্য একই এসোসিয়েশনের দলগুলোকে চার গ্রুপের দুইটি সেটে (এ–ডি, ই–এইচ) বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ম্যাচদিনে, এই চার গ্রুপের একটি সেট খেলবে মঙ্গলবারে পক্ষান্তরে, বুধবারে খেলবে অপর চারটি গ্রুপ, যেখানে প্রতি ম্যাচদিনে পর্যায়ক্রমে দুই সেটের খেলার দিন পরিবর্তিত হবে। গ্রুপ পর্বের সকল দল নিশ্চিত হওয়ার পর উয়েফা নিম্নোক্ত জুটি ঘোষণা করেছে:[3][7]

  • স্পেন: রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া
  • জার্মানি: বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড, শালকে ০৪ এবং ১৮৯৯ হোফেনহেইম
  • ইংল্যান্ড: ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল
  • ইতালি: ইয়ুভেন্তুস এবং ইন্টার মিলান, নাপোলি এবং রোমা
  • ফ্রান্স: পারি সাঁ-জেরমাঁ এবং লিঁও
  • রাশিয়া: লকোমাটিফ মস্কো এবং সিএসকেএ মস্কো
  • পর্তুগাল: পোর্তো এবং বেনফিকা
  • নেদারল্যান্ডস: পিএসভি আইন্দোভেন এবং আয়াক্স

ড্রয়ের পর গ্রুপ পর্বের সময়সূচী নির্ধারণ করা হয়েছে, যার জন্য একটি কম্পিউটার ড্র ব্যবহার করা হয়েছে যা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। নিম্নে ম্যাচের ক্রম প্রকাশ করা হয়েছে (প্রবিধান নিবন্ধ ১৬.০২):[2]

নোট: সময়সূচী নির্ধারণের জন্য পাত্র ব্যবহার করা হয়নি, যেমন: দল ১ ড্রয়ের সময় পাত্র ১-এ রাখা দলই হতে হবে তা আবশ্যক নয়।

গ্রুপ পর্ব সময়সূচী
ম্যাচদিন তারিখ ম্যাচ
ম্যাচদিন ১ ১৮–১৯ সেপ্টেম্বর ২০১৮ ২ বনাম ৩, ৪ বনাম ১
ম্যাচদিন ২ ২–৩ অক্টোবর ২০১৮ ১ বনাম ২, ৩ বনাম ৪
ম্যাচদিন ৩ ২৩–২৪ অক্টোবর ২০১৮ ৩ বনাম ১, ২ বনাম ৪
ম্যাচদিন ৪ ৬–৭ নভেম্বর ২০১৮ ১ বনাম ৩, ৪ বনাম ২
ম্যাচদিন ৫ ২৭–২৮ নভেম্বর ২০১৮ ৩ বনাম ২, ১ বনাম ৪
ম্যাচদিন ৬ ১১–১২ ডিসেম্বর ২০১৮ ২ বনাম ১, ৪ বনাম ৩

এই সময়সূচীর কিছু সীমাবদ্ধতা রয়েছে: উদাহরণস্বরূপ, একই শহরের দল (যেমন: রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ) একই দিনে হোম ম্যাচ খেলার জন্য নির্ধারিত হয়নি (একই দিনে বা টানা দুইদিনে একই শহরে সরবরাহ এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য একই দিনে একই শহরে খেলা রাখা হয়নি) এবং "শীতকালীন দেশ" (উদাহরণস্বরূপ, রাশিয়ার) দলগুলো শেষ ম্যাচের দিনে হোমে (ঠান্ডা আবহাওয়ার কারণে) খেলার জন্য নির্ধারিত হয় না।

দলসমূহ

নিম্নে এই আসরের গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল উল্লেখ করা হয়েছে (২০১৮ উয়েফা ক্লাব গুণাঙ্ক অনুযায়ী):[5]

  • ২৬ দল যারা এই পর্বে প্রবেশ করেছে।
  • প্লে-অফ পর্ব হতে আগত ৬ বিজয়ী (চ্যাম্পিয়নস পথ হতে ৪ বিজয়ী, লীগ পথ হতে ২ বিজয়ী)।
নির্দেশিত রঙ
গ্রুপ বিজয়ী এবং রানার-আপ নির্দেশ করে যারা ১৬ দলের পর্বে প্রবেশ করেছে।
গ্রুপের ৩য় স্থান অধিকারী দল নির্দেশ করে যারা ইউরোপা লীগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে।
যেসকল দল নিষ্কাশিত হয়েছে তাদের নির্দেশ করে।
পাত্র ১ (র‍্যাঙ্কিং অনুযায়ী)[4]
অ্যা. দল গুণাঙ্ক[5]
চ্যা রিয়াল মাদ্রিদ ১৬২.০০০
ইউ আতলেতিকো মাদ্রিদ ১৪০.০০০
বায়ার্ন মিউনিখ ১৩৫.০০০
বার্সেলোনা ১৩২.০০০
ইয়ুভেন্তুস ১২৬.০০০
পারি সাঁ-জেরমাঁ ১০৯.০০০
ম্যানচেস্টার সিটি ১০০.০০০
লকোমাটিফ মস্কো ২২.৫০০
পাত্র ২
দল নোট গুণাঙ্ক[5]
বরুসিয়া ডর্টমুন্ড ৮৯.০০০
পোর্তো ৮৬.০০০
ম্যান. ইউনাইটেড ৮২.০০০
শাখতার দোনেৎস্ক ৮১.০০০
বেনফিকা[লীপ] ৮০.০০০
নাপোলি ৭৮.০০০
টটেনহ্যাম ৬৭.০০০
রোমা ৬৪.০০০
পাত্র ৩
দল নোট গুণাঙ্ক[5]
লিভারপুল ৬২.০০০
শালকে ০৪ ৬২.০০০
লিঁও ৫৯.৫০০
মোনাকো ৫৭.০০০
আয়াক্স[লীপ] ৫৩.০০০
সিএসকেএ মস্কো ৪৫.০০০
পিএসভি[চ্যাপ] ৩৬.০০০
ভ্যালেন্সিয়া ৩৬.০০০
পাত্র ৪
দল নোট গুণাঙ্ক[5]
ভিক্তোরিয়া প্লাজেন ৩৩.০০০
ক্লাব ব্রুজ ২৯.৫০০
গালাতাসারায় ২৯.৫০০
ইয়াং বয়েস[চ্যাপ] ২০.৫০০
ইন্টার মিলান ১৬.০০০
হোফেনহেইম ১৪.২৮৫
রেড স্টার বেলগ্রেড[চ্যাপ] ১০.৭৫০
এইকে এথেন্স[চ্যাপ] ১০.০০০
নোট
  1. চ্যা চ্যাম্পিয়ন লীগ শিরোপাধারী, স্বয়ংক্রিয়ভাবে পাত্র ১-এ শীর্ষে অবস্থানকারী।
  2. ইউ ইউরোপা লীগ শিরোপাধারী, স্বয়ংক্রিয়ভাবে পাত্র ১-এ দ্বিতীয় স্থানে অবস্থানকারী।
  3. চ্যাপ প্লে-অফ পর্বের বিজয়ী (চ্যাম্পিয়নস পথ)।
  4. লীপ প্লে-অফ পর্বের বিজয়ী (লীগ পথ)।

বিন্যাস

প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং অ্যাওয়ে মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লীগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে।

টাইব্রেকার

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্নয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে (নিয়ম-কানুন নিবন্ধ ১৭.০১):[2]

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে গোল সংখ্যা;
  4. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে অ্যাওয়ে গোলের সংখ্যা;
  5. যদি দুইয়ের অধিক দলের পয়েন্ট সমান হয় এবং উপরে বর্ণিত একে-অপরের বিরুদ্ধে ম্যাচের সকল নিয়ম প্রয়োগ পরও যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, উপরের একে-অপরের বিরুদ্ধে ম্যাচের সকল নিয়ম পুনরায় প্রয়োগ করা হবে;
  6. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা;
  8. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের অ্যাওয়ে গোল সংখ্যা;
  9. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের জয়ের সংখ্যা;
  10. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের অ্যাওয়ে জয়ের সংখ্যা;
  11. শাস্তিমূলক পয়েন্ট (লাল কার্ড = ৩ পয়েন্ট, হলুদ কার্ড = ১ পয়েন্ট, এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = ৩ পয়েন্ট);
  12. উয়েফা ক্লাব গুণাঙ্ক।

গ্রুপ

এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ১৮–১৯ সেপ্টেম্বর, ২–৩ অক্টোবর, ২৩–২৪ অক্টোবর, ৬–৭ নভেম্বর, ২৭–২৮ নভেম্বর এবং ১১–১২ ডিসেম্বর ২০১৮।[1] গ্রুপ পর্বের সময়সূচীর কিক-অফের সময় হচ্ছে ২১:০০ (সিইটি/সিইএসটি), যেখানে প্রতি মঙ্গলবার এবং বুধবারে দুটি ম্যাচ ১৮:৫৫ (সিইটি/সিইএসটি) সময়ে অনুষ্ঠিত হবে।[8]

সকল ম্যাচের সময় উয়েফা দ্বারা সিইটি/সিইএসটি[নোট 1] নির্ধারণ করা হয়েছে (স্থানীয় সময় যদি ভিন্ন হয় তবে তা বন্ধনীতে প্রদর্শিত)।

গ্রুপ এ

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ডর্টমুন্ড আতলেতিকো ব্রুজ মোনাকো
বরুসিয়া ডর্টমুন্ড ১০ +৮ ১৩[lower-alpha 1] নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ৪–০ ০–০ ৩–০
আতলেতিকো মাদ্রিদ +৩ ১৩[lower-alpha 1] ২–০ ৩–১ ২–০
ক্লাব ব্রুজ +১ ইউরোপা লীগে অবনমিত ০–১ ০–০ ১–১
মোনাকো ১৪ ১২ ০–২ ১–২ ০–৪
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
টীকা:
  1. হেড-টু-হেড গোল পার্থক্য: বরুসিয়া ডর্টমুন্ড +২, আতলেতিকো মাদ্রিদ –২।
ক্লাব ব্রুজ ০–১ বরুসিয়া ডর্টমুন্ড
প্রতিবেদন
যান ব্রেয়ডেল স্টেডিয়াম, ব্রুজ
দর্শক সংখ্যা: ২৫,১৮১[9]
রেফারি: ড্যানি ম্যাককেলি (নেদারল্যান্ডস)
মোনাকো ১–২ আতলেতিকো মাদ্রিদ
প্রতিবেদন
স্তাদ লুইস ২, মোনাকো
দর্শক সংখ্যা: ১০,৫৭৫[9]
রেফারি: উইলি কলাম (স্কটল্যান্ড)

আতলেতিকো মাদ্রিদ ৩–১ ক্লাব ব্রুজ
প্রতিবেদন
ওয়ান্দা মেত্রোপলিতানো, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৫৫,৭৪২[10]
রেফারি: ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
বরুসিয়া ডর্টমুন্ড ৩–০ মোনাকো
প্রতিবেদন
ভেস্টফালনশটাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৬,০৯৯[10]
রেফারি: আলেকসেই কুলবাকভ (বেলারুশ)

ক্লাব ব্রুজ ১–১ মোনাকো
  • ওয়েসলি  ৩৯'
প্রতিবেদন
  • সিলা  ৩১'
যান ব্রেয়ডেল স্টেডিয়াম, ব্রুজ
দর্শক সংখ্যা: ২৩,৯৫৭[11]
রেফারি: মাইকেল অলিভার (ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড ৪–০ আতলেতিকো মাদ্রিদ
প্রতিবেদন
ভেস্টফালনশটাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৬,০৯৯[11]
রেফারি: অ্যান্থনি টেইলর (ইংল্যান্ড)

মোনাকো ০–৪ ক্লাব ব্রুজ
প্রতিবেদন
  • ভানাকেন  ১২', ১৭' (পেনাল্টি)
  • ওয়েসলি  ২৪'
  • ভোরমার  ৮৫'
স্তাদ লুইস ২, মোনাকো
দর্শক সংখ্যা: ৮,৩৪৭[12]
রেফারি: আর্থার সোয়ারেস দিয়াজ (পর্তুগাল)
আতলেতিকো মাদ্রিদ ২–০ বরুসিয়া ডর্টমুন্ড
প্রতিবেদন
ওয়ান্দা মেত্রোপলিতানো, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৬১,০২৩[12]
রেফারি: দানিয়েলে ওরসাতো (ইতালি)

আতলেতিকো মাদ্রিদ ২–০ মোনাকো
প্রতিবেদন
ওয়ান্দা মেত্রোপলিতানো, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৫৬,৩১৪[13]
রেফারি: মাত্তিয়াস গেস্ত্রানিয়াস (ফিনল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড ০–০ ক্লাব ব্রুজ
প্রতিবেদন
ভেস্টফালনশটাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৬,০৯৯[13]
রেফারি: গেদিমিনাস মাজেইকা (লিথুনিয়া)

ক্লাব ব্রুজ ০–০ আতলেতিকো মাদ্রিদ
প্রতিবেদন
যান ব্রেয়ডেল স্টেডিয়াম, ব্রুজ
দর্শক সংখ্যা: ২৫,৬৪৫[14]
রেফারি: দাভিদে মাসা (ইতালি)
মোনাকো ০–২ বরুসিয়া ডর্টমুন্ড
প্রতিবেদন
স্তাদ লুইস ২, মোনাকো
দর্শক সংখ্যা: ৮,৭৩১[14]
রেফারি: ক্রেইগ পাওসন (ইংল্যান্ড)

গ্রুপ বি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বার্সেলোনা টটেনহ্যাম ইন্টার পিএসভি
বার্সেলোনা ১৪ +৯ ১৪ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–১ ২–০ ৪–০
টটেনহ্যাম হটস্পার ১০ [lower-alpha 1] ২–৪ ১–০ ২–১
ইন্টার মিলান [lower-alpha 1] ইউরোপা লীগে অবনমিত ১–১ ২–১ ১–১
পিএসভি আইন্দোভেন ১৩ ১–২ ২–২ ১–২
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
টীকা:
  1. হেড-টু-হেড অ্যাওয়ে গোল: টটেনহ্যাম হটস্পার ১, ইন্টার মিলান ০।
বার্সেলোনা ৪–০ পিএসভি আইন্দোভেন
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭৩,৪৬২[9]
রেফারি: আনাস্তাসিওশ সিদিরোপুলোশ (গ্রিস)
ইন্টার মিলান ২–১ টটেনহ্যাম হটস্পার
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৪,১২৩[9]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

টটেনহ্যাম হটস্পার ২–৪ বার্সেলোনা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৮২,১৩৭[10]
রেফারি: ফেলিক্স জোয়ায়ের (জার্মানি)
পিএসভি আইন্দোভেন ১–২ ইন্টার মিলান
প্রতিবেদন
ফিলিপস স্তাদিওন, আইন্দোভেন
দর্শক সংখ্যা: ৩৪,৭৫০[10]
রেফারি: মিলোরাদ মাজিচ (সার্বিয়া)

পিএসভি আইন্দোভেন ২–২ টটেনহ্যাম হটস্পার
প্রতিবেদন
ফিলিপস স্তাদিওন, আইন্দোভেন
দর্শক সংখ্যা: ৩৫,০০০[11]
রেফারি: স্লাভকো ভিনচিচ (স্লোভেনিয়া)
বার্সেলোনা ২–০ ইন্টার মিলান
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৮৬,২৯০[11]
রেফারি: ওভিদিউ হাতেগান (রোমানিয়া)

টটেনহ্যাম হটস্পার ২–১ পিএসভি আইন্দোভেন
প্রতিবেদন
  • দে ইয়ং  ২'
দর্শক সংখ্যা: ৪৬,৫৮৮[12]
রেফারি: ইবান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
ইন্টার মিলান ১–১ বার্সেলোনা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭০,৯১৫[12]
রেফারি: জাইমন মারচিনিয়াক (পোল্যান্ড)

পিএসভি আইন্দোভেন ১–২ বার্সেলোনা
  • দে ইয়ং  ৮৩'
প্রতিবেদন
ফিলিপস স্তাদিওন, আইন্দোভেন
দর্শক সংখ্যা: ৩৪,৬০০[13]
রেফারি: পাভেল ক্রালোভেচ (চেক প্রজাতন্ত্র)
টটেনহ্যাম হটস্পার ১–০ ইন্টার মিলান
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫৭,৩২[13]
রেফারি: জুনেয়ত চাকির (তুরস্ক)

বার্সেলোনা ১–১ টটেনহ্যাম হটস্পার
প্রতিবেদন
  • লুকাস  ৮৫'
দর্শক সংখ্যা: ৬৯,৯৬১[14]
রেফারি: মিলোরাদ মাজিচ (সার্বিয়া)
ইন্টার মিলান ১–১ পিএসভি আইন্দোভেন
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬২,৫৩৩[14]
রেফারি: ফেলিক্স জোয়ায়ের (জার্মানি)

গ্রুপ সি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন পারি লিভারপুল নাপোলি বেলগ্রেড
পারি সাঁ-জেরমাঁ ১৭ +৮ ১১ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ২–১ ২–২ ৬–১
লিভারপুল +২ [lower-alpha 1] ৩–২ ১–০ ৪–০
নাপোলি +২ [lower-alpha 1] ইউরোপা লীগে অবনমিত ১–১ ১–০ ৩–১
রেড স্টার বেলগ্রেড ১৭ ১২ ১–৪ ২–০ ০–০
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
টীকা:
  1. গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল: লিভারপুল ৯, নাপোলি ৭।
লিভারপুল ফুটবল ক্লাব ৩–২ পারি সাঁ-জেরমাঁ
প্রতিবেদন
অ্যানফিল্ড, লিভারপুল
দর্শক সংখ্যা: ৫২,৪৭৮[9]
রেফারি: জুনেয়ত চাকির (তুরস্ক)
রেড স্টার বেলগ্রেড ০–০ এস.এস.সি. নাপোলি
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৪৯,১১২[9]
রেফারি: জাইমন মারচিনিয়াক (পোল্যান্ড)

পারি সাঁ-জেরমাঁ ৬–১ রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩৯,৯৭৯[10]
রেফারি: আর্থার সোয়ারেস দিয়াজ (পর্তুগাল)
এস.এস.সি. নাপোলি ১–০ লিভারপুল ফুটবল ক্লাব
  • ইনসিনিয়ে  ৯০'
প্রতিবেদন
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ৩৭,০৫৭[10]
রেফারি: ভিক্তর কাসাই (হাঙ্গেরি)

পারি সাঁ-জেরমাঁ ২–২ এস.এস.সি. নাপোলি
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৬,২৭৪[11]
রেফারি: ফেলিক্স জোয়ায়ের (জার্মানি)
লিভারপুল ফুটবল ক্লাব ৪–০ রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
অ্যানফিল্ড, লিভারপুল
দর্শক সংখ্যা: ৫৩,০২৪[11]
রেফারি: ডানিয়েল জিবার্ট (জার্মানি)

রেড স্টার বেলগ্রেড ২–০ লিভারপুল ফুটবল ক্লাব
  • পাভকভ  ২২', ২৯'
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৫১,৩১৮[12]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)
এস.এস.সি. নাপোলি ১–১ পারি সাঁ-জেরমাঁ
প্রতিবেদন
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ৫৫,৪৮৯[12]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)

পারি সাঁ-জেরমাঁ ২–১ লিভারপুল ফুটবল ক্লাব
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৬,৮৮০[13]
রেফারি: জাইমন মারচিনিয়াক (পোল্যান্ড)
এস.এস.সি. নাপোলি ৩–১ রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
  • বেন নাবুহানে  ৫৭'
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ৪৪,৪৭০[13]
রেফারি: হেসুস গিল মানজানো (স্পেন)

লিভারপুল ফুটবল ক্লাব ১–০ এস.এস.সি. নাপোলি
প্রতিবেদন
অ্যানফিল্ড, লিভারপুল
দর্শক সংখ্যা: ৫২,০১৫[14]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)
রেড স্টার বেলগ্রেড ১–৪ পারি সাঁ-জেরমাঁ
  • গোবেয়িচ  ৫৬'
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৪৮,৩৫৭[14]
রেফারি: উইলি কলাম (স্কটল্যান্ড)

গ্রুপ ডি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন পোর্তো শালকে গালাতাসারায় লকোমাটিফ
পোর্তো ১৫ +৯ ১৬ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ৩–১ ১–০ ৪–১
শালকে ০৪ +২ ১১ ১–১ ২–০ ১–০
গালাতাসারায় ইউরোপা লীগে অবনমিত ২–৩ ০–০ ৩–০
লকোমাটিফ মস্কো ১২ ১–৩ ০–১ ২–০
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
গালাতাসারায় ৩–০ লকোমাটিফ মস্কো
  • রদ্রিগেস  ৯'
  • দেরদিয়ক  ৬৭'
  • ইনান  ৯০+৪' (পেনাল্টি)
প্রতিবেদন
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪৩,৫৪২[9]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)
শালকে ০৪ ১–১ পোর্তো
  • এমবোলো  ৬৪'
প্রতিবেদন
এরিনা আউফশালকে, গেলসেনকিরখেন
দর্শক সংখ্যা: ৪৫,৭৫৫[9]
রেফারি: হেসুস গিল মানজানো (স্পেন)

লকোমাটিফ মস্কো ০–১ শালকে ০৪
প্রতিবেদন
  • ম্যাকেনি  ৮৮'
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ২১,৪৭১[10]
রেফারি: অ্যান্থনি টেইলর (ইংল্যান্ড)
পোর্তো ১–০ গালাতাসারায়
  • মারেগা  ৪৯'
প্রতিবেদন
এস্তাদিও দো দ্রাগাও, পোর্তো
দর্শক সংখ্যা: ৪২,৭১১[10]
রেফারি: মাইকেল অলিভার (ইংল্যান্ড)

লকোমাটিফ মস্কো ১–৩ পোর্তো
প্রতিবেদন
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ১৬,০৩৪[11]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)
গালাতাসারায় ০–০ শালকে ০৪
প্রতিবেদন
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪৬,৬৬৭[11]
রেফারি: বেনোয়া বাস্তিয়েঁ (ফ্রান্স)

পোর্তো ৪–১ লকোমাটিফ মস্কো
  • এরেরা  ২'
  • মারেগা  ৪২'
  • করোনা  ৬৭'
  • ওতাভিও  ৯০+৩'
প্রতিবেদন
  • ফারফান  ৫৯'
এস্তাদিও দো দ্রাগাও, পোর্তো
দর্শক সংখ্যা: ৩৪,৬১৬[12]
রেফারি: দাভিদে মাসসা (ইতালি)
শালকে ০৪ ২–০ গালাতাসারায়
  • বুর্গস্টালার  ৪'
  • উথ  ৫৭'
প্রতিবেদন
এরিনা আউফশালকে, গেলসেনকিরখেন
দর্শক সংখ্যা: ৫৪,৭৪০[12]
রেফারি: উইলি কলাম (স্কটল্যান্ড)

লকোমাটিফ মস্কো ২–০ গালাতাসারায়
  • ডঙ্ক  ৪৩' (আ.গো.)
  • ভ্লাদিস্লাভ ইগনাতিয়েভ  ৫৪'
প্রতিবেদন
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ১৪,০৩৭[13]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)
পোর্তো ৩–১ শালকে ০৪
প্রতিবেদন
এস্তাদিও দো দ্রাগাও, পোর্তো
দর্শক সংখ্যা: ৪১,৬০৩[13]
রেফারি: ওভিদিউ হাতেগান (রোমানিয়া)

গালাতাসারায় ২–৩ পোর্তো
প্রতিবেদন
  • ফেলিপে  ১৭'
  • মারেগা  ৪২' (পেনাল্টি)
  • অলিভেইরা  ৫৭'
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৩৩,৯৭২[14]
রেফারি: আলেকসেই কুলবাকভ (বেলারুশ)
শালকে ০৪ ১–০ লকোমাটিফ মস্কো
শাফ  ৯০+১' প্রতিবেদন
এরিনা আউফশালকে, গেলসেনকিরখেন
দর্শক সংখ্যা: ৪৮,৮৮৩[14]
রেফারি: আনাস্তাজিওশ সিদিরোপুলোশ (গ্রিস)

গ্রুপ ই

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বায়ার্ন আয়াক্স বেনফিকা এইকে
বায়ার্ন মিউনিখ ১৫ +১০ ১৪ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–১ ৫–১ ২–০
আয়াক্স ১১ +৬ ১২ ৩–৩ ১–০ ৩–০
বেনফিকা ১১ ইউরোপা লীগে অবনমিত ০–২ ১–১ ১–০
এইকে এথেন্স ১৩ ১১ ০–২ ০–২ ২–৩
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
আয়াক্স ৩–০ এইকে এথেন্স
প্রতিবেদন
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫২,২৮৫[16]
রেফারি: কার্লোস দে সেরো গ্রান্দে (স্পেন)
বেনফিকা ০–২ বায়ার্ন মিউনিখ
প্রতিবেদন
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৬০,২৭৪[16]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)

বায়ার্ন মিউনিখ ১–১ আয়াক্স
প্রতিবেদন
  • মাজরাউই  ২২'
এলাইয়াঞ্জ এরিনা, মিউনিখ
দর্শক সংখ্যা: ৭০,০০০[17]
রেফারি: পাভেল ক্রালোভেচ (চেক প্রজাতন্ত্র)
এইকে এথেন্স ২–৩ বেনফিকা
  • ক্লোনারিদিস  ৫৩', ৬৩'
প্রতিবেদন
  • সেফেরোভিচ  ৬'
  • গ্রিমালদো  ১৫'
  • সেমেদো  ৭৪'
অলিম্পিক স্টেডিয়াম, অ্যাথেন্স
দর্শক সংখ্যা: ৩১,১৫৪[17]
রেফারি: ওরেল গ্রিনফেল্ড (ইসরায়েল)

এইকে এথেন্স ০–২ বায়ার্ন মিউনিখ
প্রতিবেদন
অলিম্পিক স্টেডিয়াম, অ্যাথেন্স
দর্শক সংখ্যা: ৬১,২২১[18]
রেফারি: আলেকসেই কুলবাকভ (বেলারুশ)
আয়াক্স ১–০ বেনফিকা
  • মাজরাউই  ৯০+২'
প্রতিবেদন
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫২,৪৮৯[18]
রেফারি: রাড্ডি বুকেত (ফ্রান্স)

বায়ার্ন মিউনিখ ২–০ এইকে এথেন্স
প্রতিবেদন
এলাইয়াঞ্জ এরিনা, মিউনিখ
দর্শক সংখ্যা: ৭০,০০০[19]
রেফারি: মাতেই ইয়ুগ (স্লোভেনিয়া)
বেনফিকা ১–১ আয়াক্স
  • জোনাস  ২৯'
প্রতিবেদন
  • তাদিচ  ৬১'
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৫১,৩২৮[19]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)

এইকে এথেন্স ০–২ আয়াক্স
প্রতিবেদন
অলিম্পিক স্টেডিয়াম, অ্যাথেন্স
দর্শক সংখ্যা: ২৫,৭৫৬[20]
রেফারি: মাইকেল অলিভার (ইংল্যান্ড)
বায়ার্ন মিউনিখ ৫–১ বেনফিকা
প্রতিবেদন
  • ফের্নাঞ্জেস  ৪৬'
এলাইয়াঞ্জ এরিনা, মিউনিখ
দর্শক সংখ্যা: ৭০,০০০[20]
রেফারি: দানিয়েলে ওরসাতো (ইতালি)

আয়াক্স ৩–৩ বায়ার্ন মিউনিখ
প্রতিবেদন
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫২,২৪৪[21]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)
বেনফিকা ১–০ এইকে এথেন্স
  • গ্রিমালদো  ৮৮'
প্রতিবেদন
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৩৩,৬৩৩[21]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)

গ্রুপ এফ

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন সিটি লিঁও শাখতার হোফেনহেইম
ম্যানচেস্টার সিটি ১৬ +১০ ১৩ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–২ ৬–০ ২–১
লিঁও ১২ ১১ +১ ২–২ ২–২ ২–২
শাখতার দোনেৎস্ক ১৬ ইউরোপা লীগে অবনমিত ০–৩ ১–১ ২–২
১৮৯৯ হোফেনহেইম ১১ ১৪ ১–২ ৩–৩ ২–৩
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
শাখতার দোনেৎস্ক ২–২ ১৮৯৯ হোফেনহেইম
প্রতিবেদন
  • গ্রিলিচ  ৬'
  • নোরতভেইত  ৩৮'
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট 3]
দর্শক সংখ্যা: ২৮,৩৩৬[16]
রেফারি: ইয়াকব কিহলেট (ডেনমার্ক)
ম্যানচেস্টার সিটি ১–২ লিঁও
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪০,১১১[16]
রেফারি: দানিয়েলে ওরসাতো (ইতালি)

১৮৯৯ হোফেনহেইম ১–২ ম্যানচেস্টার সিটি
  • বেলফোদিল  ১'
প্রতিবেদন
রাইন-নেকা-আরেনা, জিনশাইম
দর্শক সংখ্যা: ২৪,৮৫১[17]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)
লিঁও ২–২ শাখতার দোনেৎস্ক
  • দেম্বেলে  ৭০'
  • দেবোয়া  ৭২'
প্রতিবেদন
  • মোরায়েস  ৪৪', ৫৫'
পার্ক ওলাঁপিক লিয়োনে, দেসিনে-শাপিউ
দর্শক সংখ্যা: ০[17][নোট 4]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাটভিয়া)

১৮৯৯ হোফেনহেইম ৩–৩ লিঁও
  • ক্রামারিচ  ৩৩', ৪৭'
  • জোলিন্তন  ৯০+২'
প্রতিবেদন
  • ত্রাওরে  ২৭'
  • দম্বেলে  ৫৯'
  • দেপাই  ৬৭'
রাইন-নেকা-আরেনা, জিনশাইম
দর্শক সংখ্যা: ২৪,১৪৪[18]
রেফারি: আলবের্তো উন্দিয়ানো মায়েঙ্কো (স্পেন)
শাখতার দোনেৎস্ক ০–৩ ম্যানচেস্টার সিটি
প্রতিবেদন
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট 3]
দর্শক সংখ্যা: ৩৭,১০৬[18]
রেফারি: কার্লোস দে সেরো গ্রান্দে (স্পেন)

লিঁও ২–২ ১৮৯৯ হোফেনহেইম
প্রতিবেদন
  • ক্রামারিচ  ৬৫'
  • কাদেরাবেক  ৯০+২'
পার্ক ওলাঁপিক লিয়োনে, দেসিনে-শাপিউ
দর্শক সংখ্যা: ৫৩,৮৫০[19]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
ম্যানচেস্টার সিটি ৬–০ শাখতার দোনেৎস্ক
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫২,২৮৬[19]
রেফারি: ভিক্তর কাসাই (হাঙ্গেরি)

১৮৯৯ হোফেনহেইম ২–৩ শাখতার দোনেৎস্ক
প্রতিবেদন
রাইন-নেকা-আরেনা, জিনশাইম
দর্শক সংখ্যা: ২২,৯২০[20]
রেফারি: ইবান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
লিঁও ২–২ ম্যানচেস্টার সিটি
  • কোরনেত  55', 81'
প্রতিবেদন
পার্ক ওলাঁপিক লিয়োনে, দেসিনে-শাপিউ
দর্শক সংখ্যা: ৫৬,০৩৯[20]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)

শাখতার দোনেৎস্ক ১–১ লিঁও
  • মোরায়েস  ২২'
প্রতিবেদন
এনএসসি অলিম্পিকভস্কি স্টেডিয়াম, কিভ[নোট 5]
দর্শক সংখ্যা: ৩৮,৯১৬[21]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)
ম্যানচেস্টার সিটি ২–১ ১৮৯৯ হোফেনহেইম
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫০,৪১১[21]
রেফারি: আন্দ্রেস একবার্গ (সুইডেন)

গ্রুপ জি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন রিয়াল রোমা প্লজেন সিএসকেএ
রিয়াল মাদ্রিদ ১২ +৭ ১২ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ৩–০ ২–১ ০–৩
রোমা ১১ +৩ ০–২ ৫–০ ৩–০
ভিক্টোরিয়া প্লজেন ১৬ [lower-alpha 1] ইউরোপা লীগে অবনমিত ০–৫ ২–১ ২–২
সিএসকেএ মস্কো [lower-alpha 1] ১–০ ১–২ ১–২
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্ট: ভিক্টোরিয়া প্লজেন ৪, সিএসকেএ মস্কো ১।
রিয়াল মাদ্রিদ ৩–০ রোমা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৯,২৫১[16]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)
ভিক্টোরিয়া প্লজেন ২–২ সিএসকেএ মস্কো
  • ক্রমেনচিক  ২৯', ৪১'
প্রতিবেদন
ডোসান এরিনা, প্লজেন
দর্শক সংখ্যা: ১১,৩১২[16]
রেফারি: বেনোয়া বাস্তিয়েঁ (ফ্রান্স)

সিএসকেএ মস্কো ১–০ রিয়াল মাদ্রিদ
  • ভ্লাশিচ  ২'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭১,৮১১[17]
রেফারি: ওভিদিউ হাতেগান (রোমানিয়া)
রোমা ৫–০ ভিক্টোরিয়া প্লজেন
প্রতিবেদন
স্তাদিও অলিম্পিকো, রোম
দর্শক সংখ্যা: ৪১,২৪৩[17]
রেফারি: পাওয়েল রাচকোভস্কি (পোল্যান্ড)

রোমা ৩–০ সিএসকেএ মস্কো
  • জেকো  ৩০', ৪৩'
  • উন্দার  ৫০'
প্রতিবেদন
স্তাদিও অলিম্পিকো, রোম
দর্শক সংখ্যা: ৪৬,০০৫[18]
রেফারি: আনাস্তাজিওশ সিদিরোপুলোশ (গ্রিস)
রিয়াল মাদ্রিদ ২–১ ভিক্টোরিয়া প্লজেন
প্রতিবেদন
  • ইরোশোভস্কি  ৭৯'
দর্শক সংখ্যা: ৬৭,৩৫৬[18]
রেফারি: ওরেল গ্রিনফেল্ড (ইসরায়েল)

সিএসকেএ মস্কো ১–২ রোমা
  • সিগুরসন  ৫০'
প্রতিবেদন
  • মানোলাস  ৪'
  • পেলেগ্রিনি  ৫৯'
দর্শক সংখ্যা: ৬৪,৪৫৪[19]
রেফারি: জুনেয়ত চাকির (তুরস্ক)
ভিক্টোরিয়া প্লজেন ০–৫ রিয়াল মাদ্রিদ
প্রতিবেদন
ডোসান এরিনা, প্লজেন
দর্শক সংখ্যা: ১১,৪৮৩[19]
রেফারি: দেনিজ আয়তেকিন (জার্মানি)

সিএসকেএ মস্কো ১–২ ভিক্টোরিয়া প্লজেন
প্রতিবেদন
  • প্রোখাস্কা  ৫৬'
  • হেইদা  ৮১'
দর্শক সংখ্যা: ৫২,৮৯২[20]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
রোমা ০–২ রিয়াল মাদ্রিদ
প্রতিবেদন
স্তাদিও অলিম্পিকো, রোম
দর্শক সংখ্যা: ৫৯,১২৪[20]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

রিয়াল মাদ্রিদ ০–৩ সিএসকেএ মস্কো
প্রতিবেদন
  • চালভ  ৩৭'
  • শচেনিকভ  ৪৩'
  • সিগুরসন  ৭৩'
দর্শক সংখ্যা: ৫১,৬৩৬[21]
রেফারি: আর্থার সোয়ারেস দিয়াজ (পর্তুগাল)
ভিক্টোরিয়া প্লজেন ২–১ রোমা
  • কোভারিক  ৬২'
  • হোরি  ৭২'
প্রতিবেদন
  • উন্দার  ৬৮'
ডোসান এরিনা, প্লজেন
দর্শক সংখ্যা: ১১,২১৭[21]
রেফারি: অ্যান্থনি টেইলর (ইংল্যান্ড)

গ্রুপ এইচ

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ইয়ুভেন্তুস ইউনাইটেড ভ্যালেন্সিয়া বয়েস
ইয়ুভেন্তুস +৫ ১২ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–২ ১–০ ৩–০
ম্যানচেস্টার ইউনাইটেড +৩ ১০ ০–১ ০–০ ১–০
ভ্যালেন্সিয়া ইউরোপা লীগে অবনমিত ০–২ ২–১ ৩–১
ইয়াং বয়েস ১২ ২–১ ০–৩ ১–১
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্ব টাইব্রেকার
ইয়াং বয়েস ০–৩ ম্যানচেস্টার ইউনাইটেড
প্রতিবেদন
স্তাদ দে সুইস, বের্ন
দর্শক সংখ্যা: ৩১,১২০[16]
রেফারি: দেনিজ আয়তেকিন (জার্মানি)
ভ্যালেন্সিয়া ০–২ ইয়ুভেন্তুস
প্রতিবেদন
মেস্তায়া, ভ্যালেন্সিয়া
দর্শক সংখ্যা: ৪৬,০৬৭[16]
রেফারি: ফেলিক্স ব্রিচ (জার্মানি)

ইয়ুভেন্তুস ৩–০ ইয়াং বয়েস
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪০,৯৬১[17]
রেফারি: সের্গেই কারাসেভ (রাশিয়া)
ম্যানচেস্টার ইউনাইটেড ০–০ ভ্যালেন্সিয়া
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭৩,৫৬৯[17]
রেফারি: স্লাভকো ভিনচিচ (স্লোভেনিয়া)

ইয়াং বয়েস ১–১ ভ্যালেন্সিয়া
প্রতিবেদন
স্তাদ দে সুইস, বের্ন
দর্শক সংখ্যা: ৩১,১২০[18]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাটভিয়া)
ম্যানচেস্টার ইউনাইটেড ০–১ ইয়ুভেন্তুস
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭৩,৯৪৬[18]
রেফারি: মিলোরাদ মাজিচ (সার্বিয়া)

ভ্যালেন্সিয়া ৩–১ ইয়াং বয়েস
  • মিনা  ১৪', ৪২'
  • সোলার  ৫৬'
প্রতিবেদন
  • আসাল  ৩৭'
মেস্তায়া, ভ্যালেন্সিয়া
দর্শক সংখ্যা: ৩৬,৪৮০[19]
রেফারি: ইস্টভান কোভাচ (রোমানিয়া)
ইয়ুভেন্তুস ১–২ ম্যানচেস্টার ইউনাইটেড
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪১,৪৭০[19]
রেফারি: ওভিদিউ হাতেগান (রোমানিয়া)

ম্যানচেস্টার ইউনাইটেড ১–০ ইয়াং বয়েস
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭২,৮৭৬[20]
রেফারি: ফেলিক্স ব্রিচ (জার্মানি)
ইয়ুভেন্তুস ১–০ ভ্যালেন্সিয়া
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩৯,০৭০[20]
রেফারি: উইলি কলাম (স্কটল্যান্ড)

ইয়াং বয়েস ২–১ ইয়ুভেন্তুস
প্রতিবেদন
স্তাদ দে সুইস, বের্ন
দর্শক সংখ্যা: ৩০,১১৪[21]
রেফারি: টবিয়াস স্টিলার (জার্মানি)
ভ্যালেন্সিয়া ২–১ ম্যানচেস্টার ইউনাইটেড
প্রতিবেদন
মেস্তায়া, ভ্যালেন্সিয়া
দর্শক সংখ্যা: ৩৬,৫৪৪[21]
রেফারি: জর্জি কাবাকভ (বেলারুশ)

নোট

  1. সিইটি (ইউটিসি+২) ২৭ ডিসেম্বর পর্যন্ত (ম্যাচদিন ১–৩) ম্যাচের জন্য এবং সিইএসটি (ইউটিসি+১) পরবর্তী (ম্যাচদিন ৪–৬) ম্যাচের জন্য।
  2. টটেনহ্যাম হটস্পার তাদের নতুন স্টেডিয়াম নির্মাণ কাজে বিলম্বের কারণে, তাদের নিয়মিত স্টেডিয়াম টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের পরিবর্তে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ খেলেছে।[15]
  3. পূর্ব ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি কারণে শাখতার দোনেৎস্ক তাদের ঘরোয়া ম্যাচের স্টেডিয়াম দোনেৎস্কের ডনবাস এরেনার পরিবর্তে খারকিভের মেটালিস্ট স্টেডিয়ামে খেলেছে।
  4. উয়েফা কর্তৃক দণ্ডিত হওয়ার কারণে লিঁও বনাম শাখতার দোনেৎস্কের ম্যাচটি বন্ধ দরজায় সম্পন্ন হয়েছে।[22]
  5. ইউক্রেনের অংশে সামরিক আইন ঘোষণা করার ফলে, শাখতার দোনেৎস্ক তাদের অস্থায়ী স্টেডিয়াম খারকিভের মেটালিস্ট স্টেডিয়ামের পরিবর্তে কিভের এনএসসি অলিম্পিকভস্কি স্টেডিয়ামে তাদের চূড়ান্ত গ্রুপ পর্যায়ের হোম ম্যাচ খেলেছে।[নোট 3]
  6. সিএসকেএ মস্কো তাদের নিয়মিত স্টেডিয়াম মস্কোর ভিইবি এরিনার পরিবর্তে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের তাদের সকল হোম ম্যাচ খেলেছে।
  7. ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ভ্যালেন্সিয়া ম্যাচটি ২১:০০টায় (সিইএসটি) অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল। অত্যাধিক ট্র্যাফিকের কারণে দলের আগমনে দেরি হওয়ার ফলে ম্যাচটি দেরী হয়ে যাওয়া দলটির আগমনের কারণে ২১:০৫ টায় অনুষ্ঠিত হয়েছে।[23]

তথ্যসূত্র

  1. "২০১৮–১৯ চ্যাম্পিয়নস লীগ ম্যাচ এবং ড্র ক্যালেন্ডার"UEFA.com। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮
  2. "২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগের নিয়ম" (পিডিএফ)। UEFA.com। ২৫ ফেব্রুয়ারি ২০১৮।
  3. "উয়েফা চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্ব ড্র"। UEFA.com।
  4. "দেশ গুণাঙ্ক ২০১৬–১৭"UEFA.com। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮
  5. "ক্লাব গুণাঙ্ক"UEFA.com। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ১০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮
  6. "জরুরী প্যানেল সিদ্ধান্ত"। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ১৭ জুলাই ২০১৪।
  7. "চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের ড্র: যা জানা উচিত"। UEFA.com। ২৯ আগস্ট ২০১৮।
  8. "২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের সময়সূচী" (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ৩০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮
  9. "ম্যাচদিন ১-এর সারাংশ – মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ১৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮
  10. "ম্যাচদিন ২-এর সারাংশ – বুধবার ৩ অক্টোবর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ৩ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮
  11. "ম্যাচদিন ৩-এর সারাংশ – বুধবার ২৪ অক্টোবর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ২৪ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৮
  12. "ম্যাচদিন ৪-এর সারাংশ – মঙ্গলবার ৬ নভেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮
  13. "ম্যাচদিন ৫-এর সারাংশ – বুধবার ২৮ নভেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ২৮ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  14. "ম্যাচদিন ৬-এর সারাংশ – মঙ্গলবার ১১ ডিসেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ১১ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮
  15. কিলপ্যাট্রিক, ড্যান। "চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের খেলায় টটেনহ্যাম ম্যানচেস্টার সিটির জন্য ওয়েম্বলির তারিখ নিশ্চিত করেছে"ইভেনিং স্ট্যান্ডার্ড
  16. "ম্যাচদিন ১-এর সারাংশ – বুধবার ১৯ সেপ্টেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ১৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮
  17. "ম্যাচদিন ২-এর সারাংশ – মঙ্গলবার ২ অক্টোবর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮
  18. "ম্যাচদিন ৩-এর সারাংশ – মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ২৩ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৮
  19. "ম্যাচদিন ৪-এর সারাংশ – বুধবার ৭ নভেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৮
  20. "ম্যাচদিন ৫-এর সারাংশ – মঙ্গলবার ২৭ নভেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ২৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮
  21. "ম্যাচদিন ৬-এর সারাংশ – বুধবার ১২ ডিসেম্বর ২০১৮" (পিডিএফ)UEFA.org। ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল এসোসিয়েশন। ১২ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮
  22. "উয়েফা লিঁওকে চ্যাম্পিয়নস লীগের খেলা বন্ধ দরজায় সম্পন্ন করতে আদেশ দিয়েছে"। ইএসপিএন। ২৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮
  23. "পূর্বরূপ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ভ্যালেন্সিয়া বিলম্বিত: চ্যাম্পিয়ন লীগ ম্যাচের সরাসরি সম্প্রচার, টিভি চ্যানেল, খেলা শুরুর সময় এবং দলের সংবাদ"। দ্য সান। ২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.