রবার্তো ফিরমিনো
রবার্তো ফিরমিনো বারবোসা দে ওলিভেইরা (জন্ম: ২ অক্টোবর ১৯৯১) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগের ক্লাব লিভারপুল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় বা একজন উইঙ্গার হিসেবে খেলেন।
![]() ২০১৮ সালে রবার্তো ফিরমিনো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রবার্তো ফিরমিনো বারবোসা দে ওলিভেইরা[1] | ||
জন্ম | [2] | ২ অক্টোবর ১৯৯১||
জন্ম স্থান | মাসেইও, ব্রাজিল[2] | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[3] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় / উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | লিভারপুল | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০৪–২০০৮ | সিআরবি | ||
২০০৮–২০০৯ | ফিগিরেন্সে | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৯–২০১০ | ফিগিরেন্সে | 38 | (8) |
২০১১–২০১৫ | ১৮৯৯ হোফেনহেইম | ১৪০ | (৩৮) |
২০১৫– | লিভারপুল | ১১৬ | (৩৯) |
জাতীয় দল‡ | |||
২০১৪– | ব্রাজিল | ২৫ | (৭) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
২০০৯ সালে, ফিগিরেন্সের হয়ে ক্যারিয়ার শুরু করার পর, তিনি সাড়ে ৪ মৌসুম জার্মান ক্লাব ১৮৯৯ হোফেনহেইমে অতিবাহিত করেন। তিনি সেখানে সর্বমোট ৩৩ ম্যাচে ১৬টি গোল করেন এবং ২০১৩–১৪ মৌসুমে বুন্দেসলিগার শত্রুবূহ্যভেদ খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন। ২০১৫ সালের জুলাই মাসে, তিনি প্রিমিয়ার লীগের ক্লাব লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ হন।
২০১৪ সালের নভেম্বর মাসে, ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৫ কোপা আমেরিকার ব্রাজিল দলের একজন সদস্য ছিলেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার
ফিরমিনো জানান যে, জাতীয় দলের হয়ে খেলা তার শৈশবের "স্বপ্ন" ছিল, যদিও "দুঙ্গার সাথে তার কোনো সম্পর্ক ছিল না"।[4] ২০১৪ সালের ২৩শে অক্টোবর তারিখে, ফিরমিনো সর্বপ্রথম ব্রাজিল জাতীয় দলে ডাক পান। তাকে তুরস্ক এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য দলে ডাকা হয়েছিল। এ সম্পর্কে তিনি বলে, "আমি দলে অন্তর্ভুক্ত হতে পেরে খুব খুশি এবং আমি দলের সকলকে ধন্যবাদ জানাই"।[5] তিনি একই বছরের ১২ই নভেম্বর তারিখে, তুরস্কের অভিষেক করেন, যেখানে তিনি তার সাথে অভিষিক্ত হওয়া আরেক ফুটবলার লুইজ আদ্রিয়ানোর সাথে ১৭তম মিনিটে বদল হন, উক্ত ম্যাচে ব্রাজিল ৪–০ গোলে জয়লাভ করে।[6] এর ছয় দিন পর, ফিরমিনো জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন, উক্ত ম্যাচে ব্রাজিল ২–১ গোলে জয়লাভ করে।[7]
২০১৫ সালের মে মাসে, চিলিতে অনুষ্ঠিত ২০১৫ কোপা আমেরিকার জন্য ঘোষিত ২৩ সদস্যের ব্রাজিল দলে ডাক পান।[8] একই বছরের ২১শে জুন তারিখে, ভেনুজুয়েলার বিরুদ্ধে খেলায় গোল করে, উক্ত ম্যাচে ব্রাজিল ২–১ গোলে জয়লাভ করে গ্রুপ সি-এর বিজয়ী হিসেবে নকআউতট পর্ব নিশ্চিত করে।[9]
তথ্যসূত্র
- "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- রবার্তো ফিরমিনো প্রোফাইল সকারওয়েতে. Retrieved 22 October 2017.
- http://www.espnfc.us/player/147234/roberto-firmino
- "Firmino: "Ich will noch viel mehr""। Kicker। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
- "Dunga beruft Roberto Firmino in die Seleçao"। Kicker। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
- "Roberto Firmino feiert Debüt bei Neymar-Show"। Kicker। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
- "Roberto Firmino strikes late winner"। BBC। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
- "2015 Copa America squad lists"। ESPN। ২৮ মে ২০১৫।
- "Brazil v Venezuela: 2-1 win sees Dunga side progress in Copa America despite Neymar absence"। Fox Sports। ২২ জুন ২০১৫।
- National-Football-Teams.com-এ "রবার্তো ফিরমিনো" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৫।
- "Breakthrough of the Season"। bundesliga.com। ২৩ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রবার্তো ফিরমিনো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- লিভারপুলের অফিসিয়াল ওয়েবসাইটে রবার্তো ফিরমিনো
- রবার্তো ফিরমিনো ক্যারিয়ার তথ্য
- National-Football-Teams.com-এ রবার্তো ফিরমিনো (ইংরেজি)