ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড

ট্রেন্ট জন আলেকজান্ডার-আর্নল্ড (জন্ম: ৭ অক্টোবর ১৯৯৮) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগ ক্লাব লিভারপুল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড
২০১৬ সালে আলেকজান্ডার-আর্নল্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ট্রেন্ট জন আলেকজান্ডার-আর্নল্ড[1]
জন্ম (1998-10-07) ৭ অক্টোবর ১৯৯৮[2]
জন্ম স্থান লিভারপুল, ইংল্যান্ড
উচ্চতা ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মি)[3]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব লিভারপুল
জার্সি নম্বর ৬৬
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৪–২০১৬ লিভারপুল
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৬– লিভারপুল ২৬ (১)
জাতীয় দল
২০১৩–২০১৪ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ (০)
২০১৪–২০১৫ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১১ (০)
২০১৬ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০১৬– ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১০ (৭)
২০১৭– ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুলের একাডেমী হতে স্নাতক সম্পন্ন করেছেন এবং মাত্র ১৮ বছর বয়সে, ২০১৬ সালে ক্লাবটির জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে অভিষেক করেছেন। পরবর্তী বছর, তিনি ক্লাবের হয়ে মৌসুমের সেরা যুব খেলোয়াড়ের পুরস্কারটি জয়লাভ করেছেন। তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক বেশ কয়েকটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ হতে অনূর্ধ্ব-২১ পর্যন্ত প্রতিটি দলের হয়ে খেলেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

ইংল্যান্ড জাতীয় দল

২০১৮ সালের মারস মাসে, যখন তিনি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলছিলেন, তখন তিনি ইতালি এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে জন্য জাতীয় দলের সাথে ট্রেইনিং করার জন্য প্রথমবারের মতো ডাক পান।[4] ২০১৮ সালের মে মাসে, গ্যারেথ সাউথগেট দ্বারা তিনি প্রথমবারের মতো ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য জাতীয় দলে ডাক পান।[5]

ক্যারিয়ার পরিসংখ্যান

১৩ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব, মৌসুম এবং প্রতিযোগিতা অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
ক্লাব মৌসুম লীগ এফএ কাপ ইএফএল কাপ ইউরোপ মোট
লীগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
লিভারপুল ২০১৬–১৭[6] প্রিমিয়ার লীগ ১২
২০১৭–১৮[7] প্রিমিয়ার লীগ ১৯১১৩২
সর্বমোট ২৬১১৪৪

সম্মাননা

ব্যক্তিগত

তথ্যসুত্র

  1. "Alexander-Arnold: Trent John Alexander-Arnold: Player"। BDFutbol। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮
  2. "T. Alexander-Arnold"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৮
  3. "Trent Alexander-Arnold: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭
  4. Shaw, Chris (২০ মার্চ ২০১৮)। "Trent trains with senior England squad"। Liverpool FC। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮
  5. "England World Cup squad: Trent Alexander-Arnold in 23-man squad"। BBC Sport। ১৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮
  6. টেমপ্লেট:Soccerbase season
  7. টেমপ্লেট:Soccerbase season
  8. Doyle, Ian (৯ মে ২০১৭)। "The 2017 Liverpool Players' Awards – Relive coverage of the end-of-season event at Anfield"Liverpool Echo। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮
  9. Prenderville, Liam (১০ মে ২০১৮)। "Mohamed Salah scoops TWO prizes at Liverpool Players' Awards – before making frantic dash to London for FWA dinner"। Daily Mirror। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.