জারদান শাকিরি

জারদান শাকিরি (আলবেনীয় উচ্চারণ: [dʒɛrˈdan ʃaˈciɾi]; জন্ম: ১০ অক্টোবর, ১৯৯১) সাবেক যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের জিলানে জন্মগ্রহণকারী সুইস ফুটবলার। সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দলে খেলার পাশাপাশি জার্মানির বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। বাসেলের প্রথম একাদশে খেলার মাধ্যমে ঘরোয়া ফুটবলে অভিষেক ঘটে।[3] ক্ষিপ্রগতিতে মাঠের সর্বত্র প্রভাববিস্তার করে বলকে নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক পরিচিতি পেয়েছেন। ফিফা’র প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে শাকিরিকে বলের উপর নিয়ন্ত্রণ, উভয় পায়ে সমান প্রভাব, গোল করতে পারঙ্গমতা প্রদর্শনকারীরূপে পরিচিত ঘটানো হয়েছে।[4] আলপাইন মেসি[4] ও ম্যাজিক ডোয়ার্ফ ডাকনামে পরিচিতি পেয়েছেন তিনি।[5]

জারদান শাকিরি
২০১২ সালে বায়ার্ন মিউনিখে খেলেন শাকিরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জারদান শাকিরি[1]
জন্ম (1991-10-10) ১০ অক্টোবর ১৯৯১
জন্ম স্থান জিলেন, যুগোস্লাভিয়া
উচ্চতা ১.৬৯ মিটার (৫ ফুট   ইঞ্চি)[2]
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর ১১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৯-২০০১ এসভি আগস্ট
২০০১-২০০৭ এফসি ব্যাসেল
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৭-২০০৯ এফসি ব্যাসেল অনূর্ধ্ব-২১ ১৯ (৮)
২০০৯-২০১২ এফসি ব্যাসেল ৯২ (১৮)
২০১২– বায়ার্ন মিউনিখ ৪৩ (১০)
জাতীয় দল
২০০৭-২০০৮ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১০ (০)
২০০৮-২০০৯ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০০৯ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ (৩)
২০০৯-২০১১ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ (১)
২০১০- সুইজারল্যান্ড ৩২ (১২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৬:৩৯, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৮ জুন, ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

ব্যক্তিগত জীবন

তৎকালীন যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের জিলেনে শাকিরি জন্মগ্রহণ করেন।[4] এরপর ১৯৯২ সালে পিতা-মাতা ও তিন ভাইয়ের সাথে সুইজারল্যান্ডে অভিবাসিত হন তিনি।[6] সুইসআলবেনীয় উভয় দেশের জন্য দ্বৈত নাগরিকত্ব লাভ করেন শাকিরি।[7] মুসলিম ধর্মাবলম্বী হয়েও শাকিরি ক্রিসমাস উদযাপন করেন।[8] কখনো কখনো তাকে খেলার মাঝেও প্রার্থনা করতে দেখা যায়।[9]

আন্তর্জাতিক ফুটবল

১১ নভেম্বর, ২০০৯ তারিখে অনূর্ধ্ব-২১ দলের মাধ্যমে শাকিরি’র আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে। ২০১১ সালের উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ ফুটবল চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বের ২নং গ্রুপে তুরস্কের বিপক্ষে অনুষ্ঠিত এ খেলায় তার দল ৩-১ ব্যবধানে জয়ী হয়। তবে তিনি তার প্রথম গোল করেন ১১ জুন, ২০১১ তারিখে উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশীপে ডেনমার্কের বিপক্ষে।

২০১০ সালে সুইজারল্যান্ডের বড়দের দলে স্থান পান। ৩ মার্চ, ২০১০ তারিখে উরুগুয়ের বিপক্ষে তার দল এক প্রীতি খেলায় ১-৩ ব্যবধানে পরাভূত হয়। ২০১০ সালের ফিফা বিশ্বকাপে দলীয় ম্যানেজার ওটমার হিটজফেল্ডের তরফ থেকে সুইজারল্যান্ড দলে ডাক পান। ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলে দলে তিনি অন্তর্ভুক্ত হলেও ক্লাবের প্রাক-মৌসুমী প্রশিক্ষণে ব্যস্ত থাকায় অংশ নেননি।[10]

জুন, ২০১৪ সালে শাকিরিকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়। দলের উদ্বোধনী খেলায় ইকুয়েডরের বিপক্ষে শাকিরি ফিফা কর্তৃক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে ভূষিত হন।[11] দশদিন পর ২৫ জুন, ২০১৪ তারিখে দলের তৃতীয় ও গ্রুপ পর্বের চূড়ান্ত খেলায় পুণরায় একই পুরস্কার লাভ করেন। হন্ডুরাসের বিপক্ষে তিনি হ্যাট্রিক করেন ও দলকে ১৬-দলীয় রাউন্ডে নিয়ে যান।[12]

তথ্যসূত্র

  1. "FIFA Club World Cup Morocco 2013: List of Players" (PDF)। FIFA। ৭ ডিসেম্বর ২০১৩। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩
  2. "The Squad – Player Details"। Fcb.ch। ২৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১২
  3. "Shaqiri reportedly close to Atlético"। atleticofans.com। ১৭ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১১
  4. "Xherdan SHAQIRI"FIFA। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪
  5. "2014 World Cup superlatives: From the best nickname to the most likely to put a hole through a goalkeeper"Yahoo। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪
  6. Rico, Simon (২২ ডিসেম্বর ২০১২)। "Football : Xherdan Shaqiri, le meilleur ambassadeur suisse du Kosovo"Le Courrier des Balkans (French ভাষায়)। ২০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৩
  7. "Joueur FM11 : Xherdan Shaqiri" (French ভাষায়)। ৬ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৩
  8. "Zauberzwerg Shaqiri: So feiert der Moslem Weihnachten"YouTube (German ভাষায়)। bolzurich। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৪
  9. "Xherdan Shaqiri - Muslim Player - Praying To God"YouTube। THEGOODISME। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৪
  10. "Olympics-Shaqiri, Xhaka excluded from Swiss soccer squad"। reuters.com। ৯ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১২
  11. "Switzerland 2-1 Ecuador"FIFA। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪
  12. "Honduras 0-3 Switzerland World Cup 2014 MATCH REPORT: Xherdan Shaqiri scores a hat-trick to secure Swiss progress"। Daily Mail। ২৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৪

বহিঃসংযোগ

টেমপ্লেট:UEFA Euro U-21 2011 Team of the Tournament টেমপ্লেট:Switzerland squad 2010 FIFA World Cup টেমপ্লেট:Switzerland squad 2014 FIFA World Cup টেমপ্লেট:FC Bayern Munich squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.