ড্যানিয়েল স্টারিজ

ড্যানিয়েল আন্দ্রে স্টারিজ (ইংরেজি: Daniel Andre Sturridge ;জন্ম:১ সেপ্টেম্বর ১৯৮৯, বার্মিংহাম, ইংল্যান্ড) হচ্ছেন একজন ইংরেজ ফুটবলার যিনি বর্তমানে লিভারপুল ফুটবল ক্লাবইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন। স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন।

ড্যানিয়েল স্টারিজ
২০১৩ লিভারপুলের হয়ে খেলছেন স্টারিজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ড্যানিয়েল আন্দ্রে স্টারিজ [1]
জন্ম (1989-09-01) ১ সেপ্টেম্বর ১৯৮৯[1]
জন্ম স্থান বার্মিংহাম, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৩ মি (৬ ফু ০ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান আক্রমণভাগ
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব লিভারপুল
জার্সি নম্বর ১৫
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৬-২০০ অ্যাস্টন ভিলা
২০০০-২০০৩ কোভেন্ট্রি সিটি
২০০৩-২০০৬ ম্যানচেস্টার সিটি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৬-২০০৯ ম্যানচেস্টার সিটি ২১ (৫)
২০০৯-২০০৩ চেলসি ৬৩ (১৩)
২০১১বোল্টন ওয়ান্ডার্স (ভাড়া) ১২ (৮)
২০১৩– লিভারপুল ৪৩ (৩১)
জাতীয় দল
২০০৪-২০০৫ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ (৬)
২০০৫-২০০৬ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭ (৭)
২০০৭ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৮ (২)
২০০৮ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ (১)
২০০৯ ইংল্যান্ড অনূর্ধ্ব ২০ (১)
২০০৯-২০১১ ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ ১৫ (৪)
২০১১– ইংল্যান্ড ১১ (৪)
২০১২ গ্রেট ব্রিটেন (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৫ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

তার জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে, কোভেন্ট্রি সিটিতে যাওয়ার আগে তিনি চার বছর অ্যাস্টন ভিলা একডেমিতে কাটান। তিনি অতঃপর ২০০৩ সালে ম্যানচেস্টার সিটির তরুণ বিভাগের হয়ে খেলা শুরু করেন। তিনি সেখানে তার উন্নতি চালিয়ে যান এবং দুটি এফএ ইয়ুথ কাপ ফাইনালে অংশ নেন। তার ২০০৭-০৮ প্রিমিয়ার লীগ মৌসুমে অভিষেক ঘটে, তিনিই একমাত্র খেলোয়াড় হিসেবে এফএ ইয়ুথ কাপ, এফএ কাপপ্রিমিয়ার লীগে গোল করে। ২০০৯ সালে তিনি ম্যানসিটি ছেড়ে চেলসির হয়ে খেলা শুরু করেন। ২০১০-১১ মৌসুমের দ্বিতীয় অর্ধাংশে তাকে বোল্টন ওয়ান্ডার্সের কাছে ভাড়া দেয়া হয় যেখানে তিনি সফলভাবে মৌসুম শেষ করেন। মাত্র ১২ খেলায় আট গোল করেন। তিনি ২০১৩-এর জানুয়ারিতে চেলসি ছেড়ে লিভারপুলের হয়ে খেলা শুরু করেন।

স্টারিজ ইংল্যান্ডের সব দলের হয়েই খেলেছেন। মাত্র বাইশ বছর বয়সে ২০১১ সালের ১৫-ই নভেম্বর সুইডেনের বিপক্ষে খেলা দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে। এছাড়া তিনি জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন আর্জেন্টিনার বিপক্ষে। তিনি জাতীয় দলের হয়ে ব্রাজিলে হতে যাওয়া ২০১৪ ফিফা বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন।

ক্যারিয়ার

ক্লাব

সর্বশেষ হালনাগাদকরণ: ১১ মে ২০১৪
ক্লাবমৌসুমলীগকাপলীগ কাপমহাদেশীয়অনয়ানসর্বমোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
ম্যানচেস্টার সিটি ২০০৬-০৭
২০০৭-০৮
২০০৮-০৯ ১৬২৬
সর্বমোট ২১৩২
চেলসি ২০০৯-১০ ১৩২১
২০১০-১১ ১৩২০
সর্বমোট ২৬৪১
বোল্টন ওয়ান্ডার্স ২০১০-১১ ১২১২
সর্বমোট ১২১২
চেলসি ২০১১-১২ ৩০১১৪৩১৩
২০১২-১৩ ১২
সর্বমোট ৩৭১২১০৫৫১৫
লিভারপুল ২০১২-১৩ ১৪১০১৬১১
২০১২-১৩ ২৯২১৩৩২৪
সর্বমোট ৪৩৩১৪৯৩৫
ক্যারিয়ার সর্বমোট ১৩৯৫৭১৫১০২৫১৮৯৭৩

আন্তর্জাতিক

সর্বশেষ হালনাগাদকরণ: ৩০ মে, ২০১৪[3]
ইংল্যান্ড
বছরউপস্থিতিগোল
২০১১
২০১২
২০১৩
২০১৪
সর্বমোট১১

তথ্যসূত্র

  1. Hugman, Barry J., সম্পাদক (২০১০)। The PFA Footballers' Who's Who 2010–11। Mainstream Publishing। পৃষ্ঠা 394। আইএসবিএন 978-1-84596-601-0।
  2. "Daniel Sturridge Liverpool Profile"Liverpool Football Club। ৫ জানুয়ারি ২০১৩। ২৫ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪
  3. "Daniel Sturridge". The FA.com. Retrieved 18 November 2013.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.